Image
MCQ
12081. 'মেঘশূন্য' (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
12082. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে?
বাক্যে
পদে
শব্দে
ধ্বনিতে
12083. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
সরল
যৌগিক
জটিল
অধীন
12084. 'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
বহুব্রীহি
12085. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
12086. 'তেলেভাজা' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
12087. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?
বাক্য
উদ্দেশ্য
বাক্যাংশ
বিধেয়
12088. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
12089. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট?
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
12090. 'অনাদর' কোন সমাস?
কর্মধারয়
নঞ তৎপুরুষ
বহুব্রীহি
দ্বিগু
12091. তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
নাই সীমা যার অসীম
তেল দিয়ে ভাজা= তেলেভাজা
ঘর ও বাড়ি ঘরবাড়ি
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র
12092. 'বইপড়া' (বইকে পড়া) কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
12093. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
গমনাগমন (গমন ও আগমন)
নদীমাতৃক (নদী মাতা যার)
বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
12094. 'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বিগু
12095. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
12096. কোনটি তৎপুরুষ সমাস?
কালি-কলম
মধুমাখা
দশানন
মাতাপিতা
12097. জটিল বাক্যের অন্য নাম কী?
মিশ্র বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
প্রধান খণ্ড বাক্য
12098. 'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
৩য়া তৎপুরুষ
৪র্থী তৎপুরুষ
৫মী তৎপুরুষ
৭মী তৎপুরুষ
12099. 'বিশ্বকবি' সমাস কি হবে?
বিশ্বরূপ কবি
যিনি বিশ্বের কবি
বিশ্ব ও কবি
বিশ্বের কবি
12100. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য?
যৌগিক
সরল
মিশ্র
জটিল