EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7501. Choose the correct sentence:
The boy was too clever not to miss the point.
The boy was too clever not to miss the point.
The boy was too clever to miss the point.
The boy was clever enough to miss the point.
ব্যাখ্যা: Option গুলোর মাঝে সঠিক বাক্য হলো The boy was too clever to miss the point। কারণ too + adjective + to + verb-এর base form হলো সঠিক expression/
7502. Choose the correct option to fill in the blank: We discussed-
about what the poem means
on what the poem means
what the poem means about
what the poem means
7503. Choose the correct sentence.
I was very homesick when I was a student abroad.
I was very homesick when I had been a student of abroad.
I had been very homesick when I was a student abroad.
I was very homesick when I had been a student abroad.
7504. Choose the correct sentence.
Who belongs to the book?
Whom does the book belong?
To who the book belong?
Who does the book belong to?
ব্যাখ্যা: সঠিক বাক্য হলো Who does the book belong to?। বাক্যটির বাংলা: বইটি কার?
7505. বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি?
ইঙ্গবনী
ফাগুয়া
বিজু
সাংগ্রাই
7506. Choose the sentence with the correct punctuation.
My aunt who lives in Sylhet, is a doctor.
My aunt, who lives in Sylhet, is a doctor.
My aunt, who lives in Sylhet is, doctor.
My aunt, who lives in Sylhet is a doctor.
ব্যাখ্যা: Relative clause-এর আগে ও পরে কমা বসে। সুতরাং যে বাক্যটিতে punctuation (বিরামচিহ্ন) এর সঠিক ব্যবহার রয়েছে সেটি হলো My aunt, who lives in Sylhet, is a doctor |
7507. গারো উপজাতি প্রধানত কোন অঞ্চলের বাসিন্দা?
সিলেট
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
টাঙ্গাইল
7508. I notified-I had changed my address.
with the bank that
that
the bank that
to the bank that
ব্যাখ্যা: Notify to somebody অর্থ কাউকে কোনো কিছু অবহিত করা। দুটি clause-কে যুক্ত করতে that ব্যবহৃত হয়। সুতরাং সঠিক expression টি হলো to the bank that
7509. Which one is the right in use?
It is of no use how talking to him
It is of no use talking to him
To talking him is of no good
It is no good of the talking to him
ব্যাখ্যা: Of no use অর্থ অপ্রয়োজনীয় হওয়া আর of no use-এর পর verb + ing বসে। সুতরাং সঠিক বাক্য: It is of no use talking to him (তার সাথে কথা বলার মানে হয় না।)।
7510. Which one is the correct sentence?
We look forward to hear from you.
We look forward hearing from you.
We look forward to hearing from you.
We look forward hear from you.
ব্যাখ্যা: Look forward to অর্থ প্রতীক্ষায় থাকা। Idiom টির পর ing যুক্ত verb বসে। সুতরাং সঠিক বাক্যটি হলো We look forward to hearing from you
7511. Which sentence is incorrect?
I feel unwell.
He prefers tea than coffee.
Open at page 30.
I have a headache.
ব্যাখ্যা: Option-গুলোর মাঝে ভুল বাক্যটি হলো He prefers tea than coffee। কারণ prefer-এর পর দুটি noun-এর মাঝে than না বসে to বসে। বাক্যটির সঠিক রূপ He prefers tea to coffee
7512. কোন নৃ-গোষ্ঠীর লোকজন 'সাংগ্রাই' বা 'জল উৎসব' পালন করে?
রাখাইন ও মারমারা
গারো ও চাকমারা
মারমা ও গারোরা
চাকমা ও রাখাইনরা
7513. Choose the correct sentence:
The man that said that was a fool.
The man who said that was a fool.
The man, which said that was a fool.
The man whom said that was a fool.
ব্যাখ্যা: ব্যক্তিবাচক noun-এর relative pronoun হিসেবে who ব্যবহৃত হয়। Who-এর পর সরাসরি verb আসে আর whom-এর পরে আসে noun বা pronoun। সুতরাং সঠিক বাক্যটি হলো The man who said that was a fool!
7514. Which one is correct?
The spirit of God is immanent in the Universe.
The spirit of God is imminent in the Universe.
The spirit of God is eminent in the Universe.
None of the above
ব্যাখ্যা: Option-গুলোর মধ্যে সঠিক বাক্য হলো The spirit of God is immanent in the Universe (ঈশ্বরের আত্মা মহাবিশ্বে সর্বব্যাপী)। অন্যদিকে imminent অর্থ আসন্ন আর eminent অর্থ প্রখ্যাত।
7515. When I asked him the keys, Bob said he had no idea where they were.
if did he see
if he had seen
could he see
that he had seen
ব্যাখ্যা: বাক্যটির জন্য সঠিক expression হলো if + sub + verb। সুতরাং if he had seen যোগে বাক্যটির বাংলা: যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে চাবিগুলো দেখছে কিনা তখন বব বললো সেগুলো কোথায় সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।
7516. Select the correct sentence.
The roads of Dhaka is wider than of Khulna.
The roads of Dhaka are wider than those of Khulna.
The roads of Dhaka is wider than of Khulna.
The roads of Dhaka is wider than those of Khulna.
ব্যাখ্যা: Option-গুলোর মাঝে সঠিক বাক্য হলো The roads of Dhaka are wider than those of Khulna কারণ ঢাকার রাস্তাগুলোর সাথে খুলনার রাস্তাগুলোর তুলনা বোঝাচ্ছে। আর roads হলো plural sub। সুতরাং verb টি plural হয়েছে।
7517. Much of what he has written in those reports
is unfair to many of us.
are unfair to many of us.
have been unfair to many of us.
were unfair to many of us.
7518. গারো উপজাতি কোন জেলায় বাস করে?
সিলেট
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
টাঙ্গাইল
7519. Choose the correct sentence.
Rahim ate almost the whole fish.
Rahim almost ate the whole fish.
Almost Rahim ate the whole fish.
Rahim ate the whole fish almost.
ব্যাখ্যা: Almost adverb টি যাকে modify করবে সে শব্দটির ঠিক তার আগে বসবে। Almost (প্রায়) শব্দটি the whole fish কে modify করবে কারণ প্রায় সম্পূর্ণ মাছ খাওয়ার কথা বলছে। সুতরাং সঠিক বাক্য হলো Rahim atc almost the whole fish
7520. The incorrect sentence-
He has a zeal for public work.
He prevailed over the enemy.
I was in want of of food.
The boy is sick for toys.
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে ভুল বাক্যটি হলো I was in want of of food। বাক্যটির সঠিক রূপ। was in want of food (আমি খাদ্যের অভাবে ছিলাম)। In want of something অর্থ কোনো কিছুর অভাবে।