MCQ
481. কোনটি নামধাতুর উদাহরণ?
চল্
কর্
বেতা
পড়্
482. ‘যিনি বিদ্বান, তিনি সর্ব আদরণীয়।’- এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
ব্যাখ্যা: সরল বাক্য
483. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ
ই
এ
জ্যা
484. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
বিরক্তি
কালের বিস্তার
পৌনঃপুনিকতা
485. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?
রামায়ণের সাত পর্ব
রামায়ণে বর্ণিত বৃক্ষ
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
বৃহৎ বিষয়
486. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
‘তেইশ নম্বর তৈলচিত্র’
‘ক্ষুধা ও আশা’
‘কর্ণফুলি’
‘ধানকন্যা’
487. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
১৮৬০
১৮৬১
১৮৬৫
১৮৬৭
ব্যাখ্যা: ‘দুর্গেশনন্দিনী’ বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
488. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
489. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
অরুণ মিত্র
সমরেশ বনু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
490. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-
১৯ ফেব্রুয়ারি ১৯২৬
১৯ জানুয়ারি ১৯২৬
১৯ মার্চ ১৯২৬
২৬ মার্চ ১৯২৭
491. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
এস. ওয়াজেদ আলী
জাবুল ছাসেম
আবুল মনসুর আহমদ
আবুল হুসেন
492. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?
প্রত্যায়িত
সত্যায়িত
প্রতারিত
সত্যয়িত
493. বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন?
বিষমীভবন
সমীভবন
ব্যঞ্জনদ্বিত্ব
ব্যঞ্জন-বিকৃতি
494. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
মওলানা ভাসানী
আবুল কজল
শহীদুল্লা কায়সার
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা: তার তিনটি বই হল – অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন।
495. ‘গড্ডালিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
স্রোত
ভেড়া
একত্র
ভাসা
ব্যাখ্যা: গড্ডালিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ।
496. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
রফিক আজাদ
শঙ্খ ঘোষ
শক্তি চট্টোপাধ্যায়
শামসুর রহমান
497. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
ফরাসি
আরবি
ফারসি
498. বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কী?
বেগম রোকেরা
কাদম্বরী দেবী
স্বর্ণকুমারী দেবী
নূরন্নাহার ফয়জুন্নেসা
499. চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
ব্যাখ্যা: চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।
500. ভুল বানান কোনটি?
ভূবন
অন্তঃসার
মুহূর্ত
অদ্ভুত
ব্যাখ্যা: সঠিক বানান ভুবন।