Image
MCQ
19041. লেভেলিং কাজে প্রতি যোজনায় শেষ স্টাফ পাঠটিকে বলা হয়-
পশ্চাৎ পাঠ
উল্টো পাঠ
মধ্যবর্তী পাঠ
সম্মুখ পাঠ
19042. দুরবিনের দৃষ্টিতল কোনটি?
অনুভূমিক তল
হ্রাসকৃত তল
কলিমেশন তল
উল্লম্ব তল
19043. অভিলক্ষ কাচের আলোককেন্দ্র এবং অভিনেত্রের কেন্দ্রের সংযোগকারী কাল্পনিক রেখাকে বলে-
উল্লম্ব রেখা
দুরবিন অক্ষ
উল্লম্ব অক্ষ
কলিমেশন রেখা
19044. 25 বা 30km পর্যন্ত ব্যবহৃত সিগন্যালের নাম-
পোল সিগন্যাল
হেলিওট্রোপ
ম্যাগনেশিয়াম বাতি
টার্গেট সিগন্যাল
19045. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য ব্যবহৃত হয়- [RAJUK-17]
কম্পাস
ক্লিনোমিটার
টেপ
থিওডোলাইট
19046. নিচের কোনটি Modern Survey Instrument নয়?- [HED-19]
DEM
Total Station
Digital Level
Plain Table
19047. অগ্রবর্তী ও পশ্চাৎ পাঠ নেয়া হয়-
প্রারম্ভিক বিন্দুতে
মধ্যবর্তী বিন্দুতে
সমাপ্তি বিন্দুতে
পরিবর্তন বিন্দুতে
19048. যন্ত্রের উল্লম্ব অনুভূমিক অক্ষের কিঞ্চিৎ পরিবর্তন ঘটানো যায়-
ওয়াই লেভেল
ডাম্পি লেভেল
টিলটিং লেভেল
হেন্ড লেভেল
19049. সেক্সট্যান্টের সাহায্যে কত ডিগ্রি পর্যন্ত কোণ মাপা যায়?
30°
60°
90°
120°
19050. রাস্তার প্রস্তুতি তল সংস্থাপনের জন্য করা হয়- [RAJUK-17]
লেভেলিং
প্লেন টেবিল জরিপ
স্টেডিয়া জরিপ
কন্টুরিং
19051. লেভেল যন্ত্রের সমন্বয়ন প্রধানত কত প্রকার? [BGDCL-17]
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
19052. নিচের কোনটি ধনাত্মক স্টাফ পাঠ?
পশ্চাৎ পাঠ
অগ্রবর্তী পাঠ
মধ্যবর্তী পাঠ
উল্টো পাঠ
19053. সূর্য সিগন্যালের অন্তর্ভুক্ত সিগন্যাল-
অ্যাসিটিলিন বাতি
হেলিওগ্রাফ
ম্যাগনেশিয়াম বাতি
টার্গেট সিগন্যাল
19054. শিকল জরিপ কী ধরনের এলাকার জন্য উপযোগী?- [BGDCL-17]
বন্ধুর
সমতল
পাহাড়িয়া
ঘনবসতি
19055. কোনটি Surveying instrument নয়?- [LGED-19]
Plain Table
Microscope
Level machine
Theodolite
19056. ত্রিভুজায়ন স্টেশনকে দৃশ্যমান করার জন্য ব্যবহৃত হয়-
সিগন্যাল
টাওয়ার
স্কাফোল্ড
কোনোটিই নয়
19057. সলিড স্টাফ বা সাধারণ স্টাফের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য-
0.001m
0.005m
0.010m
0.015m
19058. ডক, পোতাশ্রয়, নৌ ও সমুদ্র উপকূলে করা হয়-
কিস্তোয়ার জরিপ-
প্লেন টেবিল জরিপ
হাইড্রোগ্রাফিক জরিপ
কম্পাস জরিপ
19059. A, B, C, D বিন্দুতে স্টাফ পাঠ যথাক্রমে – 100, + 200, + 300, – 400 হলে কোনটি নিচু?
A
C
B
D
19060. ইনভার টেপের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক ইস্পাতের টেপের তুলনায়-
১ গুণ
১৮ গুণ
১ গুণ
১ গুণ