MCQ
61. একটি Drawing এর দৈর্ঘ্য 50 mm এবং Scale = 1 : 5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?
25 mm
25 cm
10 cm
10 mm
62. কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও ০.৩৫ হলে নমুনার পোরোসিটি কত?
২৬%
২৭%
২৮%
২৯%
63. কোনো বস্তুর উপর 6 kg ও 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে?
10 kg
5 kg
7 kg
12 kg
64. বাঁকের ব্যাসার্ধ দেয়া থাকলে ডিগ্রি অব কার্ড নিরূপণ করার সূত্র কোনটি?
D =1520/R
D=1620 / R
D =1720/ R
D =1820/R
65. পি আর সময়ের ন্যূনতম মান কত?
১ মিনিট
৩ মিনিট
২ মিনিট
৪ মিনিট
66. ঘর্ষণ সহগ মিউ (μ) হবে?
R/F
F/R
Wcosθ/Wsinθ
Wsinθ/Wcosθ
67. ভঙ্গুর পদার্থের Compressive strength, Tensile strength হতে-
বেশি
কম
সমান
দ্বিগুণ
68. ড্রইং শিটের লে-আউটে টাইটেল ব্লকের মাপ-
65 mm × 185 mm
185 mm x 65 mm
70 mm × 190 mm
190 mm × 70 mm
69. ৫ মেট্রিক টন সিমেন্ট = কত ব্যাগ?
৮০
১০০
৮০
৯০
70. বিয়ারিং কী ধরণের কোণ?
উন্নতি কোণ
উলম্ব কোণ
অবনতি কোণ
অনুভূমিক কোণ
71. জাতীয় মহাসড়কের নির্মাণ তলের প্রন্থ কত?
৪০ ফুট
৫০ ফুট
৮০ ফুট
৯০ ফুট
72. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত?
৪৫% থেকে ৫০%
৩০%
৬০%
৫৫%
73. Wing wall সাধারণত কত প্রকার?
৩
৫
৪
২
74. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
৮ HP
৯ HP
৮.৮৯ HP
৯.২৫ HP
75. অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী বাড়ির প্ল্যান, সম্মুখ এলিভেশন ইত্যাদি দৃশ্য স্কেলে আঁকা হয়।
১:৬০
১:৬০০
১:১০০
১:১০
76. ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট ২৮ দিনে শক্তি অর্জন করে-
30%
50%
40%
60%
77. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?
লাইম ও অ্যালুমিনা
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
78. অর্ধগোলকের ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব-
3r/8
8r/3
5r/8
8r/5
79. গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্থ কত মিটার?
৫.২ মিটার
৩.৬২ মিটার
১১.৫ মিটার
১০.৫ মিটার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
রেলওয়ে প্রশ্ন সমাধান
রেলওয়ে ২০২৪ প্রশ্ন সমাধান
Railway sub assistant engineer question 2024
ব্যাখ্যা: ব্যাখ্যা: সঠিক উত্তর ৪.২ মিটার
80. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
টাঙ্গাইল
রাজশাহী
গোমতী
সিলেট