EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
12601. Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
Malpractice
Malnutrition
Malrendition
No Error
Maladroit
ব্যাখ্যা: Hints: Mal prefix ব্যবহার করে গঠিত ভুল শব্দ হলো malrendition। বাকি শব্দের অর্থ হলো অসৎ আচরণ (malpractice); অপুষ্টি (malnutrition) এবং অদক্ষ (maladroit)
12602. In the word 'booklet', the suffix 'let' is used in the sense of -
half
small
chief
round
ব্যাখ্যা: Hints: 'Booklet' অর্থ ছোট পুস্তক। প্রদত্ত শব্দের জন্য অন্য তিনটি options প্রযোজ্য নয়। সুতরাং (ঘ) small-ই সঠিক উত্তর।
12603. Which one is the best prefix for the words colour, like, allow?
dis
multi
anti
non
ব্যাখ্যা: Hints: Option গুলোর মধ্যে যে prefix টি সবগুলো word-এর পূর্বে হতে পারে সেটি হলো dis। Dis যোগে word গুলো discolour অর্থ বিবর্ণ হওয়া, dislike অর্থ অপছন্দ করা আর disallow অর্থ অনুমতি না দেওয়া।
12604. How many affixes are there in the word 'atheists'?
four
one
two
three
ব্যাখ্যা: Hints: প্রদত্ত 'atheists' শব্দটির affix (প্রত্যয়/উপসর্গ, অযুক্তি) রয়েছে দুটি। শব্দটির মূল শব্দটি theist। এর পূর্বে এবং পরে হলো দুটি affix।
12605. Identify the appropriate prefix to get opposite meaning of the word 'certain'-
in
un
non
dis
12606. Select the right prefix for the opposite meaning of 'gratitude'
un
in
dis
it
im
12607. Identify the appropriate prefix to get opposite meaning of the word 'regular'-
un
ir
non
dis
12608. Which of the following words has been formed with a prefix?
amnesia
aspersions
authentic
amoral
12609. Add a prefix to make a word of opposite meaning: logical, fair, satisfied.
over, un, anti
un, anti, il,
il, un, dis
anti, un, over
12610. The prefix 'poly' in the word 'polygamy' expresses the sense of-
one
many
more
some
ব্যাখ্যা: অনেক বা বহু অর্থে prefix হিসেবে Poly ব্যবহৃত হয়। polygamy বহুবিবাহ: polytheistic বহুঈশ্বরে বিশ্বাসী:
12611. Choose the correct use of suffix 'er' from the options.
Laughter
Operater
Decoreter
Moderat
12612. Which one of the following is example of 'Prefix'?
ness
co
fix
ity
ব্যাখ্যা: Hints: চারটি option-এর মধ্যে (গ) co-ই হচ্ছে 'prefix' (উপসর্গ)। বাকি তিনটি Suffix (প্রত্যয়)।
12613. Identify the appropriate prefix to get opposite meaning of the word 'connect'-
dis
in
un
non
12614. Choose the correct prefix to form the opposite of the word 'accurate'
in
un
non
dis
12615. Which is not an English prefix?
er
- im
- un
- in-
ব্যাখ্যা: Hints: Prefix অর্থ পূর্বে যোগ করা। Option গুলোর im = impure; un = unnecessary এবং in = incorrect হলো prefix কারণ তারা শব্দের পূর্বে যোগ হতে পারে অন্যদিকে er prefix নয় suffix যা শব্দের শেষে যুক্ত হয়। যেমন- er = reader।
12616. This is my (office) name.' The suffix which should be added to the bracketed part.
-er
-ially
-ial
no suffix
ব্যাখ্যা: Hints: Office-এর সাথে suffix-ial যুক্ত করলে শব্দটি হয় official, যার অর্থ আনুষ্ঠানিক কর্তৃত্ব প্রসূত; অফিসিয়াল। সুতরাং noun-এর পূর্বে official শব্দটি যথাযথ।
12617. Choose the correct prefix for the word 'function' to create a new word.
mono
dis
mal
mis
12618. Identify the appropriate prefix to get opposite meaning of the word 'sufficient'-
im
in
un
non
12620. The prefix 'pre' can be added to-
hit
hot
heat
hat
ব্যাখ্যা: preheat- রান্নার যন্ত্র, যেমন, চুলা স্টোভ ইত্যাদিতে খাবার রাখার পূর্বে গরম করে নেওয়া।