EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4301. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৫১৩৮ কি.মি
৪৩৭১ কি.মি.
৪১৫৬ কি.মি
৩৯৭৮ কি.মি.
4302. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কর্ত কি.মি. জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে—
১৯৪৬৭ বর্গকিমি.
২১২৫০ বর্গকিমি,
১৮৯০০ বর্গকিমি,
১৯৭০০ বর্গকিমি
4303. সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (International Tribunal for the Law of the sea) নিম্নের কোন দেশে অবস্থিত?
হেগ, নেদারল্যান্ডস
জেনেভা, সুইজারল্যান্ড
মাদ্রিদ, স্পেন
হামবুর্গ, জার্মানি
4304. ২০০ নটিক্যাল মাইল উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা (Exclusive Economic Zone - EEZ) কত?
২৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২২৫ নটিক্যাল মাইল
২১২ নটিক্যাল মাইল
4305. বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
Permanent Court of Justice
International Tribunal for the Law of the Sea
International Court of Justice
Permanent Court of Arbitration
4306. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
৪৫০ মাইল
৪৪৫ মাইল
৪৬০ মাইল
৪৩৫ মাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৭১৬ কি.মি. = (৭১৬০.৬২১) = ৪৪৪.৬ মাইল।
4307. বাংলাদেশ ও মিয়ানমার এর মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়-
১৫ জুন, ২০০৯
১৪ মার্চ, ২০১২
১৮ এপ্রিল, ২০১২
২০ মে, ২০১০
4308. সাম্প্রতিক বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয়?
ভারত ও পাকিস্তান
মায়ানমার ও নেপাল
ভারত ও মায়ানমার
ভারত ও নেপাল
4309. যে দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ভারত ও ভুটান
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
ভারত ও মিয়ানমার
4310. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
৩৩০০ কিলোমিটার
৩৫৩৭ কিলোমিটার
৩৭১৫ কিলোমিটার
৩৯৩৫ কিলোমিটার
4311. বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার?
১,১৫,৭৮২
১,১৮,৮১৩
১,২০,৫২২
১,৫৭,২২০
4312. বাংলাদেশের টেরিটোরিয়াল (রাজনৈতিক) সমুদ্রসীমা কত?
২২ নটিক্যাল মাইল
২২০ নটিক্যাল মাইল
২১২ নটিক্যাল মাইল
১২ নটিক্যাল মাইল
4313. বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা?
ঢাকা বিশ্ববিদ্যালয়
মহাকাশ গবেষণা সংস্থা
বাংলাদেশ নৌ-বাহিনী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
4315. বাংলাদেশের সমুদ্রকূলের দৈর্ঘ্য কত?
৭১৫ কি.মি.
৭২৪ কি.মি.
৭৮০ কি.মি
৮৬৫ কি.মি.
4316. সমুদ্রসীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি—
১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
৫০ হাজার বর্গকিলোমিটার জলসীমা
১২ হাজার বর্গকিলোমিটার জলসীমা
কোনোটিই নয়
4318. বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
৬৫০ কিলোমিটার
৮০০ কিলোমিটার
৬০০ কিলোমিটার
৭১১ কিলোমিটার
4319. বাংলাদেশে-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় প্রদানকারী আদালতের নাম কী?
UNCLOS
ITLOS
ICJ
CLCS
4320. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত?
৫৫০০ মাইল
৪৪২৪ মাইল
৩২২০ মাইল
২৯২৮ মাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ কিলোমিটার = ০.৬২ মাইল ৪৭১২ কি.মি. = (৪৭১২ ০.৬২১) = ২৯২৬ মাইল।