MCQ
12001. 'মৃগশিশু' শব্দটির ব্যাসবাক্য কোনটি-
মৃগের শিশু
শিশুরূপ মৃগ
মৃগীর শিশু
শিশুর যে মৃগ
12002. "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" কোন কবির রচনা?
সত্যেন্দ্রনাথ দত্ত
সৈয়দ শামসুল হক
সুকান্ত ভট্টাচার্য
জীবনানন্দ দাশ
12003. 'রাজপথ' এর ব্যাসবাক্য কোনটি হবে?
পথের রাজা
রাজার পথ
রাজা নির্মিত পথ
রাজাদের পথ
12004. 'পৌরসভা' কোন তৎপুরুষ সমাস?
ষষ্ঠী
চতুর্থী
তৃতীয়া
দ্বিতীয়া
12005. 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' কার লেখা?
মধুসূদন দত্ত
জসীমউদদীন
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
12006. 'হরবোলা' কোন সমাস?
দ্বিগু
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
কর্মধারয়
12007. 'পকেটমার' কোন সমাসের উদাহরণ?
পঞ্চমী তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
প্রাদি সমাস
বহুব্রীহি সমাস
12008. 'তিমির হননের কবি' উপাধিটি কার?
জীবনানন্দ দাশ
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
আবদুল কাদির
12009. কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ?
প্রতিবাদ
বিলাত ফেরত
উপগ্রহ
ছেলেধরা
12010. "পাখীর নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন" এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
নান্দনিক
রহস্যময়
আশ্রয়
পাখির বাসা
12011. ."...কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে।" কবিতাংশটি কোন কবির রচনা?
বিষ্ণু দে
যতীন্দ্রমোহন বাগচী
জীবনানন্দ দাশ
কামিনী রায়
12012. 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' কোন কবির কবিতা থেকে নেওয়া?
মধুসূদন দত্ত
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
গিরিশচন্দ্র সেন
12013. কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
বিষমাখা
খেচর
সজল
তেমাথা
12014. 'চুলে-কাঁটা' যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অলুক তৎপুরুষ
12015. 'প্রিয়ংবদা' শব্দটি কোন সমাস?
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
রূপক কর্মধারয়
ষষ্ঠী তৎপুরুষ
12016. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ঝরা পালক
অর্কেস্ট্রা
সাতটি তারার তিমির
মহাপৃথিবী
12017. জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত 'শঙ্খমালা' হলো-
রূপকথার চরিত্র
পূর্বপরিচিতা নারী
রোমান্টিক কবিকল্পনা
কবির জীবনদেবতা
12018. 'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে' কবিতাংশটি কার লেখা?
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
আল মাহমুদ
12019. সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি" কোন কবি" বলেছিলেন?
সুকান্ত ভট্টাচার্য
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
কামিনী রায়
12020. সমাস নির্ণয় করুন: 'ধানের ক্ষেত'-
ষষ্ঠী তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব