EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7561. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়---
১৫ জুন, ২০০৯
১৪ মার্চ, ২০১২
১৮ এপ্রিল, ২০১২
২০ মে, ২০১০
7562. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
চট্টগ্রাম
বরিশাল
ফেনী
7563. বাংলাদেশ এবং মিয়নেমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
Permanent Court of Justice
International Court of Justice
Permanent Court of Arbitration
International Tribunal for the Law of the Sea
7564. কোন আদালতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার মীমাংসা হয়েছে?
স্থায়ী সালিশি আদালত
বিশেষ সালিশি আদালত
আন্তর্জাতিক বিচার আদালত
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জতিক ট্রাইবুনাল
7565. She was hardly-hit by the recent recession. Which word(s) make this sentence incorrect?
was
hardly-hit
recent
recession
ব্যাখ্যা: ভুল expresion টি হলো hardly-hit কারণ be hard hit অর্থ (আর্থিক ক্ষতি, প্রিয়জনের মৃত্যু Anst ইত্যাদির কারণে) অত্যন্ত কষ্টে পড়া। Hard শব্দটি adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।
7566. ভূপৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম কী?
হাইড্রোলজি
মিনারলজি
মেটিওরোলজি
ইকোলজি
7567. বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে--
Permanent Council of Arbitration
Permanent Court of Arbitration
International Court of Arbitration
Permanent Court of sea arbitration
7568. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত রায় হয়?
৭ জুলাই, ২০১৪
৭ জুন, ২০১৪
৭ মে, ২০১৪
৭ আগস্ট, ২০১৪
7569. পর্যটন কর্পোরেশন কোথায় হলিডে হাউস নামে অত্যাধুনিক হোটেল নির্মাণ করে?
দক্ষিণ তালপট্টি
হিরণ পয়েন্ট
মনপুরা দ্বীপ
কুয়াকাটা
7570. Choose the correct sentences-
He looked angry but did not speak angrily.
He looked angrily but did not speak angry.
He looked angrily but he did not speak angrily.
He looked angry but did not speak angry.
ব্যাখ্যা: Appear, seem, remain, look, sound verbগুলোর পরে adjective বসে adverb নয়। আর ঠিক উল্টোটা হলো speak-এর ক্ষেত্রে adverb বসে adjective নয়। সুতরাং সঠিক বাক্য- He looked angry but did not speak angrily !
7571. বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থার নাম কী?
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি
7572. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় কত কি.মি. জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
১৯৪৬৭ বর্গ কি.মি.
২১২৫০ বর্গ কি.মি.
১৮৯০০ বর্গ কি.মি.
১৮৯৩৫ বর্গ কি.মি.
7573. বাংলাদেশের সাথে ফোন দেশের সমুদ্রসীমা বিদ্যমান রয়েছে?
মিয়ানমার
থাইল্যান্ড
নেপাল
দক্ষিণ কোরিয়া
7574. বাংলাদেশ এবং জরতের মধ্যে সমূদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
স্থায়ী সালিশি আদালত
বিশেষ সালিশি আদালত
আন্তর্জাতিক বিচার আদালত
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জতিক ট্রাইবুনাল
7575. বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় প্রদানকারী আদালতের নাম কী?
UNCLOS
ITLOS
CLCS
ICJ
7576. 'সাগর কন্যা' কোন এলাকার ভৌগোলিক নাম?
সেন্টমার্টিন
পতেঙ্গা
কক্সবাজার
পটুয়াখালী
7577. পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন কর্পোরেশন কোথায় হলিডে হাউস নামে অত্যাধুনিক হোটেল নির্মাণ করে?
দক্ষিণ তালপট্টি
হিরণ পয়েন্ট
মনপুরা দ্বীপ
কুয়াকাটা
7578. Choose the correct sentences-
The traveler's luggages were ransacked but no contraband item was found.
The traveler's luggages were ransacked but no contraband was found
The traveler's luggage was ransacked but no contraband was found.
The traveler's luggages were ransacked but nothing contraband was found.
ব্যাখ্যা: Luggage (মালপত্র) শব্দটি non-count noun। সুতরাং এর কোনো plural form নেই এবং এরপর singular verb বসে। সুতরাং সঠিক বাক্যটি হলো The traveler's luggage was ransacked but no contraband was found। বাক্যটির বাংলা ভ্রমণকারীর মালপত্র তন্নতন্ন করে খোঁজা হলো কিন্তু বেআইনী কোনো কিছুই পাওয়া গেল না।
7579. পারকী সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
চট্টগ্রাম
কক্সবাজার
বরগুনা
পটুয়াখালী
7580. কোন দেশে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত অবস্থিত?
হামবুর্গ, জার্মানি
মাদ্রিদ, স্পেন হে
গ নেদারল্যান্ডস
জেনেভা, সুইজারল্যান্ড