Image
MCQ
20801. গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে?
চাটুকার
অপদার্থ
মূর্খ
নির্বোধ
20802. ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
সাহায্যকারী
তোষামুদে
বাদক
স্বাস্থ্যহীন লোক
20804. বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
কাল্পনিক কাহিনী
অজানা থাকা
অপদার্থ
দেখতে সাধু হলেও ভণ্ড
20805. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী?
হতভাগ্য
সুসময়ের বন্ধু
শরতের শোভা
শরতের শিউলি ফুল
20806. কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।
দীর্ঘজীবী ব্যক্তি
অশিষ্ট ব্যক্তি
স্বল্পজীবী লোক
ভণ্ডলোক
20807. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-
যাতে প্রচুর ফল লাভ হয়
বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
20808. If water cement ratio decrease, compressive strength of concrete will-. [MOD-20]
increase
decrease
no change
increase
20809. নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?
কুটিল
একগুয়ে
দলপতি
সামান্য
20810. গোয়ার গোবিন্দ' অর্থ কি?
নিত্তান্ত অলস
চাটুকার
নির্বোধ
নির্বোধ অথবা হটকারী
20811. একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
আনন্দের বিষয়
মজা পাওয়া
সৌভাগ্যের বিষয়
আশার কথা
20812. ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
বসন্তের কোকিল
সুখের পায়রা
খোদার খাসি
যক্ষের ধন
20813. গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
দাংগাবাজি করা
কোন দায়িত্ব গ্রহণ না করা
বেকার মত চলা
আপন মনে বাদশাহী করা
20814. বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
চাপের মুখে ভেঙ্গে যায়
কোন বাধ্যবাধকতা নেই
একতরফা
ভঙ্গুর
20816. ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
একাদশে বৃহস্পতি
অন্ধকার
কেউকেটা
অদৃষ্টের পরিহাস
20817. কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক
এলাহি কাণ্ড
চাঁদের হাট
একাদশে বৃহস্পতি
মণিকাঞ্চন যোগ
20818. Seasoning of timber-. [MOD-20]
increase the weight of timber
improves strength properties of timber
does not give dimensional stability
all of these
20819. Good quality of cement should have higher percentage of-. [MOD-20]
silica
free lime
di-calcium silicate
tri-calcium silicate
20820. চাঁদের হাট’-অর্থ কি?
বন্ধুদের সমাগম
আত্মীয় সমগম
প্রিয়জন সমাগম
বন্ধুদের সমাগম