MCQ
381. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?
৩০°
৬০°
৯০°
১২০°
382. চীনের জিনিজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
তুর্কমেন
উইঘুর
তাজিক
কাজাখ
383. x= √4 +√3 হলে x3+1/x3 এর মান কত?
5√3
52
5√2
2√5
384. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
১২৪
১১৪
১০৪
৯৪
385. আকাবা একটি –
সমুদ্র বন্দর
বিমান বন্দর
স্থল বন্দর
নদী বন্দর
ব্যাখ্যা: এটি জর্ডানে অবস্থিত।
386. A এবং B দুটি ঘটনা যেন P(A)=1/2, P(AUB)=3/4 এবং P(B)c=5/8 হলে P(Ac ∩ Bc)=কত?
1/8
1/6
1/4
1/2
387. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
১১
১৫
১৭
২১
388. বিশ্ব মানবাধিকার দিবস-
৮ ডিসেম্বর
১০ ডিসেম্বর
১১ ডিসেম্বর
১৩ ডিসেম্বর
389. 5x−x2−6=0 হলে নিচের কোনটি সঠিক ?
x>3, x<2
2>x>3
x<2
2<x<3
390. Trafalgar Square এর অবস্থান-
রাশিয়ায়
ইংল্যান্ডে
ফ্রান্সে
চীনে
391. (x-2)/(x-1) + 1/(x-1)-2 = 0 এর সমাধান সেট-
ϕ
1
−1
2
392. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-
উত্তর আমেরিকায়
দক্ষিণ আমেরিকায়
মধ্য আফ্রিকায়
মধ্য আমেরিকায়
393. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
522
252
225
155
394. 4x +4(1-x) =4 হলে x=?
1/4
1/3
1/2
1
395. বাংলাদেশের কোনটির সদস্য নয়?
BCIM-EC
OAS
OIC
BIMSTEC
ব্যাখ্যা: OAS (Organization of American States).
396. 2^(log23+log25) এর মান কত?
8
2
15
10
397. A= {x ∈ IN | 2
{3, 5, 8}
{4, 5, 7}
{3, 4, 8}
{3, 5, 7}
398. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
৯ ফুট
৮ ফুট
৫ ফুট
৪ ফুট
399. বাস্তব সংখ্যায় 1/(3x-5) < 1/3 অসমতাটির সমাধান-
−∞ < x < 5/3
8/3 < x < ∞
−∞ < x < 5/2 অথবা 8/3 < x < ∞
−∞ < x < 5/2 এবং 8/3 < x < ∞
400. 1/4- 1/6+1/9-2/7+… ধারাটির অসীম পদের সমষ্টি কত?
S∞ = 20/3
S∞ = 3/20
S∞ =20
S∞=3