MCQ
1681. মনে করি, একটি m kg ভরের বস্তু Aবিন্দুতে y/2 উচ্চতায় আছে, বস্তুটি যদি y উচ্চতায় B বিন্দুতে যায় তবে A→B তে বস্তুটির ওজনের জন্য কী পরিমাণ কাজ হবে।
-wy
-mgy/2
-mg/2
1682. দশ মিটার উপর থেকে পড়ে কোনো বস্তুর মাটিতে আঘাত করার বেগ হচ্ছে-
৩০ মি/সে.
৪০ মি/সে.
১৪ মি/সে.
২৪ মি/সে.
1683. একটি N (rpm)-এ ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ-
πN/60
πN/180
2πN/60
2πN/180
1684. লোড উত্তোলনের জন্য ক্রু জ্যাক ব্যবহৃত হয়-
রিভার্সিবল মেশিনে
নন-রিভার্সিবল মেশিনে
আইডল মেশিনে
কোনোটিই নয়
1685. সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণ বরাবর একটি করে বল একটি বিন্দু হতে বা একটি কোণ হতে কাজ করলে প্রত্যেকটির মধ্যে কত ডিগ্রি কোণ বিদ্যমান?
30°
60°
45°
15°
1686. বস্তুর উপর বলসমূহ কয়ভাবে ক্রিয়া করে?
৯ ভাবে
৮ ভাবে
৭ ভাবে
১০ ভাবে
1687. একটি 30kg ভরের বস্তুকে ভূমি থেকে 5cm উচ্চতায় উঠানো হলে কৃত কাজ কত হবে?
30kg-cm
1.5kg-m
150kg-m
সবকটি
1688. কৌণিক বেগের একক-
m/min
cm/sec
rad/sec
mm/sec
1689. স্পাইরাল গিয়ারের সর্বোচ্চ দক্ষতা হলো-
sin (θ+ϕ)+1 / Cos (θ+ϕ)+1
cos (θ+ϕ)+1/sin (θ+ϕ)+1
cos (θ+ϕ)+1/cos (θ-ϕ)+1
cos (θ-ϕ)+1/cos (0-0)+1
1690. সরল লিভারে প্রযুক্ত বলের বাহু এবং লোডের বাহুর অনুপাতকে কী বলে?
ফালক্রম
মোমেন্ট
লিভারেজ
কোনোটিই নয়
1691. সম্পাদিত কাজের (W) ফর্মুলা কোনটি?
সরণ (s) xত্বরণ (a)
সরণ (s) x বেগ (v)
গড় বল (F) × সরণ
সরণ (s) সময় (1)
1692. বল 10kg ও এর ফলে সরণ im হলে, কাজ =?
20 kg-m
10 kg-m
5 kg-m
9.10 kg-m
1693. ১০০ কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে ৫ মি/সে² ত্বরণ সৃষ্টি করবে?
20N
100N
500N
কোনোটিই নয়
1694. ১০০ ওয়াটের একটি মোটর ১ মিনিট চললে সেটি কী পরিমাণ কাজ করবে?
১০০ জুল
৬০০০ জুল
৫/৩ জুল
৬০০ জুল
1695. মেশিনের উত্তোলনে সর্বোচ্চ দক্ষতা-
1/m
V.R/m
m/V.R
1/m × V.R
1696. একটি পাথরের খণ্ডকে ২০ মি. উঁচু ছাদের উপর থেকে ফেললে এটি কত পরে ভূমিকে আঘাত করবে?
১ সে.
২ সে.
৩ সে.
৪ সে.
1697. কৌণিক ত্বরণের একক-
kgm
m/sec
m/sec²
rad/sce²
1698. কোনটিকে বিনষ্ট করা যায় না?
Life
Power
Horsepower
Energy
1699. শক্তির একক হচ্ছে-
N-m/sec²
kg.m/sec
N-m/sec
N-m
1700. ব্যাসার্ধ নিয়ে গোলাকার বস্তু rad/sec বেগে ঘূর্ণায়নশীল বস্তুর রৈখিক বেগ-
ω/r
ω.r
ω²/2
ω².r