Image
MCQ
922. ওভারহেড লাইনে (Overhead line) পরিবাহী (Conductor) হিসেবে ব্যবহার করা হয়-
অ্যালুমিনিয়াম (Aluminium)
কপার (Copper)
স্টিল (Steel)
ব্রাশ (Brass)
923. ডুয়ালুমিন কোন মৌলের সংকর?
অ্যালুমিনিয়াম (AI)
আয়রন (Fe)
সোডিয়াম (Na)
কপার (Fe)
924. ব্রাশ-এর উপাদান কোনটি?
কপার ও-লৌহ
কপার ও জিঙ্ক
সোডিয়াম ও জিঙ্ক
কোনোটিই নয়
925. অ্যালয় স্টিলে কোন উপাদান মিশ্রিত থাকলে বিকৃতি হওয়ার সম্ভাবনা কম থাকে?
টাংস্টেন (W)
সিলিকন (Si)
ম্যাঙ্গানিজ (Mn)
নিকেল (Ni)
926. কোনটি অ্যাসিড রিফ্যাক্টরি ম্যাটেরিয়ালের প্রধানতম উপাদান?
ডলোমাইট
সিলিকন
জিরকোনিয়া
ম্যাগনেসাইট
927. স্প্রিং-এর উপকরণ হিসাবে ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্য দরকার?
কঠিনতা (Stiffness)
নমনীয়তা (Ductility)
সহনশীলতা (Resilience)
প্লাস্টিসিটি (Plasticity)
929. ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ও হিটিং এলিমেন্ট তৈরিতে যে অ্যালয়টি ব্যবহৃত হয়, তা হলো-
নাইক্রোম
ম্যাগনিন
ইনভার
এলিনতার
931. স্টেইনলেস স্টিলে কার্বনের পরিমাণ রাখা হয়-
০.৮-১%
০.৩-০.৬%
০.৬%-০.৮%
সর্বোচ্চ ০. ৪ %
932. জার্মান সিলভারে কোন কোন উপাদান থাকে?
কপার (Cu), সোডিয়াম (Na) ও জিঙ্ক (Zn)
জিঙ্ক (Zn), আয়রন (Fe) ও হিলিয়াম (He)
কপার (Cu), জিঙ্ক (Zn) এবং নিকেল (Ni)
নিয়ন (Ni), অক্সিজেন (O) ও ক্যালসিয়াম (Ca)
933. ঋণাত্মক র‍্যাক কোণ সাধারণত ব্যবহৃত হয়-
হাই-কার্বন স্টিল টুলে (High carbon steel tools)
হাই-স্পিড স্টিল টুলে (High speed steel tools)
সিমেন্টেড কার্বাইড টুলে (Cemented carbide tools)
সবগুলো
935. তামার সাথে কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়?
টিন
সিসা
দস্তা
রৌপ্য
939. রেললাইনের রেল তৈরি করার উপযোগী সাধারণ কার্বন ইস্পাতের কার্বনের পরিমাণ কত হওয়া উচিত?
০.২-০.৪%
০.২-০.৫%
০.৫%-০.৬৫%
০.৬৫-০.৭৫%