MCQ
3641. বাংলা ভাষায় 'জীবনী সাহিত্য' রচনার প্রথম উদাহরণ কী?
চরিতমালা
চৈতন্য জীবনী কাব্য
ইতিহাসমালা
জীবনচরিত্র
3642. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান নিদর্শন কোন্ কাব্য?
শ্রীকৃষ্ণ কীর্তন
চর্যাপদ
মৈয়মনসিংহ গীতিকা
ঠাকুরমার ঝুলি
3643. বাংলা গদ্যের জনক কে?
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরি
হরপ্রসাদ শাস্ত্রী
3644. 'একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লীজননী' গানটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
কাজী নজরুল ইসলাম
অতুল প্রসাদ সেন
3645. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
নির্বাসিতা
রায়নন্দিনী
অক্টোপাস
পদ্মরাগ
3646. হুমায়ুন আহমেদের 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কী বিষয় অবলম্বনে রচিত?
মুক্তিযুদ্ধ
গণঅভ্যুত্থান
দেশভাগ
ভাষা আন্দোলন
3647. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১০টি
১১টি
3648. অমর একুশের প্রথম কবিতা কোনটি?
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
স্মৃতিস্তম্ভ
কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি
একুশে ফেব্রুয়ারি
3649. 'আবির্ভাব' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
তিরোধান
নির্গমন
তিরোভাব
অনাবির্ভাব
3650. 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।'- এই অমর কবিতার কবি কে?
চণ্ডীদাস
আবদুল হাকিম
আলাওল
দৌলত কাজী
3651. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
দিবারাত্রির কাব্য
চোখের বালি
মেজদিদি
রিক্তের বেদন
3652. বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে?
ঈশ্বরগুপ্ত
বিহারীলাল চক্রবর্তী
অমিয় চক্রবর্তী
প্রভাত কুমার মুখোপাধ্যায়
3653. 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির রচয়িতা কে?
শওকত ওসমান
আব্দুল মান্নান সৈয়দ
সৈয়দ শামসুল হক
শওকত আলী
3654. Be-chatelier apparatus used to perform-
Fineness test
Soundness test
Compressive strength test
Consistency test
3655. ভাষার মূল উপরকরণ কী?
বাক্য
শব্দ
ধ্বনি
বর্ণ
3656. 'ঈহা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
অনীহা
ইচ্ছা
অভিপ্রায়
আকাঙ্ক্ষা
3657. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাঁর-
মহাকাব্যে
সনেটে
খণ্ডকবিতায়
পত্রকাব্যে
3658. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশি উপযোগী?
Centrifugal pump
Reciprovating pump
Jot pump
Airlift pump
3659. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
3660. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?
বিধবা বিবাহ
কৃষ্ণকুমারী
কীর্তিবিলাস
ভদ্রার্জুন