MCQ
6481. কোন দেশকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়?
মিশর
তিউনিসিয়া
ইরা
সিরিয়া
6482. উত্তর আফ্রিকান দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
জ্যামিতিক সীমারেখা
ঔপনিবেশিক সীমারেখা
উপজাতি সীমারেখা
অচিহ্নিত সীমারেখা
6483. কোন দেশটি ১৮১৫ সাল থেকে অদ্যবধি কোন যুদ্ধ করেনি?
জাপান
নরওয়ে
সুইজারল্যান্ড
সুইডেন
6484. সুইজারল্যান্ডের কতটি রাজ্য বা প্রদেশ রয়েছে?
২১
২৩
২৫
২৬
6485. আরব বসন্ত বলতে কী বোঝায়?
আরব অঞ্চলে বসন্তকাল
আরবিয় মহিলাদের ক্ষমতায়ন
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
আরব রাজতন্ত্র
6486. সুইজারল্যান্ডের কতটি ক্যান্টন রয়েছে?
২১
২৩
২৫
২৬
6487. যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?
হেনরী
মার্টিন লুথার কিং
ডেসমন্ড টুটু
কেনেথ কাউন্ডা
6488. 'আমার একটি স্বপ্ন আছে' বক্তৃতাটি কে প্রদান করেছিলেন?
মার্টিন লুথার কিং
নেলসন ম্যান্ডেলা
মহাত্মা গান্ধী
মোহাম্মহ আলী জিন্নাহ
6489. কোন দেশ সর্বপ্রথম প্রবীণদের জন্য পেনশন চালু করে?
ইতালি
সুইডেন
জার্মানি
গ্রিস
6490. আন্তর্জাতিক ক্ষেত্রে সুইজারল্যান্ডের মর্যাদা কী?
জোট নিরপেক্ষ
নিরপেক্ষ
নিরপেক্ষতা
পশ্চিমের মিত্র
6491. মার্টিন লুথার কিং কোন দেশের অধিবাসী?
সুইডেন
বাংলাদেশ
যুক্তরাষ্ট্র
লুক্সেমবার্গ
6492. 'I Have a Dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রধান করেন –
মার্টিন লুথার কিং
নেলসন ম্যান্ডেলা
মহাত্মা গান্ধী
মোহাম্মহ আলী জিন্নাহ
6493. I have a --- that one day this nation will live out the true meaning of its creed that all men are crated equal--
Desire
Hope
Dream
Wish
6494. আরব বসন্তের সূচনা কোথায় হয়?
মিশর
তিউনিসিয়া
ইরা
সিরিয়া
6495. আফ্রিকার শৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তর-পূর্ব আফ্রিকা
দক্ষিণ-পূর্ব আফ্রিকা
মধ্য আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
6496. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 'ত্রিশ বছরের যুদ্ধ' এর পরিসমাপ্তি ঘটে?
প্যারিস চুক্তি, ১৭৮৩
ওয়েস্টিফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
ভার্সাই চুক্তি, ১৯১৯
লুজান চুক্তি, ১৯২৩
6497. মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন---
ধর্মীয় সংস্কারক
চিত্রশিল্পী
নাগরিক অধিকার আন্দোলনকারী
গায়ক
6498. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 'Thirty Years War' এর পরিসমাপ্তি ঘটে?
প্যারিস চুক্তি, ১৭৮৩
ওয়েস্টিফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
ভার্সাই চুক্তি, ১৯১৯
লুজান চুক্তি, ১৯২৩
6499. কবে ও কোথায় আরব বসন্তের সূচনা হয়?/ আরব বসন্তের সূচনা হয়--
২০০৭ সালের জানুয়ারিতে মিশরে
২০০৯ সালের মার্চে মরকোয়
২০১০ সালের ডিসেম্বরে তিউনিশিয়ায়
২০১৪ সালের জুনে বাহরাইনে
6500. লিবিয়া কোন মহাদেশে অবস্থিত?
আফ্রিকা
এশিয়া
ইউরোপ
অস্ট্রেলিয়া