EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5721. প্লাস্টিকের ইন্টারফেসিয়াল বৃদ্ধি করে তাদের-
ম্যাগনেটিক প্রপার্টিজ
উচ্চ ফ্রিকুয়েন্সিতে পাওয়ার শোষণ
ইলেকট্রিক্যাল কন্ডাকটিভিটি
পারমিটিভিটি
ব্যাখ্যা: Polystyrene (CaHg)n is a synthetic aromatic hydrocarbon Polymer made from the monomer known as styrene. Polystyrene can be solid or foamed. Polystyrene is clear, hard and brittle. It is an inexpensive resin per unit weight.
5722. Line imperfection in a crystal called........
Schottky defect
Frenkel defect
Edge dislocation
Line Defect
ব্যাখ্যা: Line imperfections are also called dislocations. They are abrupt changes in the regular ordering of atoms along a line (Dislocation line) in the solid.
5723. একটি Chopper-কে বলা যেতে পারে-
dc-to-dc converter
ac-to-ac.converter
ac-to-dc converter
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: চপার সার্কিট ডিসি হতে ডিসি রূপান্তরিত করে।
5724. সাধারণত বিদ্যুৎপ্রবাহ বলতে বুঝায়-
ধনাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎপ্রবাহ বলে।
5725. ফেরাইটস কোন ধরনের ম্যাটেরিয়াল?
ফেরো-ম্যাগনেটিক
অ্যান্টি ফেরো-ম্যাগনেটিক
ফেরি-ম্যাগনেটিক
অ্যান্টি ফেরি-ম্যাগনেটিক
ব্যাখ্যা: ফেরাইট (Fe:O₁₄) ফেরো চৌম্বকত্বের শ্রেণিভুক্ত একটি পদার্থ। এ ধরনের পদার্থে দুটি ভিন্ন ধরনের আয়ন থাকে। আয়নসমূহের চৌম্বক মোমেন্ট প্রতি সমান্তরালে থাকে কিন্তু মান সমান নয়। এ ধরনের পদার্থকে ফেরি-চৌম্বক বলে।
5726. একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিটে ডায়োড লাগে মোট-
১টি
৪টি
৩টি
২টি
5727. যে তাপমাত্রায় একটি ম্যাটেরিয়াল গ্লাসি-সলিড হয়, তাকে বলা হয়-
মেল্টিং টেম্পারেচার
রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার
গ্লাস ট্রানজিশন টেম্পারেচার
ফ্রিজিং টেম্পারেচার
ব্যাখ্যা: গ্লাস ট্রানজিশন টেম্পারেচার দ্বারা গ্লাস সলিড হয়।
5728. নিম্নের কোনটি উৎপাদনের জন্য চায়না-কে প্রধান কাঁচামাল?
পোরসেলিন
গ্লাস
ফায়ার-ক্লে রিফ্র্যাকটরি
স্ট্রেস
ব্যাখ্যা: Porcelain is an excellent and very practical material for microwave or over dishes because it distributes the heat through the elements evenly. It is used made by china clay.
5729. কোনো ইলেকট্রনিক সার্কিটে জেনার ডায়োড লাগানো আছে। চালু অবস্থায় এর দু'মাথার ভোল্টেজ ব্যবধান-
০.২ ভোল্ট থাকে
বায়াস ভোল্টেজের সমান থাকে
২২০ ভোল্ট থাকে
স্থির থাকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহৃত হয়। চালু অবস্থায় জেনার ডায়োডের দু' মাথার ভোল্টেজ ব্যবধান বায়াস ভোল্টেজের সমান থাকে।
5730. পলিস্টেরিন হলো একটি-
এস্টার
হাইড্রো-কার্বন
অ্যাকাইল-হ্যালাইড
ইথেইন
ব্যাখ্যা: Polystyrene is a polymer made from the monomer styrene, a liquid hydrocarbon that is commercially manufactured from petroleum.
