Image
MCQ
12101. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
চন্দ্রমুখ
অরুণরাঙা
ক্রোধানল
বর্ণচোরা
12102. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
12103. 'তার বয়স হলেও বুদ্ধি হয়নি' কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
মিশ্র
12104. নিচের কোনটি যৌগিক বাক্য?
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
12105. 'মুজিববর্ষ' কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
12106. ঈশ্বর তাহারই সাহায্য করেন, যে নিজে নিজের সাহায্য করে। এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
জটিল ও মিশ্র বাক্যের সমন্বয়
12107. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
কাঁচামিঠা
চন্দ্রমুখ
মনমাঝি
12108. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য?
সরল
খন্ড
জটিল
কোনটিই নয়
12109. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
নয়-ছয়
খাসজমি
কনকচাঁপা
ত্রিফলা
12110. সাহেব, বিবি ও গোলাম কি সমাস?
অলুক দ্বন্দ্ব
মিলনার্থক দ্বন্দ্ব
বিরোধার্থক দ্বন্দ্ব
বহুপদী দ্বন্দ্ব
12111. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে?
সরল
যৌগিক
জটিল
মিশ্র
12112. 'নবান্ন' এর সন্ধি বিচ্ছেদ করুন:
নবা+অন্ন
নব+অন্ন
নবীন+অন্ন
নবঃ+অন্ন
12113. সমাসবদ্ধ পদ কোনটি?
আকাশ
ছাড়পত্র
মৃত্তিকা
সাগর
12114. 'ক্রোধানল' শব্দটি কোন সমাস?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
12115. 'চরণকমল' কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
দ্বিগু সমাস
12116. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
ব্যাসবাক্য
যৌগিক বাক্য
12117. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
পদ
শব্দমূল
রূপ
ধ্বনি
12118. কোনটি উপমিত কর্মধারয় সমাস?
নরসিংহ
কাজল-কালো
নদীমাতৃক
যাচ্ছেতাই
12119. নিচের কোনটি জটিল বাক্য? সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল।
সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন।
যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
12120. 'সে যে কোথায় তা আমার জানা নাই' কোন ধরনের বাক্য?
জটিল
যৌগিক
সরল
খণ্ড বাক্য