MCQ
701. 'বৃক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় উপকার হলো অক্সিজেন' ইংরেজি কোন বাক্যটি সঠিক-
The inportant benefit that we got from trees is oxygen.
The benefit that we get from trees is oxygen.
The inportant benifits that we get from trees is oxygen.
The most important benefit that we get from trees is oxygen.
702. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
গলন
বাষ্পীভবন
প্রস্বেদন
সালোকসংশ্লেষণ
703. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?
১২.৫%
১০%
১৬%
১০.৫%
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ক
সমাধান: ধরি, আসল = ১০০ টাকা
সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা
সমায় = ৮ বছর
হার = ?
আমরা জানি, হার = ১০০ × সুদ/ আসল × সময়
= ১০০ × ১০০ / ১০০ × ৮
= ১২.৫ টাকা = ১২.৫%
704. Put the right form of verb - Many flowers (bloom) everyday.
bloom
has bloomed
have bloomed
blooms
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সাধারণত plural noun এর পরে plural verb বসে। Plural verb এর সাথে s বা es যুক্ত হয় না।
705. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুইজন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
২৫%
৩৩.১/৩
৫০%
৬৬.২/৩
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: ২.জন লোক কমিয়ে দিলে লোক সংখ্যা = ৮ - ২ = ৬ জন
এখন, ৮ জন লোক কাজটি করে ১২ দিনে
১ ’’ ’’ ‘’ ‘’ ১২ × ৮"
৬ ’’ ’’ ’’ ’’ ১২ × ৮ / ৬ = ১৬ দিনে
তাহলে, বেশি লাগবে ১৬ - ১২ = ৪ দিন
শতকরা বেশি লাগরে 8 / ১২ = × ১০০% = ৩৩%.১/২
706. একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?
৩৬৯ টাকা
৩৯৮ টাকা
৩৯৬ টাকা
৬৩৯ টাকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: ছাতাটির ক্রয়মূল্য x টাকা হলে,
শর্তমতে, ৩(x - ৩৭৮) = ৪৫০ – x
বা, ৩x - ১১৩৪ = ৪৫০ - x
বা, ৪x = ১৫৮৪
x = ৩৯৬
707. Stop Genocide (স্টপ জেনোসাইড) চলচিত্রটি নির্মাণ করেন-
চাষী নজরুল ইসলাম
খান আতাউর রহমান
জহির রায়হান
তারেক মাসুদ
ব্যাখ্যা: তথ্য: শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরি করার ক্ষেত্রে 'স্টপ জেনোসাইড' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।
708. পারমাণবিক চুক্তিতে চাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাসিয়াম
ম্যাগনেসিয়াম
কোনটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশিমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
709. একটি কোণের দ্বিগুণ 60 হলে তার পূরক কোণ কত?
15
20
60
30
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: কোণটি 60° 2 = 30°
এর পূরক কোণ = 90° -30°= 60°
710. ইসরাইল ও প্যালেস্টাইন মুক্তিসংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?
১০ সেপ্টেম্বর, ১৯৯৩
১১ সেপ্টেম্বর, ১৯৯৪
১২ সেপ্টেম্বর, ১৯৯৫
১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ১৩ সেপ্টম্বর, ১৯৯৩ তারিখে পিএলও ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে। অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়, এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
711. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়?
১৯৯৯
১৯৯৮
২০০০
২০০১
ব্যাখ্যা: তথ্য: মুক্তিযুদ্ধ ভিত্তিক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১ সালে। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে এ মন্ত্রণালয়টি গঠিত করেন।
712. বাংলা সাতটি স্বরধ্বনির মধ্যে কোন তিনটি বিবৃত?
অ, ই, উ
আ, ঈ, উ
অ, এ, অ্যা
অ্যা, আ, অ
713. 'বনলতা সেন' কবিতাটি রচনা করেন-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর.
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: বনলতা সেন জনপ্রিয়তম বাংলা কবিতাগুলোর মধ্যে অন্যতম। কবিতাটির রচয়িতা বিংশ শতাব্দীর আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশ।
714. 'ঝিনুক' শব্দের অর্থ-
উপল
সলিল
শৈল
শুক্তি
715. 'ঔ' বর্ণের উচ্চারণ কোনটি?
ওই
অই
আউ
ওউ
716. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
খুলনা
বাগেরহাট
যশোর
রাজশাহী
ব্যাখ্যা: তথ্য: ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গাঁয়ে কোনো শিলালিপি নেই। তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে যায়। এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন
717. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল?
এ.কে ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খাজা নাজিমুদ্দিন
আবুল হাসেম
ব্যাখ্যা: তথ্য: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী
718. নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ-
ax²+bx+c=0
y² = a(x - 2)
x² + (y-2)² = 7
y² = 2x +7
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: আমরা জানি, বৃত্তের সাধারণ সমীকরণ,
x²+ -(x - h)² + (y - k)² = r²
এখানে, অপশন (গ) হতে পাই,
x² + (y-2)² = 7
⇒(x-0)2 + (y-2)² = (√7) ²? যা বৃত্তের সমীকরণ।
719. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়-
২২ শে ফেব্রুয়ারি ১৯৬৯
২২ শে মার্চ ১৯৬৮
২০ শে ফেব্রুয়ারি ১৯৭০
২২ শে ডিসেম্বর ১৯৭০
ব্যাখ্যা: তথ্য: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। সাথে সাথে শেখ মুজিবুর রাহমানসহ সকল কারাবন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়। পরের দিন, ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ তারিখে ঢাকায় রেসর্কোস ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেয়া হয়। একই দিনে শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। এ উপাধিতে ভূষিত করেন তৎকালিন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ।
720. কোন বানানটি শুদ্ধ?
বুদ্ধিজীবী
বুদ্ধিজিবী
বুদ্ধিজিবি
বুদ্ধীজীবী