MCQ
2641. থার্মোডাইনামিক Extensive প্রোপার্টি কোনটি?
চাপ (Pressure)
আয়তন (Volume)
তাপমাত্রা (Temperature)
ঘনত্ব (Density)
2642. থার্মোডাইনামিক ইন্টেনসিভ (Intensive) প্রোপার্টি কোনটি?
মোট আয়তন
মোট অন্তঃস্থ শক্তি
মোট এনট্রপি
চাপ
2643. গতির প্রথম সূত্র থেকে আমরা কী পাই?
ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান
কোনো বস্তুর ভর এবং ত্বরণের গুণফল এটির উপর প্রযুক্ত লব্ধি বলের সমান
বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না
স্থিতিস্থাপক বস্তু তার Deformation-এর মাধ্যমে energy absorb করতে পারে
2644. স্থির চাপে এবং স্থির আয়তনে কোনো গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত-
সর্বদাই স্থির থাকে
সর্বদাই চাপ বৃদ্ধির সমানুপাতিক
সর্বদাই তাপমাত্রার সমানুপাতিক
উপরের কোনোটিই সঠিক নয়
2645. তাপগতিবিদ্যার প্রথম সূত্র (1st law of thermodynamics) হচ্ছে-
শক্তির নিত্যতার সূত্র
ভরের নিত্যতার সূত্র
ভরবেগের নিত্যতার সূত্র
তাপের নিত্যতার সূত্র
2646. এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব, যা বাইরের কাজ ব্যতিরেকে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে তাপ সরবরাহ করতে পারে- এটি থার্মোডাইনামিক্স-এর কোন সূত্র?
জিরোথ ল
ক্লাসিয়াস স্টেটমেন্ট
১ম সূত্র
৩য় সূত্র
2647. ক্লোজড (Closed) সিস্টেমে -
শক্তি ও ভর এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শুধুমাত্র ভর এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শুধুমাত্র শক্তি এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শক্তি ও ভর কোনোটিই সীমান্ত অতিক্রম করতে পারে না
2648. থার্মোডাইনামিক্স- এর প্রথম সূত্রটি নিম্নের কোন সত্যকে প্রকাশ করে?
শক্তি সর্বদা অক্ষয়
তাপশক্তির একটি রূপ
কার্যশক্তিকে তড়িৎশক্তিতে পরিবর্তন করা যেতে পারে
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা কম
2649. থার্মোডাইনামিকস-এর প্রথম সূত্রটি কোন সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়?
W=JH
H=JW
W=J+H
H = J + W [যখন। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, W কাজ ও H তাপ প্রকাশ করে।)
2650. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে বলে -
এনথালপি
এনট্রপি
এনট্রাপি
কোনোটিই নয়
2651. নিচের কোন সম্পর্কটি সত্য?
Cp+Cv = R
Cp – Cv = R
কোনোটিই নয়
উপরের দুটি
2652. সুপারহিটেড (Superheated) স্টিমের থার্মোডাইনামিক প্রোপার্টি কীরূপ?
বাতাসের অনুরূপ
আদর্শ গ্যাসের অনুরূপ
সাধারণ গ্যাসের অনুরূপ
আর্দ্র গ্যাসের অনুরূপ
2653. থার্মোডায়নামিক্সের ২য় সূত্র সংজ্ঞায়িত করে কোনটি?
তাপ (Heat)
এনট্রপি (Entropy)
কাজ (Work)
অভ্যন্তরীণ শক্তি (Internal energy)
2654. যে সিস্টেমে তাপ, কাজ ও ভর ইত্যাদি সীমানা অতিক্রম করতে পারে, তাকে কী বলে?
ওপেন সিস্টেম
ক্লোজড সিস্টেম
আইসোলেটেড সিস্টেম
কোনোটিই নয়
2655. কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডাইনামিক প্রক্রিয়া সংঘটিত হয় থাকে, তাকে কী বলে?
থার্মোডাইনামিক সিস্টেম
থার্মোডাইনামিক সাইকেল
থার্মোডাইনামিক প্রসেস
থার্মোডাইনামিক ল
2656. সাধারণ গ্যাস শক্তির সূত্র কোনটি?
Q1-2= dU+W1-2
Q1-2=dU-W1-2
Q1-2=dU/W1-2
Q1-2=dU x W1-2
2657. থার্মোডাইনামিক্সের কোন সূত্র হিমায়ন চক্রে প্রয়োগ করা হয় ?
১ম সূত্র
২য় সূত্র
৩য় সূত্র
কোনোটিই নয়
2658. কোন সিস্টেমে বাইরে থেকে কোনো তাপ প্রবেশও করে না এবং বেরও হয় না?
ক্লোজড সিস্টেম
আইসোলেটেড সিস্টেম
ওপেন সিস্টেম
কোনোটিই নয়
2659. কোনটি সঠিক সম্পর্ক?
Cp = Cv
Cp<Cv
Cp/Cv = Y
সবগুলো
2660. থার্মোডাইনামিক্স-এর দ্বিতীয় সূত্র হতে আমরা কী পাই?
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা কম
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা বেশি
ইঞ্জিনের দক্ষতা সর্বদা একের সমান
ইঞ্জিন সর্বদা তাপশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে