MCQ
101. অ্যাব্রেসিভ পদার্থের মধ্যে এমারি-এর কাজ কী?
ল্যাপিং করার জন্য
কাচ গ্রাইডিং করার জন্য
ওয়ার্কপিসের চূড়ান্ত মসৃণতার জন্য
ভঙ্গুরতা রোধের জন্য
102. জবের সারফেসের মসৃণতা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে--বলে।
পলিশিং
ফিনিশিং
বাফিং
টার্নিং
103. সাধারণ প্লেন গ্রাইন্ডিং করাকে কী বলে?
সিলিট্রিক্যাল গ্রাইন্ডার
সারফেস গ্রাইন্ডিং
ইন্টারনাল গ্রাইন্ডার
স্পেশিয়াল গ্রাইন্ডার
104. ড্রিলিং-এর একটি উদাহরণ-
অর্থাগোনাল-কাটিং (Orthogonal cutting)
অবলিক কার্টিং (Oblique cutting)
সাধারণ কার্টিং (Simple cutting)
ইউনিফর্ম কার্টিং (Uniform cutting)
105. ড্রিল করা ছিদ্রের মাপকে সুন্দর ও মসৃণ করাকে কী বলে?
নার্সিং
রিমিং
জিগ
কাউন্টার
106. কোনটি শেপারের অংশ নয়?
Ram
Tool head
Table
Cross slide
107. ম্যানড্রেলে প্রতি মিটারে কত টেপার রাখা হয়।
০.৩ মিমি
০.১ মিমি
০.২ মিমি
০.৫ মিমি
108. নিম্নবর্ণিত কোন মেশিন টুল (Tool) স্থির থাকে কিছু কার্যবস্তু সরল রেখায় সামনে-পিছনে চলাচল (Job reciprocate) করে?
লেদ (Lathe)
মিলিং মেশিন (Milling machine)
প্লেনার মেশিন (Planer machinc)
শেপার মেশিন (Shaper machine)
109. ড্রিল করা ছিদ্রকে বড় করতে যে কাজ করা হয়, তাকে- বলে।
ড্রিলিং
বোরিং
টার্নিং
নার্সিং
110. ড্রিলিং মেশিনের ডেপথ অব কাটের সূত্র কোনটি?
D/2
2/D
DN/2
πD/2
111. সমতল তল তৈরি করার জন্য ---করা হয়।
বোরিং
টার্নিং
ফেসিং
নার্সিং
112. কোনটি শেপার মেশিনের প্রধান অংশের মধ্যে একটি অংশ?
র্যাম
হেডস্টক
স্পিন্ডেল
টপ সাইড
113. নিচের কোনটি একটি ডাবল পয়েন্ট কাটিং টুল?
লেস টুল বিট
টুইস্ট ড্রিল বিট
সিলিং কাটার
ফ্লোর কাটার
114. ল্যাপিং পদ্ধতির মাধ্যমে কী পরিমাণ ধাতু অপসারণ করা যায়?
0.05mm
0.1mm
0.028mm
0.01mm
115. ড্রিলিং করা কার্যবস্তুকে ধরতে কী ব্যবহার করা হয়?
ইনডেক্সিং হেড
ডিফারেনশিয়াল
ম্যানড্রেল
শ্যাফট
116. Planer machine-এ কার্যবন্ধ-
স্থির থাকে
চলমান থাকে
উভয়ই চলমান থাকে
Tool চলমান থাকে
117. কোনো জবের উপর প্রয়োজনীয় আকারে ছিদ্র করাকে - বলে।
বোরিং
টার্নিং
ড্রিলিং
নার্সিং
118. একটি ছিদ্র (Hole)-কে সাইজ ও মসৃণ (Finishing) করাকে বলে-
রিমিং (Reaming)
স্পট ফিনিশিং (Spot finishing)
ট্যাপিং (Tapping)
নার্লিং (Knurling)
119. ড্রিলিং মেশিন কর্তৃক কোন অপারেশন সম্পন্ন করা হয়?
Spot facing
Boring
Reaming
সব ক'টি
120. যে ডিভাইস ড্রিলকে নির্দিষ্ট স্থানে যাতায়াতে সাহায্য করে এবং কার্যবন্ধুকে শক্তভাবে আবদ্ধ রাখে, তাকে কী বলে?
নার্লিং
ড্রিল জিগ
ড্রিলিং
ড্রিল বিট