EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1221. নিচের কোনটি ফিডার হেড হিসেবে কাজ করে?
রাইজার
রানার
কোর
স্প্রুস
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: রাইজার: ঢালাইয়ের নিমিতে নির্মিত মোল্ড গলিত ধাতু দ্বারা পূর্ণ হওয়ার পর যে ছিদ্র দ্বারা তা কোপের উপরে ভেসে উঠে, সেই খাড়া ছিদ্রকে রাইজার বলে।
1222. মোল্ডিং-এর দুই অংশকে আলাদা রাখার জন্য ব্যবহৃত হয়-
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
ফ্লোর স্যান্ড
পার্টিং স্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: পার্টিং স্যান্ড (Parting sund): মোল্ডের দুই অংশকে আলাদা রাখার জন্য কোপ পার্ট এবং ড্রাগের পার্টের মধ্যবর্তী স্থানের কাদামুক্ত দানাযুক্ত শুকনো বালি ছিটিয়ে দেয়া হয়, একেই পার্টিং স্যান্ড বলে।
1225. পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য কী ব্যবহার করা হয়?
এয়ার প্রিহিটার
সুপারহিটার
ফিড পাম্প
ইকোনোমাইজার
ব্যাখ্যা: নোট: পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে এয়ার প্রি-হিটার এবং ইকোনোমাইজার এবং সুপারহিটার সবাইকে কাজে লাগানো যায়। সুতরাং, সঠিক উত্তর বা এবং ঘ উভয়ই।
1229. নিচের কোনটি গেটিং সিস্টেমের অংশ?
রাইজার (Riser)
প্রুস (Spruce)
ইনগেট (Ingate)
উপরের সব
1230. বয়লারের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পানির প্রবাহ যে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলা হয়?
ফিডওয়াটার রেগুলেটর
গ্রেট ভালভ
চেক ভালভ
মেইন চেক ভালভ
ব্যাখ্যা: বয়লার ড্রামের পানির মাত্রা নিয়ন্ত্রণের জন্যে একপ্রকার স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হয়, এটিই ফিড ওয়াটার রেগুলেটর।
1231. লোম স্যান্ড হলো এক ধরনের মিক্সচার-
30% বালি এবং 70% কাদা
50% বালি এবং 50% কাদা
70% বালি এবং 10% কাদা
90% বালি এবং 10% কাদা
1232. সুপারহিটারের কাজ কী?
বাতাসকে উত্তপ্ত করা
স্টিম তৈরি করা
পানি তৈরি করা
জ্বালানি তৈরি করা
ব্যাখ্যা: সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্য। (i) সুপার হিটেড স্টিমে অপেক্ষাকৃত বেশি তাপ থাকে, তাই বেশি কাজ পাওয়া যায়। (ii) সুপার হিটার ব্যবহারে প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়। (ii) সুপার হিটার ব্যবহারে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়।
1233. জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের সংকরকে কী বলে?
জামাক মেটাল
ডুরালুমিন
সোডা অ্যাশ
কোনোটিই নয়
1234. বয়লারে ইকোনোমাইজার ব্যবহার করার কারণে বয়লারে কী সুবিধা পাওয়া যায়?
দক্ষতা বৃদ্ধি পায়
জ্বালানির প্রয়োজন হয় না
বাষ্প উৎপন্ন করে
কোনটিই নয়
ব্যাখ্যা: ইকোনোমাইজার ব্যবহারে নিম্নের সুবিধা পাওয়া যায়- (ক) এটি ব্যবহারে 5% হতে 10% জ্বালানি খরচ কম হয়। (খ) বয়লারের দক্ষতা 10% হতে 20% বৃদ্ধি করে। (গ) গরম ধোঁয়া তাপীয় দক্ষতা বৃদ্ধি করে। (ঘ) এটি নির্মাণ ও মেরামত খরচ অপেক্ষা লাভ বেশি।
1235. অপর্যাপ্ত ভেন্টিং-এর কারণে নিচের কোন ত্রুটি দেখা যায়?
শিফট
হট-টিয়ার
ব্লো-হোল
সংকোচন
1238. গ্রিন স্যান্ড হলো এক ধরনের মিক্সচার-
১০% বালি এবং 70% কাদা
50% বালি এবং ১০% কাদা
70% বালি এবং 30% কাদা
90% বালি এবং 10% কাদা
1240. বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
ওয়াটার লেভেল ইন্ডিকেটর
ফিড চেক ভালভ
ব্লো -অফ কক
স্টvপ ভালভ
ব্যাখ্যা: ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator): বয়লারের ভেতরের পানির লেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে। সাধারণত প্রতি বয়লারে দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকে, যাতে একটি নষ্ট হয়ে গেলেও অপরটি দিয়ে সামরিকভাবে কাজ চলতে পারে। ফিড চেক ভালভ (Feed check valve): ফিড পাম্প হতে বয়লারে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং ব্যালারের চেয়ে পাম্পের প্রেসার কম হলে কিংবা ফিড পাম্প বন্ধ থাকলে বয়লার থেকে পাম্পের দিকে পানির উল্টা প্রবাহ বন্ধ করাই ফিড চেক ভালভের কাজ। ফিড চেক ভালভ একটি নন-রিটার্ন ভালভ হিসেবে কাজ করে। ‡eøv অফ কক বা ‡eøv ডাউন আলত (Blow off cock or Blow down walve) : এটি বয়লারের এমন একপ্রকার নিষ্কাশন ভাদৃত, যা নির্দিষ্ট সময়ান্তরে খুলে বয়লার ড্রামের অন্তর্দেশে সঞ্চিত পানির তলানি বা কাদামাটি (Sediment) উত্তরমালা অপসারণ করা হয়। এ কাদামাটির তলানি বয়লারের পক্ষে মারাত্মক ক্ষতিকর, যেহেতু তা বয়লারে জমা হয়ে পুরু আস্তরণ বা স্কেল উৎপন্ন করে পানির ধারণক্ষমতা কমায়। স্টিম স্টপ ভালভ (Steam stor salve): যে ভালভ টারবাইন বা দুই পাইপের মাকে স্থাপন করে স্টিমের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তখন একে স্টিম স্টপ ভালভ বলা হয়।