Image
MCQ
5761. তাপমাত্রা কমলে সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি-
স্থির থাকে
কমে
বাড়ে
প্রথমে কমে তারপর স্থির থাকে
5762. সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হলো-
2টি
4টি
5টি
8 টি
5764. SCR চালু রাখতে কমপক্ষে যে পরিমাণ বিদ্যুৎপ্রবাহ প্রয়োজন হয়, তাকে কারেন্ট বলে---
হোল্ডিং
কমুটেশন
গেইট ট্রিগার
ব্রেক ওভার
5765. 10 মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে প্রকাশ করলে হয়-
10 × 10^-9 ফ্যারাড
10 × 10^-6 ফ্যারাড
10 × 10^-3 ফ্যারাড
10 × 10^-4 ফ্যারাড
5766. P-টাইপ সেমিকন্ডাক্টর প্রস্তুত করতে প্রয়োজন হয়-
দ্বিযোজী ভেজাল মৌল
ত্রিযোজী ভেজাল মৌল
চতুর্যোজী ভেজাল মৌল
পঞ্চযোজী ভেজাল মৌল
5767. এলইডি থেকে লাল অথবা হলুদ আলো পাওয়া যায়, যদি তা তৈরি হয়-
GaAs দ্বারা
Ge দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
5768. লাল (Infrared) আলো প্রদানকারী এলইডি তৈরি করা হয়-
Ge দ্বারা
GaAs দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
5770. ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলোকে দৃশ্যমান করার কাজে ব্যবহৃত এলইডি-এর সংখ্যা-
৫টি
৬টি
৭টি
৮টি
5772. ডায়োডের বা P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল বাধা প্রদান করে শুধুমাত্র-
P স্তরের হোলসমূহকে
N স্তরের ইলেকট্রনসমূহকে
উভয় স্তরের মেজরিটি ক্যারিয়াসমূহকে'
উভয় স্তরের মাইনরিটি ক্যারিয়ারসমূহকে
5773. পরিবাহীতে ভ্যালেন্স ইলেকট্রন থাকে-
4টির বেশি
4টি
4টির কম
কোনোটিই নয়
5775. P-N জাংশন ডায়োডের অ্যানোড ও ক্যাথোড নির্ণয়ে ব্যবহৃত হয়-
অ্যামিটার
ভোল্টমিটার
ওয়াটমিটার
ওহমমিটার
5776. সেমিকন্ডাক্টর কৌশলসমূহে ডোপিং করা হয় কেন?
অধিক পাওয়ার বৃদ্ধি করার জন্য
কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য
তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য
সেমিকন্ডাক্টরকে দীর্ঘস্থায়ী করার জন্য
5777. এক ন্যানো-অ্যাম্পিয়ার সমান-
10^-6 অ্যাম্পিয়ার সমান
10^6 অ্যাম্পিয়ার
10 অ্যাম্পিয়ার
10^-9 অ্যাম্পিয়ার
5778. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
9 টি
16টি
1৪টি
32টি
5779. ট্রানজিস্টরের কোন সংযোগটি বেশি স্থির?
কমন বেস সার্কিট
কমন ইমিটার সার্কিট
কমন কালেকটর সার্কিট
সব কয়টি
5780. সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ হলো-
1eV
2eV
5eV
7eV