Image
MCQ
6782. 'মহারাজাধিরাজ' পদবি কারা গ্রহণ করেন?
আকবর, হুমায়ুন ও জাহাঙ্গীর
ধর্মপাল ও গোপাল
গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
ইলিয়াস শাহ, তুগলক ও জালালউদ্দিন
6783. গুপ্ত বংশের শেষ শাসক কে?
বিষ্ণু গুপ্ত / জীবিত গুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্র গুপ্ত
কুমার গুপ্ত
6784. বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণর অবস্থান ছিল
কুমিল্লা
মুর্শিদাবাদ
বগুড়া
রাজশাহী
6785. প্রাচীন বাংলার কতটি রাজ্য ছিল? / প্রাচীন বাংলায় কতটি স্বাধীন রাজ্য ছিল?
২টি
৩ টি
৪ টি
৫ টি
6788. কত শতকে বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে?
ষষ্ঠ
অষ্টম
দশম
একাদশ
6790. কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? / প্রাচীন বাংলার প্রথম নরপতি কে?
শশাঙ্ক
বর্মন
ভাস্কর
দেবগুপ্ত
6791. গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা ছিলেন
গোপচন্দ্র
শশাঙ্ক
শ্রীচন্দ্র
লড়হচন্দ্র
6792. 'মহাসামন্ত' কার উপাধি ছিল? / 'মহারাজাধিরাজ' উপাধি ধারণ করেন কে?
গোপাল
লক্ষণ সেন
হর্ষবর্ধন
শশাঙ্ক
6793. . বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরপতি হলেন / প্রথম বাঙালি রাজা কে?
ধর্মপাল
গোপাল
শশাঙ্ক
দ্বিতীয় চন্দ্র গুপ্ত
6794. কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুম সুবাহ্ (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন?
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
6795. কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় স্থায়ী প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন?
সম্রাট হুমায়ুন
সম্রাট আকবর
সম্রাট জাহাঙ্গীর
সম্রাট আওরঙ্গজেব
6796. প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? / স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? / স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা
ধর্মপাল
লক্ষ্মণ সেন
শশাঙ্ক
ইলিয়াস শাহ
6797. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'? / কোন মুঘল সম্রাট গৌড়ের নাম দেন 'জান্নাতাবাদ'?
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
6798. অং সান সুচি কোন দেশের নেত্রী?
চীন
ভিয়েতনাম
জাপান
মিয়ানমার
6799. ধারণা করা হয়, প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল-
মুর্শিদাবাদ
যশোর
ময়মনসিংহ
চট্টগ্রাম
6800. একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল
সিনহাবাদ
চন্দ্রদ্বীপ
গৌড়
মাকসুদাবাদ