EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
19161. কোথাকার MSL-কে বাংলাদেশের Datum বলে ধরা হয়-
টেকনাফ
কক্সবাজার
চট্টগ্রাম
পটুয়াখালী
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠের পানির জোয়ার ও ভাটার গড় মান ধরে MSL নির্ধারণ করা হয়। এই মানের (Datum)-এর সাপেক্ষে সকল কিছুর উচ্চতা নির্ধারণ করা হয়ে থাকে।
19162. Workable concrete-এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-
0.3
0.4
0.5
0.6
ব্যাখ্যা: Concrete মিশ্রণে পানি ও সিমেন্টের সর্বনিম্ন অনুপাত 0.4 ব্যবহার করা হয়ে থাকে, তবে Concrete-এর সঠিক স্ট্রেস্থ পেতে মিশ্রণের অনুপাত 0.45 থেকে 0.60 ব্যবহার করা উচিত।
19163. ছেদ বিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলে—[BBA-19]
ভারটেক্স
এপেক্স দূরত্ব
স্পর্শক দূরত্ব
মধ্য অর্ডিনেটের দূরত্ব
ব্যাখ্যা: বাঁকের শীর্ষবিন্দু ও ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বাঁকের গভীরতা বা এপেক্স দূরত্ব বলে। ছেদবিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে স্পর্শক দৈর্ঘ্য বা দূরত্ব বলে।
19164. Engineer's Chain-এর দৈর্ঘ্য কত? [MOEF-19, BPSC-20]
66 ফুট
100 ফুট
100 মিটার
300 ফুট
ব্যাখ্যা: Engineer's chain বা প্রকৌশলী শিকলের দৈর্ঘ্য 100 ft. Gunter's chain-এর দৈর্ঘ্য 66ft. Meter chain-এর দৈর্ঘ্য 20m, 25m, 30m.
19165. Fine aggregate Coarse aggregate-এর পৃথকীকরণ Site কত?
3”/4
3”/16
1”/4
1”/2
ব্যাখ্যা: 4.75mm (3”/16) নং চালুনি দিয়ে অতিক্রান্ত সকল aggregate- কেই Fine aggregate বলে এবং 4,75mm (3”/16) নং চালুনিতে ধারণকৃত সকল aggregate-কেই Coarse aggregate বলে।
19166. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
Elongated
Angular
Rounded
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের সর্বোত্তম কার্যোপযোগিতা পাওয়ার জন্য Aggregate- এর আকার গোলাকার (Rounded) হতে হবে
19167. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১৪ ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্য পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেন্টিমিটার ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?[BWDB-20]
৩৯৩.১৬ মি
৩৯২.১৬ মি
৩৯১.১৬ মি
৩৯০.১৬ মি
ব্যাখ্যা:
19168. শব্দতরঙ্গ প্রেরণ ও গ্রহণ করে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে নিচের কোন যন্ত্রটি রাখতে হয়? [BGFCL-21]
সাউন্ডিং মেশিন
স্টেশন পয়েন্টার
সাউন্ডিং লেড
ফ্যাদোমিটার
ব্যাখ্যা: ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়।
19169. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত হবে?[BWDB-20]
৫৩০
৩৬০
৪৬০
৫৭.৫০
ব্যাখ্যা: আমরা জানি, লাইনের অক্ষাংশ = 1 cos0 210260 cos 0=36°
19170. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete- এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
ব্যাখ্যা: কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে।
19171. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায়, এটি- [BPSC-20]
জলাশয়
পাহাড়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: Contour ম্যাপের কেন্দ্রের দিকে ধারাবাহিকভাবে মান বৃদ্ধি পেলে পাহাড় নির্দেশ করে।
19172. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
0.2
0.4
0.6
0.8
ব্যাখ্যা: Durable concrete-এর জন্য সাধারণত water-cement ratio 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে। তবে concrete-এর maximum water cement ratio 0.8 ধরা হয়।
19173. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-[DWASA-20]
ভিত্তিরেখা
নিরীক্ষা রেখা
উত্তর রেখা
অফসেট রেখা
ব্যাখ্যা: সর্বাপেক্ষা বড় প্রধান জরিপ রেখাকে ভিত্তি রেখা বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ রেখা। এ রেখাটি অন্য সব রেখার দিক নির্দেশনা প্রদান করে।
19174. টেনসাইল স্ট্রেস্থ অব কংক্রিটের মান কত?
2-5 MPa
0-5 MPa
12-15 MPa
10-12 MPa
ব্যাখ্যা: (i) Compressive strength: 20-40 MPa (3000-6000 Psi) (ii) Flexural strength: 3-5 MPa (400-700 Psi) (iii) Tensile strength: 2-5 MPa (300-700 Psi) (iv) Modulus of elasticity: 14-41 GPa.
19175. ৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট ঘোলানোর জন্য লিটার পানির প্রয়োজন।
৩৩
৩৭
৪১
৪৫
ব্যাখ্যা: ঢালাইয়ের জন্য পানি-সিমেন্টের অনুপাত 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে। অনুপাত = সিমেন্ট পানি বা, 0.45 = 50 ×2 পানি .: পানি = 45 লিটার
19176. দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-[BBA-19]
স্পর্শক বিন্দু
শীর্ষবিন্দু
ছেদ বিন্দু
বাঁকের বিন্দু
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রথম স্পর্শক ও দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য যে বিন্দুতে মিলিত হয়, তাকে ছেদ বিন্দু বলে।
19177. ডেটাম পৃষ্ঠের RL কত? [BBA-20]
শূন্য
৫০
১-১০০
২০০
কোনোটিই নয়
ব্যাখ্যা: Mean Sea Level (MSL)-এর RL-এর উচ্চতা ০ মিটার। অর্থাৎ, গড় সমুদ্রতল হতে RL-এর উচ্চতা ০ মিটার ধরা হয়।
19178. নির্ভুল Plane Table Survey-এর Centering বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম-[BPSC-20]
Spirit level
Alidade
Plumbing fork
Trough compass
ব্যাখ্যা: Plan Table Surver-এর ক্ষেত্রে centering করার জন্য Plumbing fork ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি রশির মাথায় আটকানো থাকে, যা একটি নির্দিষ্ট স্থানের Centering করার জন্য ব্যবহার করা হয়, এটির Plumbod বলা হয়।
19179. প্রথম স্পর্শককে বলা হয়-[BBA-19]
রিয়ার ট্যানজেন্ট
রিয়ার স্পর্শক
ফরোয়ার্ড স্পর্শক
সবগুলোই
ব্যাখ্যা: বাঁক সংস্থাপন করার সময় প্রথম স্পর্শক বিন্দু যে রেখায় ছেদ করে সে রেখাকে রিয়ার ট্যানজেন্ট বা ব্যাক ট্যানজেন্ট বলে।
19180. 4 নং (4.75mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব অ্যাগ্রিগেট-
ফাইন অ্যাগ্রিগেট
কোর্স অ্যাগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনোটিই নয়
ব্যাখ্যা: খোয়া বা Coarse aggregate-এর কণাগুলো যদি 4.75 mm (১) চালুনির ছিদ্র দিয়ে অতিক্রম না করে, সেগুলোকে মোটা দানা (Coarse aggregate) বলে। যে-সব অ্যাগ্রিগেট 4.75 mm চালুনি দিয়ে অতিক্রম করবে সেগুলোকে সরু দানা বা ফাইন অ্যাগ্রিগেট বলে।