MCQ
6361. কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ইতালি
জার্মানি
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
6362. প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে?
গোপাল
রামপাল
বিজয় সেন
লক্ষণ সেন
6363. আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
পান্ডুয়া
বিহার
লক্ষণাবতী
কুচবিহার
6364. ইউরোপীয় ন্যায়পাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
6365. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? / ইউরোপীয় ইউনিয়নের কার্যকরী রাজধানী কোথায়?/ ইউরোপীয় কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
কোপেনহেগেন, ডেনমার্ক
লন্ডন, যুক্তরাজ্য
রোম, ইতালি
ব্রাসেলস, বেলজিয়াম
6366. মাৎস্যন্যায় নির্দেশ করে
আলেকজান্ডারের আগমন
বখতিয়ারের আগমন
রামপালের আগমন
গোপালের আগমন
6367. নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে?
মৌর্য বংশ
গুপ্ত বংশ
পাল বংশ
সেন বংশ
6368. বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি
পাল রাজা
সেন রাজা
চন্দ্র রাজা
খড়গরাজা
6369. ব্রেক্সিট বা BREXIT কী?
অর্থনৈতিক জোট গঠন
সামরিক জোট গঠন
ইউরোপীয় ইউনিয়নের পুনর্গঠন
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া
6370. মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদাভীরু -
সম্রাট আকবর
সম্রাট শাহজাহান
সম্রাট আওরঙ্গজেব
সম্রাট হুমায়ুন
6371. যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বাস্তবায়ন করে—
২১ জানুয়ারি, ২০২০
১ জানুয়ারি, ২০২০
১১ জানুয়ারি, ২০২০
৩১ জানুয়ারি, ২০২০
6372. বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী?
হিন্দু
জৈন
বৌদ্ধ
খ্রিস্টান
6373. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
6374. কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
আকবর
শেরশাহ
শাহজাহান
আওরঙ্গজেব
6375. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়?
খলজি শাসন আমলে
সেনশাসন আমলে
যুগল শাসন আমলে
পাল তাম শাসন আমলে
6376. ব্রেক্সিট ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হয়—
২৩ মে, ২০১৫
২১ জুন, ২০১৬
২৩ জুন, ২০১৬
২১ জুলাই, ২০১৬
6377. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম কী?/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
পাল বংশ
গুপ্ত বংশ
সেন বংশ
ভুইয়া বংশ
6378. ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটস কোথায় অবস্থিত?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
হামবার্গ, জার্মানি
লিও, ফ্রান্স
রোম, ইতালি
6379. নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময় -
মুহম্মদ শাহ
বাহাদুর শাহ
ফররুখ শিয়ার
দ্বিতীয় আকবর
6380. যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার জন্য প্রার্থী--
ইন্দোনেশিয়া
মিশর
বসনিয়া
তুরস্ক