Image
MCQ
7981. কোন জেলার মধ্যে দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়?
ঢাকা
সিলেট
বগুড়া
দিনাজপুর
7982. ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী --
গঙ্গা
মাতামুহুরি
ব্রহ্মপুত্র
দুধকুমার
7983. বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টি?
৫৫
৫৬
৫৭
৫৯
7985. 'শহিদ জননী' নামে কে বেশি পরিচিত?
রাজিয়া মাহবুব
বেগম সুফিয়া কামাল
জাহানারা ইমাম
বেগম নুসরাত জাহান
7986. উপনদী ও শাখানদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য প্রায়-
৩০২৫ কি.মি.
২০১৫ কি.মি.
২২,১৫৫ কি.মি.
২৭৩২ কি.মি.
7987. The jam was so severe that I had no option rather than to walk home.
replace no with any
replace so with such
replace than with then
replace walk with walking
replace rather with other
7988. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
যমুনা
তিস্তা
আত্রাই
মহানন্দা
7989. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
যুদ্ধাপরাধীদের বিচার
সমুদ্রসীমা বিজয়
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
7990. . Hardly had the train stopped-.
then we got down
when we got down
as we got down
than we got down
7991. যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
7992. ১৯৭১ সালের যুদ্ধপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?
১৯৯৬ সালে
১৯৯০ সালে
১৯৯২ সালে
১৯৯৯ সালে
7993. কত সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়?
১৯৯২ সালে
২০০০ সালে
২০০১ সালে
২০০২ সালে
7994. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে?
হাড়িয়াভাঙ্গা
কুলিখ
আত্রাই
তিস্তা
7995. ঘাতক-দালালদের বিচারের জন্য গঠিত গণআদালতের সঙ্গে কার নাম সম্পৃক্ত?
ফেরদৌসী প্রিয়ভাষিণী
মালেকা বেগম
জাহানারা ইমাম
বেগম সুফিয়া কামাল
7996. You will never success if you are scared of accepting challenges.
replace never with not
replace if with unless
replace of with to
replace accepting with acceptance
replace success with succeed
7997. একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে?
নীলিমা ইব্রাহিম
জাহানারা ইমাম
শাহরিয়ার খান
হরুন-অর-রশীদ
7998. বাংলাদেশে গঠিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
7999. কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রতিষ্ঠিত হয়েছিল?
২৫ মার্চ, ২০১০
১৫ নভেম্বর, ২০১০
৭ নভেম্বর, ২০১০
১ সেপ্টেম্বর, ২০১০
8000. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় করে প্রদান করে?
২১ জানুয়ারি, ২০১৩
২৩ জানুয়ারি, ২০১৩
২৫ জানুয়ারি, ২০১৩
২৭ জানুয়ারি, ২০১৩