EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
11981. সমাস নির্ণয় করুন:
অব্যয়ীভাব
নঞ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
নিত্য সমাস
11982. 'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
বিস্ময় দ্বারা আপন্ন
বিস্ময়ে আপন্ন
বিস্ময়কে আপন্ন
বিস্ময়ে যে আপন্ন
11983. 'আবার আসিব ফিরে' কবিতাটির রচয়িতা কে?
আল মাহমুদ
জীবনানন্দ দাশ
কালিদাস রায়
সুকান্ত ভট্টাচার্য
11984. Identify the word which remains the same in its plural form-
aircraft
intention
mouse
thesis
ব্যাখ্যা: Hints: যে শব্দটি plural form এ কোনো রূপ পরিবর্তন করে না সে wordটি হলো aircraft। অপশনের অন্য শব্দগুলোর plural form যথাক্রমে intentions, mice এবং theses।
11985. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি
১৮২৪-১৮৭৩ খ্রি.
১৮৫৬-১৯৩৭ খ্রি.
১৮৬১-১৯৪১ খ্রি.
১৮৯৯-১৯৭৬ খ্রি.
11986. 'কলুর বলদ' কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
উপমিত কর্মধারয়
11987. বাংলা কাব্যের 'চিত্ররূপময়' কবি-
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
জীবনানন্দ দাশ
বুদ্ধদেব বসু
11988. 'ঘোড়াড্ডিম' কোন জাতীয় শব্দ?
সমাসবদ্ধ
সন্ধি বিচ্ছেদজাত
পদপ্রকরণ
তৎসম শব্দ
11989. 'ঝরাপালক' কাব্যগ্রন্থ কে রচনা করেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাশ
জসীম উদ্‌দীন
আহসান হাবীব
11990. কাজী নজরুল ইসলামের জন্মস্থান-
কুমিল্লা
ত্রিশাল
বর্ধমান
চট্টগ্রাম
11991. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
11992. কাজী নজরুল ইসলামের জন্মসন-
১৮৬১
১৮৯৯
১৮৭৬
১৮৮৬
11993. ধানসিঁড়ি কিসের নাম?
ধানের
শহরের
গ্রামের
নদীর
11994. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
১৩০৬
১৩০৯
১৩০৮
১৩০৩
11995. 'আবার আসিব ফিরে' কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
রূপসী বাংলা
বনলতা সেন
ঝরা পালক
ধূসর পাণ্ডুলিপি
11996. 'সংখ্যালঘু' শব্দটি কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বিগু
11997. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
11998. 'এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা'। এ বাক্যে 'রঙ্গভরা' কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
11999. 'আকাশনীলা' কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
12000. 'ঘোড়ার ডিম' কোন সমাসের উদাহরণ?
অলুক তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস