EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20581. সস্তা ও সহজতর হবার কারণে Brick masonry ও Stone masonry কাজে যে ধরনের Pointing works বহুলভাবে ব্যবহৃত হয়, তা হলো-
Rule Pointing
Flush Pointing
Tuck Pointing
Struck Pointing
20582. ছাদের পানি চুয়ানো বন্ধের জন্য কী দিয়ে আবৃত করা হয়?
জিওটেক্সটাইল
বিটুমিন
উপরের দুটি
কোনোটিই নয়
20583. Vicat's apparatus ব্যবহার করা হয়-[PWD-2000, 04]
প্রারম্ভিক জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
চূড়ান্ত জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
Normal consistancy নির্ণয়ের জন্য
উপরের সবগুলোর জন্য
20584. নিচের কোনটি পারমাণবিক জ্বালানির উৎস?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
প্রাকৃতিক তেল
থোরিয়াম
20585. বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে
তিতাস
হরিপুর
হবিগঞ্জ
বাখরাবাদ
20586. কোনটি থার্মোপ্লাস্টিক নয়?
এক্রিলিক
নাইলন
অ্যালকালি
পলিস্টারিন
20587. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে- [R&H-01: PWD-04]
ক্যালসিয়াম
সিলিকা
অ্যালুমিনিয়াম
ম্যাগনেশিয়াম
20588. শব্দশোষক সামগ্রীর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
অগ্নিরোধিতা
ছিদ্রময়তা
নিশ্চিদ্রতা
সৌন্দর্য
20589. Cast iron-এর Percentage reduction-
শতকরা শূন্য ভাগ
শতকরা ১০ ভাগ
শতকরা ১৫ ভাগ
শতকরা ২০ ভাগ
20590. বোর্ডের পিঠে হট প্রেসিং পদ্ধতিতে ফরমিকা লাগাতে কত ডিগ্রি তাপমাত্রার দরকার?
৩০০°F
২০০°F
৩৫০°F
২৫০°F
20591. নিচের কোনটি শব্দশোষক সামগ্রী?
আন্তর করা ইটের দেয়াল
নিশ্চিদ্র দেয়াল
উড পার্টিক্যাল বোর্ড
ধাতুর পাতের প্রতিবন্ধক
20592. Ferro cement-একপ্রকার- (PWD-04]
সাধারণ সিমেন্ট
বিশেষ সিমেন্ট
লৌহ
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ferro cement একপ্রকার কম্পোজিট ম্যাটেরিয়াল, যা মর্টার ও তারজালির সমন্বয়ে গঠিত।
20593. ইমালশন ও রং তৈরিতে ব্যবহৃত অ্যাসফাল্টের নাম কী?
কাটবেক অ্যাসফাল্ট
সুপ্রবাহী অ্যাসফাল্ট
তলানি অ্যাসফাল্ট
অক্সিজেন জারিত অ্যাসফাল্ট
20594. নিচের কোনটি Toxic গুণসম্পন্ন?
অ্যাসফাল্ট
পিচ
টার
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কয়েকটি বিষাক্ত () পদার্থ হলো- Asbestos, Heavy Metals, Hexane, Lead, Organotins, NMP & NPEg
20595. নিচের কোনটি শব্দ অন্তরক সামগ্রী?
নিশ্চিদ্র দেয়াল
নরম কাঠের পার্টিশন
গ্লাস উলের টালি
কোনোটিই সঠিক নয়
20596. Wall face-এর লম্বভাবে যে ইট গাঁথা হয়, তাকে বলা হয়-
Header
Course
Stretcher
Closer
ব্যাখ্যা: ব্যাখ্যা: Wall face-এর লম্বভাবে ও সমান্তরালভাবে যে ইট গাঁথা হয়, তাদের যথাক্রমে Header ও Stretcher বলে।
20597. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে Clinker-এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ- (PWD-04)
Setting time বৃদ্ধি করা
Setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
20598. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো-
১.২
১.৫
২.০
২.৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব- (i) পলিযুক্ত বালি : 2.6-2.70 (ii) সাধারণ বালি: 2.65-2.67.
20599. তাপ ও শব্দ অন্তরক হিসাবে কোন বোর্ড ব্যবহৃত হয়?
সানবোর্ড
হার্ডবোর্ড
কর্কবোর্ড
লেমিনেটেড বোর্ড
20600. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের Unit weight হচ্ছে- (PWD-04)
৭০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট