MCQ
20001. ছাদে প্লাস্টারের অনুপাত হলো-
১:৩ অথবা ১:৪
১:২ ১/ ২ অথবা ১:৫
১:৪ অথবা ১:৬
১:২ অথবা ১:৫
20002. কোনো কালভার্টের মোট ঢালাই যদি ১০,০০০ ঘনফুট হয় এবং তাতে ৫% রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাহলে কত কুইন্টাল রিইনফোসমেন্ট লাগবে?
২.২৩২
৩.২৩২
২.০০
২.১০
ব্যাখ্যা: Note: ১০,০০০ × ৫/১০০×৪৯০ = ২৪৫০০০ কেজি
= ১১১৫ কুইন্টাল
20003. বর্গাকার কলামে প্রধান চারদিকে ঘুরানো রডকে বলা হয়-
স্পাইরাল
টাই
উপরের দুটি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বর্গাকার/আয়তাকার কলামের প্রধান রডের চারপাশে যে রডকে ঘুরানো হয়, তাকে টাইরড বলে।
এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র:2 (A+B) + 30cm
20004. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
55.5%
65%
50%
62.5%
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাজউকের নিয়ম অনুসারে ও কাঠা প্লটের 65% অংশে ইমারত নির্মাণ করা যায়।
20005. ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা-
১৫টি
১২টি
১০টি
৮টি
20006. দেয়ালে প্লাস্টারের অনুপাত হলো-
1:6
1:4
1:5
1:7
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন প্লাস্টার অনুপাত:
(1) ইটের দেওয়ালে / দেওয়ালে= 1.6
(ii) স্টান্ডার্ড প্লাস্টার অনুপাত = 1:4
(iii) যে-কোনো RCC পৃষ্ঠে = 1:4
(iv) CC-তে প্লাস্টারে অনুপাত = 1:6
(v) ছাদে প্লাস্টারে অনুপাত= 1:3 বা 1:4
20007. সেপটিক ট্যাংকের প্রথম কক্ষকে বলা হয়-
গ্রিট চেম্বার
ড্রেসিং চেম্বার
স্কিন চেম্বার
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেইফটি ট্যাংকে ইন্সপেকশন চেম্বারের পর যে ১ম কঙ্কটি থাকে, তাকে গ্রিট চেম্বার বলে।
20008. প্রাক্কলন বলতে বুঝায়-
চূড়ান্ত খরচ
মজুরি খরচ
সম্ভাব্য খরচ
গ্রিট চেম্বার খরচ
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লাক্কলন/এস্টিমেটিং: সাধারণত কোনো কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ, বিভিন্ন সামগ্রী ও শ্রমশক্তি নিয়োগ, গুণগত, মানসম্মত এবং বাজার দরের সম্ভাব্য মূল্য নির্ণয় ও তথ্য সরবরাহ করাকেই প্রাক্কলন/এস্টিমেটিং বলে।
20009. বাইরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১৯ মিমি
১০ মিমি
৮ মিমি
১২ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাহিরের দেওয়ালের প্লাস্টারের পুরুত্ব = 12mm
20010. আরসিসি মেম্বারের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
৭ মিমি
১০ মিমি
১২ মিমি
৬ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: RCC মেম্বারের প্লাস্টারের পুরুত্ব = 6mm.
20011. ভিতরের দেয়ালে প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১২ মিমি
১৫ মিমি
১০ মিমি
১৯ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভিতরের দেওয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত 19mm/20mm
20012. ২৪ গেজি শিটের ১ কুইন্টাল বান্ডিলের দৈর্ঘ্য হয়-
২৫.৫০ মিটার
২১.৫০ মিটার
২০.০ মিটার
২২ মিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: 24 গেজি শিটের। কুইন্টাল বান্ডিলের দৈর্ঘ্য 21.50m হতে 22.50m হয়। প্রতি বান্ডেল ঢেউটিনে প্রায় 15.00㎡ জায়গা আবৃত করা যায়।
20013. ড্যাডো কেন ব্যবহার করা হয়?
মেঝে থেকে পানি শোষণ রোধের জন্য
মেঝেকে স্যাঁতসেঁতে রাখার জন্য
সৌন্দর্য বৃদ্ধির জন্য
দ্রুত প্লাস্টার করার জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: অতিরিক্ত সিমেন্ট দিয়ে প্লাস্টারকৃত দেওয়ালের নিম্ন অংশকে ড্যাভো বলে। এটি প্লাস্টারকে অধিকতর প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন করে তোলে। এটি মেঝে বা দেওয়ালের থেকে পানি শোষণ রোধের জন্য ব্যবহৃত হয়।
20014. কোনো কালভার্টের ডেকস্ল্যাবের ঢালাই-এর পরিমাণ ১২৫০ ঘনফুট। সিমেন্টের পরিমাণ ১০% হলে কত ব্যাগ সিমেন্ট লাগবে?
১২৫ ব্যাগ
১০৫ ব্যাগ
১৩০ ব্যাগ
১০০ ব্যাগ
ব্যাখ্যা: [Note: ১২৫০ x ১০ /১০০ × ০.৮ = ১০০ ব্যাগ
ব্যাখ্যা: সিমেন্টের পরিমাণ= 1250×10%
= 1250×10/100
= 125 eft.
সিমেন্টের ব্যাগের পরিমাণ= (125×0.8)
= 100 ব্যাগ (Ans.)
20015. আরসিসি বিশেষ অনুপাত-
১:১.৫: ২.৫
১:১.৫:৩
১:১:২
কোনোটিই নয়
20016. ঢেউটিনের প্রমাণ প্রস্থ কত?
৯০ সেমি
৭০ সেমি
৬০ সেমি
৮০ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য= 1.80m, 220m, 2.50m, 2.80m, 3.20m এবং প্রমাণ চওড়া (গ্রন্থ= 80cm) প্রতিটি ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা 10 টি।
20017. ঢেউটিনের প্রান্ত চাপানো হয় সাধারণত-
১৮ সেমি
১২ সেমি
২০ সেমি
১৫ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঢেউটিনের প্রান্ত চাপানো হয় (দৈর্ঘ্য বরাবর) = 15cm এবং প্রস্থ বরাবর ২টি ঢেউ 2x7.5= 15cm.
20018. ৫ মিমি পুরু ১ বর্গমিটার কাচের ওজন-
১৩.৪৫ কেজি
১৫ কেজি
১৪.৫ কেজি
১৭ কেজি
ব্যাখ্যা: ব্যাখ্যা : আয়তন = 1× 5/1000 m^3 = 0.005 m^3
কাচের ওজন = (0.005×2690)
=12.45kg (1m^3কাচ = 2690 kg)
20019. ২৪ গেজি সিআই শিট প্রতি বর্গমিটারের ওজন-
৫ কেজি
৮ কেজি
৬ কেজি
৭ কেজি
20020. ঘরের মেঝে স্যাঁতসেঁতে না হওয়ার জন্য Plinth Level-এ দেয়ালে নিচে দেওয়া হয়-
RCC
Lime Concrete
DPC
Plaster
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঘরের মেঝে দেওয়ালের মাটি থেকে আর্দ্রতা প্রবেশ বন্ধের জন্য/স্যাঁতসেঁতে না হওয়ার জন্য প্লিজ লেভেলে DPC (Damp Proof Course) দেওয়া হয়।