Image
MCQ
21341. পিটট টিউবের কাচ নলের নিম্ন অংশ কত ডিগ্রি বাকানো থাকে?
৪৫°
৬০°
৯০°
১৩৫°
21342. বার্ণোলির সূত্র প্রয়োগ করা যায়-
ভেঞ্চুরী মিটার
পিটট টিউব
অরিফিস মিটার
সবগুলো
21343. .তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
ঘর্ষনপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
21344. d ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার পাইপের hydrolic mean depth-
d
d/2
d/4
d/6
21345. পিটট টিউব দিয়ে প্রবাহের বেগ?
V=C.√mi
V=k.√2gh
V=√2gh
None
21346. ইনার্শিয়া ফোর্স ও ভিসকাস ফোর্সের অনুপাতকে বলে-
বেজিন ধ্রুবক
ফ্রাউড নাম্বার
রিনোন্ড নাম্বার
কোনটিই নয়
21347. একটি তরলের পাইপে তরলের বেগ ৯.৮মি/সেকেন্ড হলে উচ্চতা কত?
১.২৭মি
২.২৭মি
৩.৪৮মি
৪.৯মি
21348. What Will Be Value Of Reynolds Number For An Ideal Fluid?
2000
4000
greater than 4000
Infinity
21349. ফ্লুইড কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
21350. পানি সরবরাহের জন্য ১.৫ ফিট ব্যাসের একটি স্টিল পাইপ ব্যবহার করা হয়েছে। যদি পানি প্রবাহের গতি ৫.৩৩ft/sec হয় তাহলে প্রবাহের পরিমাণ কিউবিক মিটার/ সেকেন্ড কত-
২৬৭m^3/sec
০.২৬৭m^3/ sec
২.৬৭m^3/sec
২৬.৭m^3/sec
21351. রিনোল্ড নাম্বার RN-2000-2400 হলে তা-
ক্রিটিক্যাল
ল্যামিনার
অবাধ্য
সুটিং ফ্লো
21352. নির্গমনের পরিমাণ নির্নয়ে ব্যবহৃত কি হয়?
ম্যানোমিটার
ব্যারোমিটার
ভেনচুরি মিটার
পিটট টিউব
21353. বর্তমানে পানি সরবরাহের প্রধান পাইপের জন্য সব গুনাগুন বিবেচনায় উৎকৃষ্ট পাইপ হলো-
cast iron pipe
mild steel pipe
GI pipe
Ductile iron pipe
21354. প্রবাহমান তরলে কি কি শক্তি বিদ্যমান থাকে?
Potential Energy
Kinetic Energy
Presure Energy
All
21355. ফ্লোট কি কাজে ব্যাবহৃত হয়?
প্রবাহের গভীরতা
পানিতে গতি মাপতে
চাপ পরিমাপে
নির্গমনের পরিমাপ
21356. কারেন্ট মিটার কি নির্ণয়ে ব্যাবহার করা হয়?
প্রবাহের গতিবেগ
বেগ জনিত উচ্চতা
প্রবাহের পরিমান
চাপের পরিমান
21357. খোলা চ্যানেল দিয়ে প্রবাহের পরিমান নির্ণয়ে চ্যাজির সূত্র কোনটি?
Q=AC
Q=AV√MI
Q=AC√MI
Q=VC
21358. নিচার কোনটি ফ্লুইড নয়-
পানি
তেল
আগুন
গ্যাস
21359. 10 cm ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 8 মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে।নির্গমনের পরিমান কত?
0.628 lit/sec
6.28 lit/sec
62.8 lit/sec
628lit/sec
21360. ল্যামিনার বা স্বাভাবিক প্রবাহ অবাধ্য প্রবাহে পরিবর্তিত হলে তাকে কি বলে?
সংকট বেগ
ভিসকাস বেগ
স্টিমিং বেগ
সুটিং বেগ