MCQ
12021. জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কিসের পরিচায়ক?
স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা
জীবনবোধ ও সজীবতা
অপরাজেয় যৌবনের উদ্দমতা
সংস্কৃতি ও ঐতিহ্য চেতনা
12022. 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ কার লেখা?
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
12023. 'ভোটাধিকার' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বন্দ্ব
12024. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বুদ্ধদেব বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল
হক বিষ্ণু দে
12025. 'বেলা অবেলা কালবেলা' কার লেখা?
আল মাহমুদ
সুনীল গঙ্গোপাধ্যায়
রফিক আজাদ
জীবনানন্দ দাশ
12026. 'বনলতা সেন' কার রচনা?
সমর সেন
জলধর সেন
অতুলপ্রসাদ সেন
জীবনানন্দ দাশ
12027. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ধূসর পাণ্ডুলিপি
বেলা শেষের গান
ঝরা পালক
মহাপৃথিবী
12028. কোনটি উপন্যাস নয়?
হাঁসুলী বাঁকের উপকথা
পথের পাঁচালী
দিবারাত্রির কাব্য
কবিতার কথা
12029. তিরিশ দশকের সবচেয়ে 'তথাকথিত' কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
শামসুর রাহমান
বিষ্ণু দে
জীবনানন্দ দাশ
অমিয় চক্রবর্তী
12030. 'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
এয়াকুব আলী চৌধুরী
12031. জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম-
রূপসী বাংলা
ছাড়পত্র
বনলতা সেন
ভণ্ডসাধু
12032. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ-
ধূসর পাণ্ডুলিপি
রূপসী বাংলা
ঝরা পালক
সাতটি তারার তিমির
12033. 'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?
জীবনানন্দ দাশ
ফররুখ আহমদ
গোলাম মোস্তফা
প্রেমেন্দ্র মিত্র
12034. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ধূসর পাণ্ডুলিপি
ঝরা পালক
কবিতার কথা
দুর্দিনের যাত্রী
12035. কার কবিতাকে 'চিত্ররূপময়' বলা হয়েছে?
জীবনানন্দ দাশ
বিষ্ণু দে
প্রমেন্দ্র মিত্র
অমিয় চক্রবর্তী
12036. উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে কোন সমাস বলে?
উপমান
উপমিত
কর্মধারয়
উপপদ তৎপুরুষ
12037. 'বেতমিজ' কোন তৎপুরুষ সমাস?
৬ষ্ঠী
২য়া
৩য়া
নঞ
12038. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম--
ধূসর পাণ্ডুলিপি
নাম রেখেছি কোমল গান্ধার
অন্ধকারে একা
একক সন্ধ্যায় বসন্ত
12039. 'অর্ধচন্দ্র' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
12040. বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিষ্টাব্দে এডগার এলেন পো রচিত 'টু হেলেন' কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন?
জন্মই আমার আজন্ম পাপ
প্রেমাংশুর রক্ত চাই
নোলক
বনলতা সেন