MCQ
12401. 'সিংহাসন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস
সন্ধি
প্রত্যয়
উপসর্গ
12402. 'নীলাকাশ' কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
12403. কাঁচা-মিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
কাঁচা ও মিঠা
যা কাঁচা তাই মিঠা
কাঁচার মিঠা
কাঁচামিঠা
12404. 'শ্বেতবস্ত্র' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
12405. 'সিংহাসন' কোন কর্মধারয় সমাস?
মধ্যপদলোপী
উপমান
উপমিত
রূপক
12406. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
কৃষ্ণকুমারী
সোনার তরী
বলাকা
12407. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
সোনার তরী
সেঁজুতি
ক্ষণিকা
ফাল্গুনী
12408. রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল-
রাজা ও রানী
তাসের ঘর
ডাকঘর
প্রায়শ্চিত্ত
12409. 'তাসের দেশ' নাটকটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অমৃতলাল বসু
আকবর উদ্দীন
12410. 'লঙ্কাবাটা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
লঙ্কা ও বাটা
যা লঙ্কা তাই বাটা
লঙ্কার বাটা
বাটা যে লঙ্কা
12411. 'নবপৃথিবী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
নব ও পৃথিবী
নব পৃথিবী যার
নব পৃথিবীর ন্যায়
নব যে পৃথিবী
12412. 'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস
সন্ধি
প্রত্যয়
উপসর্গ
12413. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মহতী যে কীর্তি
মহা যে কীর্তি
মহান যে কীর্তি
মহান কীর্তি যার
12414. এ জগতে হায়, সেই বেশী চায় আছে যার ভুরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি" চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
পুরাতন ভৃত্য
নিষ্ফল উপহার
দুই বিঘা জমি
দেবতার গ্রাস
12415. "যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, / এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি' চরণটির রচয়িতা-
অমিত রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাস
কবি কালিদাস
12416. কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়?
'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও'?
'অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান'
'প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে'।
'কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে'।
12417. 'নরাধম' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
12418. 'জজসাহেব' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
12419. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন?
শেষের কবিতা
তাসের দেশ
কালের যাত্রা
বসন্ত
12420. নিচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
মানসী
সোনার তরী
দোলনচাঁপা