EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20481. কোনো চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কী বলে?
কেন্দ্র
অক্ষ
প্রতিসম অক্ষ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কেন্দ্র বলে।
20482. যদি r = ১২ এবং r/s = ২৪/y ৪/ হয় তবে Y/s =? [PWD-04]
০.৫
8
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেওয়া আছে, r = ১২ এবংr/s=24/y . So, y/s=২8/১২=২ (উত্তর)
20483. MKS পদ্ধতিতে Stress-এর একক কোনটি? [MODMR-04]
kg.cm
kg/cm²
kg/cm
N/m²
20484. Reinforcing steel-এর modulus of elasticity. (Es.) এর মান কত? [PWD-04]
29,000,000 psi
2,900,000 psi
33,000 psi
57,000 psi
20485. একটি কলাম (column) P ভার (load) বহন ৫১ গ করলে কলামটির দৈর্ঘ্যের পরিবর্তনের পরিমাণ হবে- [PWD-2000]
(PE)/(LA)
(PL)/(AE)
(PA)/(LE)
(AE)/(PL)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ E = Young's modulus of elasticity L = কলামের দৈর্ঘ্য (Length of column) A = কলামের Cross-Sectional area. P = প্রয়োগকৃত লোড।
20486. যে-সব বল একটি বিন্দুতে মিলিত এবং তাদের ক্রিয়া রেখা একই তলে হলে ঐ সব বলকে বলা হয়-
কোপ্লেনার বল
কোলিনিয়ার বল
কনকারেন্ট বল
কোপ্লেনার কনকারেন্ট বল
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সব বল একটি বিন্দুতে মিলিত এবং তাদের ক্রিয়া রেখা একই তলে হলে, ঐ সব বলকে ক্লোপ্লেনার কনকারেন্ট বল বলে।
20487. পয়সনের অনুপাত বলতে কী বুঝায়?[MOE-04, 05]
পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস /দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/পার্শ্ব হ্রাস
20488. বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হেতু strain-কে বলা হয়- [MODMR-04]
Linear strain
Volumetric strain
Lateral strain
Shear strain
20489. এক অশ্ব শক্তি (HP) নিচের কোনটির প্রায় সমতুল্য? (MOE-04, 05)
1.431kW
1.746kW
1.5kW
0.746kW
20490. নিম্নোক্ত কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S. rod-এর Tensile Test করা হয়? [MODMR-04]
Brittleness
Plasticity
Malleability
Ductility
20491. এক ব্যক্তির P মাইল যেতে Q ঘন্টা লাগে, R মাইল যেতে তার কত ঘণ্টা সময় লাগবে? [PWD-04]
PQ/R
P/QR
QR/P
PR/Q
ব্যাখ্যা: ব্যাখ্যা: P মাইল যায় ঘণ্টার Q সুতরাং, ঐ ব্যক্তির R মাইল যেতে (QR)/Pঘণ্টা সময় লাগবে।
20492. কংক্রিট সংকোচন শক্তি (Compressive Strength) এবং প্রসারণ শক্তি (Tensile Strength)-এর অনুপাত সাধারণত- [MOE-04, 05]
১০
১/৫
১/১০
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের সংকোচন শক্তি ও প্রসারণ শক্তির অনুপাত= সংকোচন শক্তি /প্রসারণ শক্তি = ১০/১=১০। যেহেতু সংকোচন শক্তি প্রসারণ শক্তির চেয়ে ১০ গুণ বেশি।
20493. কোনো সেকশনের কোন অক্ষ প্রতিসম হলে x ̅ নির্ণয় করতে হয়?
X-X
Y-Y
দুইটি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রতিসমঃ যে বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা হয় সেই প্রতিসম বলে।
20494. ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a ও b এবং উচ্চতা h. ভূমি b থেকে তার ভরকেন্দ্রের অবস্থান হবে-
π/3r^2 h
(h/3)* (b+2a)/(b+a)
3r/8
h/2
20495. সমান্তরাল বল কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
20496. এক নিউটন সমান =? [MOE-04, 05]
১০^ ৩ ডাইন
১০^৫ ডাইন
১০^২ ডাইন
১০^৪ ডাইন
20497. L দৈর্ঘ্যের একটি সাধারণ বিমের উপর প্রতি মিটারে কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে- [R % D-01]
ωL²/4
ωL²/8
ωL²/10
ωL²/12
20498. Modular ratio of the two material is the ratio of- linear stress to linear strain [MOD-20]
shear stress to shear strain
their modulus of elasticities
linear stress to linear strain
their modulus of rigidities
ব্যাখ্যা: ব্যাখ্যা: Modular ratio of the two materials is the ratio of their modulus of elasticity's. El/E2 = modular ratio
20499. মোমেন্টের একক কী?
kg-cm
kg-m
N-m
all above
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোমেন্ট = বল x দূরত্ব
20500. কোনো বস্তুতে একাধিক বলের মোমেন্ট হলো বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক-
যোগফল
বিয়োগফল
গুণফল
কোনোটিই নয়