MCQ
19281. গ্রীষ্মকালে ভেন্টিলেশন কাজে আপেক্ষিক তাপমাত্রা ধরা হয়-
22.9°F
23.9°F
22.9°C
23.9°C
19282. একতলা অপেক্ষা দোতলায় খরচ কম হয়-
10%
15%
20%
25%
19283. 90°-এর চেয়ে অল্প কোণে লাইনের দিক পরিবর্তন করতে ব্যবহার হয়-
বেন্ড
এলবো
টি
রিডিউসার
19284. ফাটলের হাত হতে ভিত্তিকে রক্ষা করতে হলে মাটির অভ্যন্তরে ভিত্তিকে প্রবেশ করাতে হবে কমপক্ষে-
50cm
60cm
80cm
90cm
19285. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
Wing Wall
Breast Wall
Masonry Wall
Reinforced Concrete Wall
ব্যাখ্যা: উইং ওয়াল: এবাটমেন্টের পেছনের ভরাট করা মাটি আটকে রাখার জন্য যে দেয়াল বা কাঠামো নির্মাণ করা হয়, তাক উইং ওয়াল বা পাখনা দেওয়াল বলে। Breast Wall: ব্রিজের সার্ভারকে বা টি বিমকে বসানোর জন্য যে ওয়াল নির্মাণ করা হয়, তাকে বেস্ট ওয়াল বলে।
19286. কোনটি স্যানিটারি ফিটিং নয়?
সিঙ্ক
ওয়াটার ক্লোজেট
স্টপ কক
ইউরিন্যাল
19287. কোনটি প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত?
প্রজেক্ট প্লানিং
প্রজেক্ট শিডিউলিং
প্রজেক্ট কন্ট্রোলিং
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রজেক্ট ম্যানেজমেন্ট-এর ধাপসমূহঃ
( i) প্রজেক্ট প্লানিং
(ii) প্রজেক্ট সিডিওলিং
(iii) প্রজেক্ট কন্ট্রোলিং)
19288. প্লাম্বিং সার্ভিস হলো-
পানি সরবরাহ ব্যবস্থা করা
ড্রেনেজের ব্যবস্থা করা
স্যানিটারি ফিটিংস প্রদান করা
সব কয়টি
19289. ওয়াসার মূল পাইপ লাইন থেকে ভোক্তার পাইপ লাইনে ব্যবহৃত স্টপ কক পর্যন্ত দূরত্বকে বলে-
ভোক্তার পাইপ লাইন
ওয়াটার সাব-মেইন
যোগাযোগ পাইপ লাইন
ওয়াটার মেইন
19290. কাঠামোর উপর আগত লোড প্রধানত কত প্রকার?
2
3
4
5
ব্যাখ্যা: কাঠামোর উপর আগত লোড তিন প্রকার, যথা-
(i) ডেড লোড
(ii) লাইভ লোড
(iii) এনভায়রনমেন্টাল লোড।
19291. রান্নাঘর থেকে যে পাইপের মাধ্যমে দূষিত পানি নিষ্কাশন করা হয়-
সয়েল পাইপ
ভেন্ট পাইপল
ওয়েস্ট পাইপ
অ্যান্টিসাইফোনেজ পাইপ
19292. কোনটি ভিত্তি প্রদানের উদ্দেশ্য নয়?
লোডের তীব্রতা হ্রাস করার জন্য
অসম লোডকে সমভাবে ছড়ানোর জন্য
মাটির সরণ প্রতিরোধের জন্য
কাঠামোর ওজনকে ধারণ করার জন্য
ব্যাখ্যা: ভিত্তি প্রদানের উদ্দেশ্য-
(i) লোভের তীব্রতা হ্রাস করা
(ii) লোভের সুষম বণ্টন
(iii) কাঠামোকে সমতল পৃষ্ঠ প্রদানের জন্য
(iv) কাঠামোর স্থায়িত্বতা প্রদান
(v) মাটির সরণ প্রতিরোধের জন্য।
19293. কংক্রিট ঢালাই-এর কত সময় পর কিউরিং করা প্রয়োজন?
4-10 hour
6-24 hour
6-12 hour
24-48 hour
19294. কাঠামোর সর্বনিম্ন অংশ-
ফুটিং
অফসেট
ভিত্তি
প্লিন্থ
ব্যাখ্যা: কোনো কাঠামোর সর্বনিম্ন অংশ, যা মাটির ভিতরে থাকে অর্থাৎ কাঠামোর নিম্নতম অংশকে ভিত্তি বা বুনিয়াদ বলে। এটি সুপারস্ট্রাকচারের বেইজ হিসেবে কাজ করে।
19295. পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে আপাতত বন্ধ রাখতে ব্যবহৃত হয়-
প্লাগ-
স্টপ কক
গেট ভালভ
সিঙ্ক
19296. মাটির প্রকৃতির ওপর নির্ভর করে নিরাপদ সহগের মান ধরা হয়-
1 to 2
2 to 3
3 to 4
2 to 5
19297. দালানে ব্যবহৃত দূষিত পানি সংগ্রহের জন্য কোন ফিক্সচার ব্যবহৃত হয়?
ওয়াশ বেসিন
গেট ভালভ
পিলার কক
পানি ট্যাপ
19298. মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি-
2
3
4
5
19299. কৃত্রিম ভেন্টিলেশন-
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
19300. বর্গাকার দালান অপেক্ষা আয়তাকার দালানের দেয়ালের খরচ বেশি হয়-
5-10%
10-15%
15-20%
20-25%