MCQ
101. জসিমউদ্দীনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে?
রঙিলা নায়ের মাঝি
রাখালি
নকশী কাঁথার মাঠ
বালুচর
102. ব্রজবুলি একটি-
কাব্য
নাটক
পুঁথি
ভাষা
103. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ-
পদ্মরাগ
রাজা
পদ্মাবতী
আনোয়ারা
104. মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন-
ভাই ভাই এইত চাই
সধবার একাদশী
বিয়ে পাগলা বুড়ো
একেই বলে সভ্যতা
105. 'আলালের ঘরের দুলাল' কত সালে প্রকাশিত হয়?
১৮৭০
১৮৯৯
১৮৫০
১৮৫৮
106. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস-
শেষের কবিতা
চোখের বালি
রাজর্ষি
ঘরে বাইরে
107. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
অক্ষয়কুমার দত্ত
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
সুধীন দত্ত
108. কবি সুকান্তের পৈত্রিক নিবাস কোন জেলায়?
মুন্সীগঞ্জ
মানিকগঞ্জ
বাকেরগঞ্জ
গোপালগঞ্জ
109. যুগ সন্ধিক্ষণের কবি কে?
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
110. মীর মোশাররফ হোসেনের নাটক-
বিষাদ সিন্ধু
কৃষ্ণকুমারী
জমিদার দর্পণ
পলাশীর যুদ্ধ
111. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
অক্ষয়কুমার দত্ত
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
সুধীন দত্ত
112. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস-
আলালের ঘরের দুলাল
দুর্গেশ নন্দিনী
হুতোম প্যাঁচার নকশা
ঘরে বাইরে
113. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ-
ক্রন্দসী
মাটির দেয়াল
বেলা অবেলা কালবেলা
চোরাবালি
114. রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে?
সোনার তরী
বলাকা
খেয়া
পূরবী
115. 'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়-
১৯১০ সালে
১৯১২ সালে
১৯১৪ সালে
১৯১৬ সালে
116. 'ইউসুফ-জোলেখা' কাব্যের অনুবাদক-
দৌলত উজির বাহরাম খাঁ
আলাওল
সৈয়দ সুলতান
শাহ মুহম্মদ সগীর
117. 'ভোরের পাখি' উপাধিখ্যাত কবি-
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
জীবনানন্দ দাশ
বিহারীলাল চক্রবর্তী
118. 'হা-ঘরে' অর্থ-
গৃহহীন
ঘরে থাকে না যে
গৃহে ঐশ্বর্য যার
অনেক গৃহের মালিক
119. ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি কে দিয়েছিলেন?
কৃষ্ণ চন্দ্র
ময়ূর ভট্ট
রাজা গণেশ
দ্বিজ বংশীদাশ
120. বাংলা সাহিত্যে গদ্যের জনক-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রমথ চৌধুরী