MCQ
12141. কোনটি যৌগিক বাক্য?
তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব।
তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
12142. 'সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট?
গুরুচণ্ডালী দোষ
দুর্বোধ্যতা দোষ
বিদেশী শব্দ দোষ
বাহুল্য দোষ
12143. ' ঘোটকের গাড়ি' এটি কোন দোষে দুষ্ট?
গুরুচন্ডালী
বাহুল্য
দুর্বোধ্যতা
কোনটিই নয়
12144. 'তিনি ধনী কিন্তু কৃপণ' কোন জাতীয় বাক্যের উদাহরণ?
জঠিল
যৌগিক
সরল
মিশ্র
12145. 'বাংলাদেশ যেন জয়লাভ করে।'- এটি কোন ধরনের বাক্য?
আবেগসূচক
বর্ণনাত্মক
প্রার্থনাসূচক
অনুজ্ঞাসূচক
12146. 'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ' কোন ধরনের বাক্য?
যৌগিক
সরল
জটিল
খণ্ড
12147. 'সে কি যাবে?'- এটি কোন ধরনের বাক্য?
আদেশমূলক
প্রশ্নসূচক
বিবৃতিমূলক
বিস্ময়সূচক
12148. 'একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য?
যৌগিক
খণ্ড
সরল
জটিল
12149. 'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়' বাক্যটির নেতিবাচক রূপ-
তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
তবু না বলা কথাটি সবার মানতে হয়
12150. 'শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান'- এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ডবাক্য
12151. 'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না' কোন ধরনের বাক্য?
যৌগিক
জটিল
সরল
খণ্ড
12152. 'নালিশটা অযৌক্তিক' কোন ধরনের বাক্য?
নেতিবাচক
অনুজ্ঞাবাচক
অস্তিবাচক
প্রশ্নবাচক
12153. একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?
গুরুচণ্ডালী দোষ
বাহুল্য দোষ
দ্বিত্বজনিত ভুল
বাচ্যজনিত দোষ
12154. 'বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম।'- গঠন অনুসারে বাক্যটি যে ধরনের-
সরল
যৌগিক
জটিল
মিশ্র
12155. 'কর্ম কর, অনুরূপ ফল পাবে।' গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
কার্যকারণাত্মক
12156. 'বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে' বাক্যটি কোন শ্রেণির?
জটিল
যৌগিক
মিশ্র
সরল
12157. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে-
জটিল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য সরল বাক্য
সরল বাক্য
12158. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
মিশ্র বাক্য
12159. 'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'- কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
মিশ্র
12160. 'শবপোড়া' শব্দটির কী দোষ দেখা যায়?
গুরুচণ্ডালী
দুর্বোধ্যতা
উপমার প্রয়োগে ভুল
আকাঙ্ক্ষার প্রয়োগে ভুল