Image
MCQ
4621. ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা
4622. বিশ্বশান্তিতে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে প্রবর্তিত পুরস্কারের নাম-
উইমেন ফর পিস
উইমেন পিস প্রাইজ
মিলেনিয়াম পিস প্রাইজ
উইনিফেম পিস প্রাইজ
4623. 'লেডি উইথ দ্য ল্যাম্প' হিসেবে পরিচিত কে? (Who is known as 'The lady with the lamp'?
হেলেন কেলার
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
মাদার তেরেসা
সরোজিনী নাইডু
4625. নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ফজলে হাসান আবেদ
মুহম্মদ ইউনুস
অমর্ত্য সেন
4626. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?
মেরি কুরি
আলবার্ট আইনস্টাইন
স্যার আইজাক নিউটন
আলেকজান্ডার গ্রাহাম বেল
4630. কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
১৯২৬ সালে
১৯৬৯ সালে
১৯৩৩ সালে
১৯৮৯ সালে
4631. কোন সংস্থা ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
UNESCO
FAO
WFP
UNICEF
4632. যে প্রতিষ্ঠান ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে –
আইসিআরসি
ইউনিসেফ
ইউএনএইচসিআর
আইওএম
4634. ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কততম বাঙালি নোবেল বিজয়ী?
প্রথম
তৃতীয়
চতুর্থ
দ্বিতীয়
4635. জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম-
ড. ইউনূস
সামসুল হক
রহমান মোল্লা
অমর্ত্য সেন
4637. নিচের কোন বিজ্ঞানী পদার্থ ও রসায়ন শাস্ত্রে মোট দুবার নোবেল পুরস্কার লাভ করেন?
জন বার্ডেন
লিনাস পাউলিং
ফ্রেডারিক স্যাঙ্গার
মাদাম কুরি
4638. কোন সংস্থা মানবাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামে অবদানের জন্য Sakharov Prize for Freedom of Thought পুরস্কার দিয়ে থাকে?
জাতিসংঘ মানবাধিকার কমিশন
ইউরোপীয় পার্লামেন্ট
মার্কিন যুক্তরাষ্ট্র সরকার
কোনোটিই নয়
4640. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাবা নিচের কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়