5731. ম্যাগনেটিক রেকর্ডিং টেপ তৈরি হয় সাধারণত-
আয়রনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা হতে
সিলিকন আয়রন হতে
সিলিকন অক্সাইড হতে
ফেরিক অক্সাইড হতে
ব্যাখ্যা: Magnetic recording tape is most commonly made from ferric oxide (FeO)
5732. একটি ম্যাটেরিয়ালের ক্রিস্টাল স্ট্রাকচার পর্যবেক্ষণ করা যায়-
ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা
এক্স-রে ডিফ্রেকশন দ্বারা
ইলেকট্রন প্রোব এক্স-রে মাইক্রো- অ্যানালাইজার দ্বারা
ব্যাখ্যা: X-ray diffraction analysis (XRD) is a technique used in materials science to determine the crystallographic structure of a material.
5733. গ্লাসের প্রধান উপাদান হলো-
Al2O3
SiO2
B2O3
Si2O3
ব্যাখ্যা: In typical soda-lime-silica glass the former is silica silicon dioxide (SiO2) in the form of sand.
5734. কপার ও জিঙ্ক অ্যালয়কে বলা হয়-
ব্রোঞ্জ
ব্রাস
গান মেটাল
মু-মেটাল
ব্যাখ্যা: Brass is an alloy of copper and zinc, in Proportions which can be varied to achieve varying mechanical, electrical and chemical properties.
5735. মাইল্ড স্টিলে কার্বনের পারসেন্টেজ হলো-
2-4.5%
0.5-1.4%
0.15-0.3%
0.25-0.95%
ব্যাখ্যা: Carbon content steel is classified into following categories: (i) Dead steel = <0.15% (ii) Mild steel = 0.15-0.3% (iii) Medium carbon steel = 0.3-0.8% (iv) High carbon steel = 0.8-1.5%
5736. স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয়?
আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
আয়রন ও নিকেল
আয়রন, নিকেল এবং মলিবডেনাম
আয়রন, ক্রোমিয়াম এবং মলিবডেনাম
ব্যাখ্যা: Stainless steel is an iron and chromium alloy. While stainless must contain at least 10.5% chromium, the exact components and ratios will vary based on the grade requested and the intended use of the steel. Other common additives include-Nickel.
5737. বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম-
অ্যাম্পিয়ার মিটার
গ্যালভানোমিটার
অ্যামিটার
ভোল্টমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: তড়িৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম- অ্যামিটার ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম- ভোল্টমিটার তড়িৎপ্রবাহের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয়- গ্যালভানোমিটার হাই-রেঞ্জ কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়- অ্যাম্পিয়ার-মিটার বা ক্ল্যাম্পমিটার।
5738. নিম্নের কোন পদ্ধতিটি আইসোমরফস?
বিসমাথ-টিন
কপার-নিকেল
আয়রন-ভ্যানাডিয়াম
লাইন ডিফেক্ট
ব্যাখ্যা: The copper-nickel system is a good example of an isomorphous system. Both copper and nickel have an fcc crystal structure.
5739. পলিইথিলিন উৎপন্ন হয়-
কন্ডেসেশন পলিমারাইজেশন দ্বারা
এডিশন পলিমারাইজেশন দ্বারা
ইথিলিন মনোমারের কো-পলিমারাইজেশন দ্বারা
ট্রানজিস্টর
ব্যাখ্যা: এডিশন পলিমারাইজেশন দ্বারা পলিইথিলিন উৎপন্ন হয়।
5740. সিরামিক ইন্সুলেটরে নিম্নের কোনটির উন্নতির জন্য চকচকে প্রলেপ ব্যবহৃত হয়?
ইলেকট্রিক্যাল প্রপার্টিজ
ইলেকট্রো-মেকানিক্যাল প্রপার্টিজ
মেকানিক্যাল প্রপার্টিজ
কেমিক্যাল প্রপার্টিজ
ব্যাখ্যা: The important mechanical properties required are high abrasion resistance and hardness, good compressive strength etc.