EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8041. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
৬৭৯ জন
১৭৫ জন
৪২৬ জন
৬৮ জন
ব্যাখ্যা: (বর্তমান: ৬৭২ জন)
8042. উপলক্ষ্যে স্থাপিত 'বঙ্গবন্ধু নৌকা জাদুঘর' কোন জেলায় অবস্থিত?
বরগুনা
বরিশাল
পটুয়াখালী
নারায়নগঞ্জ
8043. ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কারের অর্থমূল্য
১০০০০মার্কিন ডলার
৩০০০০ মার্কিন ডলার
৫০০০০ মার্কিন ডলার
১০০০০০ মার্কিন ডলার
8044. মুজিব বর্ষের থিম সঙ্গীত "তুমি বাংলার ধ্রুবতারা' এর গীতিকার বা রচয়িতা কে?
কবি কামাল চৌধুরী
নকীব খান
আবদুল গাফফার চৌধুরী
ফজলুর রহমান বাবু
8045. ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সঙ্গে একত্রে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত হয়?
২০৬তম
২০৭তম
৩৯ তম
৪০তম
8046. কত সালে বাংলাদেশ সরকার বীরত্বসূচক খেতাব প্রদান করে-
১৬ ডিসেম্বর, ১৯৭২
১৫ ডিসেম্বর, ১৯৭৩
১৫ ডিসেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৩৬
8047. কত সালে বাংলাদেশ সরকার বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠদের নাম ঘোষণা করে—
১৬ ডিসেম্বর, ১৯৭২
১৫ ডিসেম্বর, ১৯৭৩
১৫ ডিসেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৩৬
8048. ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার যে বিষয়ে--
শান্তি
সুজনশীল অর্থনীতি
সাহিত্য
চলচ্চিত্র
8049. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় শেভাব বা সামরিক খেতাব বা সর্বোচ্চ বীরত্ব কোনটি?
বীর প্রতীক
বীরশ্রেস্ট
বীর বিক্রম
বীর উত্তম
8050. Which one is the correct sentence?
He prefers write to read
He prefers writing than reading
He prefers more writing than reading
He prefers writing to reading
ব্যাখ্যা: Prefer + (verb+ing)+to+(verb+ing) হয়।
8051. বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে কোন সংস্থা?
ইউনেস্কো
ইউএনডিপি
ডব্লিউএইচও
কোনোটিই নিয়
8052. কোন সংস্থার সাথে যৌথভাবে 'মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়?
ইউনিসেফ
জাতিসংঘ
ইউনেস্কো
আইএমএফ
8053. ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার-২০২১' পান--
বাপার্ড
ইউনেস্কো
অপিসিডব্লিউ
এমটি আইভি ক্রিয়েটিভ লিমিটেড(উগান্ডা)
8054. গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া 'শস্যচিত্রে বঙ্গবন্ধু' শিল্পকর্মটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির আয়তন কত?
৭ লাখ ৭০ হাজার বর্গফুট
৮ লাখ ৮০ হাজার বর্গফুট
১০ লাখ ৯১ হাজার বর্গফুট
১২ লাখ ৯২ হাজার বর্গফুট
8055. গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া 'শস্যচিত্রে বঙ্গবন্ধু' নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়-
আলু
গম
পাট
ধান
8056. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত স্মৃতিস্তম্ভের নাম কি?
উল্লাস
বিজয় কেতন
বিজয় ৭১
ঐতিহ্য
8057. বৃহত্তম 'Crop-Field-Mosaic' হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায় কোনটি?
শস্যচিত্রে বঙ্গবন্ধু
মাঠে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর সোনার বাংলা
কোনোটিই নয়
8058. Which one is the correct sentence?
He is boast of his wealth
He is proud on his wealth
He boasts of his wealth
He is boastful in his wealth
ব্যাখ্যা: Boast of something অর্থ কোনো কিছু নিয়ে গর্ব করা। এখানে boast of verb হিসেবে ব্যবহৃত হবে। He boasts of his wealth- সে তার সম্পদ নিয়ে দন্ত করে। অন্য বাক্যগুলোতে preposition এবং word প্রয়োগে ভুল রয়েছে।
8059. বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ফিল্ম 'Mujib: The Making of a Nation' তৈরি করেছেন---
রিচার্ড আর্টনবারো
শ্যাম বেনেগাল
তানভীর মোকাম্মেল
গৌতম ঘোষ
8060. মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে?
সব্যসাচী হাজরা
মুস্তাফা মনোয়ার
হাশেম খান
শিল্পী শাহাবুদ্দিন