EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3641. 'ঈহা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
অনীহা
ইচ্ছা
অভিপ্রায়
আকাঙ্ক্ষা
3642. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
নির্বাসিতা
রায়নন্দিনী
অক্টোপাস
পদ্মরাগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন উপন্যাস রচনা করেন। তার রচিত প্রবন্ধ মতিচুর।
3643. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
দিবারাত্রির কাব্য
চোখের বালি
মেজদিদি
রিক্তের বেদন
ব্যাখ্যা: ব্যাখ্যা: চোখের বালি উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ। এটি বাংগা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এর চরিত্র বিনোদিনী, বিহারী। তাঁর অন্যান্য উপন্যাস- দুই বোন, চার অধ্যায়, গোয়া।
3644. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান নিদর্শন কোন্ কাব্য?
শ্রীকৃষ্ণ কীর্তন
চর্যাপদ
মৈয়মনসিংহ গীতিকা
ঠাকুরমার ঝুলি
ব্যাখ্যা: ব্যাখ্যা: মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এটি ১৯০৯ সালে বাঁকুড়ার গোয়ালঘর থেকে বসন্ত রঞ্জন আবিষ্কার করেন। এর রচয়িতা বড় চণ্ডীদাস।
3645. বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে?
ঈশ্বরগুপ্ত
বিহারীলাল চক্রবর্তী
অমিয় চক্রবর্তী
প্রভাত কুমার মুখোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তীকে সাহিত্যের ভোরের পাখি বলা হয়। এ নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার প্রবক্তা। তাঁর গ্রন্থ বঙ্গসুন্দরী, সারদামঙ্গল
3646. ভাষার মূল উপরকরণ কী?
বাক্য
শব্দ
ধ্বনি
বর্ণ
3647. বাংলা ভাষায় 'জীবনী সাহিত্য' রচনার প্রথম উদাহরণ কী?
চরিতমালা
চৈতন্য জীবনী কাব্য
ইতিহাসমালা
জীবনচরিত্র
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম জীবনী কাব্য "শ্রী চৈতন্যের জীবনী কাব্য"। চৈতন্য-ভাগতে শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য। চৈতন্য-জীবনীগ্রন্থ "কড়চা" নামে পরিচিত।
3648. 'আবির্ভাব' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
তিরোধান
নির্গমন
তিরোভাব
অনাবির্ভাব
3649. 'একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লীজননী' গানটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
কাজী নজরুল ইসলাম
অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: চরণটি কাজী নজরুলের রচনা। কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যা ১৯২২ সাল প্রকাশিত। তাঁর অন্যান্য গ্রন্থ চক্রবাক, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, বিষের বাঁশি।
3650. বাংলা গদ্যের জনক কে?
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরি
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের প্রয়োগ ঘটান। তাঁর রচিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাশ, প্রভাবতী, সম্ভাষণ ইত্যাদি।
3651. 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির রচয়িতা কে?
শওকত ওসমান
আব্দুল মান্নান সৈয়দ
সৈয়দ শামসুল হক
শওকত আলী
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাহিত্যিক শওকত আলী রচিত উপন্যাস "প্রদোষে প্রাকৃতজন"। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো- ওয়ারিশ, কুলায় কালস্রোতে এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'।
3652. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
ব্যাখ্যা: ব্যাখ্যা: পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়ে) লোপ পেয়ে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন- ভিক্ষা দ্বারা লব্ধ। শ্রমলব্ধ, বিদ্যাহীন।
3654. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাঁর-
মহাকাব্যে
সনেটে
খণ্ডকবিতায়
পত্রকাব্যে
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূধন দত্ত। বঙ্গভাষা কবিতা বাংলা সাহিত্যের প্রথম সনেট। চতুর্দশপদাবলি সনেট সংকলন। সনেটে তাঁর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।
3655. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশি উপযোগী?
Centrifugal pump
Reciprovating pump
Jot pump
Airlift pump
3656. হুমায়ুন আহমেদের 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কী বিষয় অবলম্বনে রচিত?
মুক্তিযুদ্ধ
গণঅভ্যুত্থান
দেশভাগ
ভাষা আন্দোলন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ "জোছনা ও জননীর গল্প" হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস- শ্যামল ছায়াত সূর্যের দিন, আগুনের পরশমণি।
3657. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১০টি
১১টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষায় মোট বর্ণমালা ৫০টি। এর মধ্যে স্বরধ্বনি ১১টি। এবং মৌলিক স্বরধ্বনি ৭টি। যেমন- অ, আ, ই, উ, এ্যা, এ এবং ও।
3658. অমর একুশের প্রথম কবিতা কোনটি?
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
স্মৃতিস্তম্ভ
কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি
একুশে ফেব্রুয়ারি
ব্যাখ্যা: ব্যাখ্যা: অমর একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি ফাঁসীর দাবি নিয়ে এসেছি' কবিতাটি মাহবুবুল আলম চৌধুরী রচনা করেন। এজন্য তিনি একুশে পদক পান।
3659. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?
বিধবা বিবাহ
কৃষ্ণকুমারী
কীর্তিবিলাস
ভদ্রার্জুন
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক "কৃষ্ণকুমারী"। নাটকটি ১৮৬০ সালে প্রকাশিত হয়। নাটকটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি।
3660. 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।'- এই অমর কবিতার কবি কে?
চণ্ডীদাস
আবদুল হাকিম
আলাওল
দৌলত কাজী
ব্যাখ্যা: ব্যাখ্যা: চরণটি মধ্যযুগের কবি আবদুল হাকিমের "বঙ্গবাণী" কবিতার অন্তর্ভুক্ত। নূরনামা কাব্যটি আবদুল হাকিমের রচনা। ইউসুফ- জোলেখা গ্রন্থটিও অনুবাদ করেন আবদুল হাকিম।