Image
MCQ
3841. একটি বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয়-
ত্বরণ
মোমেন্টাম
কোনটি নয়
বেগ
3842. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান-
১৪.৭ কেজি/সে.মি.
২ ১ কেজি/মি.
১.০৩৩ কেজি/সে.মি.
২ ১.০৩৩ কেজি/মি.
3843. অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রাহমান
3844. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
শাহ আব্দুল
করিম লালন
ফকির আব্বাস উদ্দিন
3846. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
হুতুম প্যাঁচার নক্সা
দুর্গেশ নন্দিনী
সীতারাম
3848. 'চর্যাপদে'র প্রকৃত নাম কী?
চর্যাচর্যবিনিশ্চয়
চর্যাগীতিকোষ
বৌদ্ধ গান ও দোহা
চর্যাপদ
3849. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
3850. 'বিদ্যাসুন্দর' গ্রন্থের অনুবাদক কে?
সাবিরিদ খান
আলাওল
মালাধর বসু
নরোত্তম দাস
3851. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবি-
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
3852. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
3853. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
3854. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে বিবৃত হয়েছে-
জেলেদের জীবনাচরণ
মাঝিদের জীবনাচরণ
কোলকাতাবাসীর জীবনাচরণ
বিত্তবান মানুষের জীবনাচরণ
3856. CPM এর পূর্ন অভিব্যক্তি কি?
Common Project Method
Common Path Method
Critical Project Method
Critical Path Method
3857. 'অসমাপ্ত আত্মজীবনী' লিখেছেন-
কাজী নজরুল ইসলাম
সৈয়দ ওয়ালীউল্লাহ
শেখ মুজিবুর রহমান
গাজী শামসুর রহমান।
3858. পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা-
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
3859. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
3860. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'- কবিতাংশটির কবি কে?
বেগম সুফিয়া কামাল বেগম
রোকেয়া সাখাওয়াত হোসেন
ড. নীলিমা ইব্রাহিম
সনজিদা খাতুন