Image
MCQ
1841. একটি দড়ির মধ্যখানে চিত্রে প্রদর্শিত একটি ২৫ weight বুঝুলে আছে। দড়ির টেনশান (Tension) ২ 20 N হলে W-এর মান কত?
80N
20N
20√2N
80√2N
1842. দুটি বলের লব্ধি শূন্য হবে, বল দুটি-
পরস্পর সমান হলে
পরস্পর সমকোণে ক্রিয়া করলে
পরস্পর একই সরল রেখা বরাবর ক্রিয়া করলে
সমান বিপরীতমুখী হলে
1843. যে-সব বল একটি বিন্দুতে মিলিত হয় এবং তাদের প্রয়োগের দিক একই তলে অবস্থিত, তাদেরকে বলা হয়-
coplanar concurrent force
coplanar non-concurrent force
non-coplanar concurrent force
non-coplanar non concurrent force
1845. যখন দুইটি বল P এবং Q একটি বিন্দুতে θ কোণে এবং লব্ধি বল P বলের সাথে ɑ কোণে ক্রিয়ারত, তখন কোনটি সঠিক?
tanɑ = P sinθ /P+cosθ
tanɑ = P cosθ/ P+Q cosθ
tanɑ= Q sinθ/P+Q cosθ
tanɑ = Q cosθ/P+ Q sinθ
1846. একই বিন্দুতে একাধিক বল ক্রিয়ারত আছে। তাদের লব্ধি বল অনুভূমিকের সাথে যখন θ কোণ উৎপন্ন করে, তখন-
tan θ= ΣΗ/Σν
tan θ = Σν /ΣΗ
tan θ = Σν ×ΣΗ
tan θ = √ Σν + ΣΗ
1847. যখন বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন তাদেরকে বলা হয়-
সমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
অসমতলীয় অসমমুখী বল
1848. টি বল 130° কোণে কাজ করছে। বৃহত্তম বলের মান 400 kN এবং লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90° কোণে রয়েছে। ক্ষুদ্রতম বলের মান কত?
250 kN
257.11 kN
2.67 kN
350 kN
1849. কোনটি সঠিক?
কোনো কিছু বলা নেই লব্ধি বল আছে - তখন লব্ধি উল্টাতে হবে না
সাম্যাবস্থার জন্য কথাটি থাকলে লব্ধি উল্টাতে হবে
সাম্যাবস্থায় আছে- কথাটি বলা থাকলে লব্ধি উল্টাতে হবে
লব্ধি কথা বলা আছে এবং বলা আছে বিন্দুটি স্থির তখন লব্ধি উল্টাতে হবে
1851. লেমি'স থিওরিয়ম অনুযায়ী কোনটি সঠিক?
তিনটি বল অবশ্যই সমান হবে
তিনটি বল অবশ্যই একটি অপরটি থেকে 120° কোণে ক্রিয়ারত থাকবে
তিনটি বল অবশ্যই সাম্যাবস্থায় থাকবে
তিনটি বল কোনো বিন্দুতে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রতিটি বল অপর দুইটি বলের কোণের সাইনের সমানুপাতিক হবে
1852. দুটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টির সমান হলে, বলদ্বয়ের অন্ত র্ভুক্ত কোণ কত?
৯০°
৬০°
০°
৪৫°
1853. যখন বলসমূহ একই বিন্দুতে এবং একই রেখা বরাবর ক্রিয়া করে না, তখন তাদেরকে কী বলে?
সমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
অসমতলীয় অসমমুখী বল
1854. মোমেন্টের সূত্রানুযায়ী কোনো বিন্দুর উপর একাধিক সমতলীয় বল ক্রিয়া করে যদি সাম্যাবস্থা বিরাজ করে, তবে-
বলগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হবে
ক্রিয়ারেখা সমদূরবর্তী হবে
উক্ত তলের যে-কোনো বিন্দুতে মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে
যে-কোনো বিন্দুতে মোমেন্টের বীজগাণিতিক যোগফল ঐ বিন্দুতে লব্ধি বলের বীজগাণিতিক যোগফল সমান হবে।
1855. গতিশীল অবস্থায় বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণকে বলে-
রোলিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
লিমিটিং ঘর্ষণ
ঘর্ষণ সহগ
1856. tanθ থেকে θ-এর মান নির্ণয়ের ক্ষেত্রে কী হবে?
θ = tan^1× ΣFx/ ΣFy
θ =tan^-1 × ΣFy/ ΣFx
θ =tan^-1 × ΣFy
θ = tan × ΣFx
1857. কোনো বস্তুর উপর ৬ কেজি ও ৮ কেজি বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি হবে-
১০ কেজি
১৪ কেজি
৪৮ কেজি
২ কেজি
1858. ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে?
ঘর্ষণের দিকে
ঘর্ষণের বিপরীতে
সবদিকে
কোনোটিই নয়
1859. Lami's Theorem কী ধরনের বলের ক্ষেত্রে প্রযোজ্য?
সমতলীয় বল
সমবিন্দু বল
সমতলীয় সমবিন্দু ব
লম্বিক বল