MCQ
2641. তাপগতিবিদ্যার প্রথম সূত্র (1st law of thermodynamics) হচ্ছে-
শক্তির নিত্যতার সূত্র
ভরের নিত্যতার সূত্র
ভরবেগের নিত্যতার সূত্র
তাপের নিত্যতার সূত্র
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: যখন একটি আবেষ্টনী চক্রীয় প্রক্রিয়া (Cyclic process) সম্পাদন করে তখন কাজ স্থানান্তরের বীজগাণিতিক যোগফল, তাপ স্থানান্তরের বীজগাণিতিক যোগফলের সমানুপাতিক।
2642. থার্মোডাইনামিক্স- এর প্রথম সূত্রটি নিম্নের কোন সত্যকে প্রকাশ করে?
শক্তি সর্বদা অক্ষয়
তাপশক্তির একটি রূপ
কার্যশক্তিকে তড়িৎশক্তিতে পরিবর্তন করা যেতে পারে
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা কম
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: থার্মোডাইনামিক্স- এর প্রথম সূত্র: শক্তি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পরিবর্তিত হতে পারে, কিন্তু তা সৃষ্টি বা ধ্বংস করা যায় না। পৃথিবীর মোট শক্তি এবং পদার্থ সবসময় ধ্রুব থাকবে। সুতরাং, শক্তি সর্বদা অক্ষয়।
2643. গতির প্রথম সূত্র থেকে আমরা কী পাই?
ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান
কোনো বস্তুর ভর এবং ত্বরণের গুণফল এটির উপর প্রযুক্ত লব্ধি বলের সমান
বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না
স্থিতিস্থাপক বস্তু তার Deformation-এর মাধ্যমে energy absorb করতে পারে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: নিউটনের গতির প্রথম সূত্রঃ "বাহ্যিক বল প্রয়োগ না করলে, স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকে।
" অর্থাৎ, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না।
2644. স্থির চাপে এবং স্থির আয়তনে কোনো গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত-
সর্বদাই স্থির থাকে
সর্বদাই চাপ বৃদ্ধির সমানুপাতিক
সর্বদাই তাপমাত্রার সমানুপাতিক
উপরের কোনোটিই সঠিক নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: স্থির চাপে এবং স্থির আয়তনে কোনো গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত সর্বদাই চাপ বৃদ্ধির সমানুপাতিক। আমরা জানি,Cp/Cv = Y এখানে তাপমাত্রা বাড়লে Y কমে আবার, তাপমাত্রা কমলে y-এর মান বৃদ্ধি পায়।
2645. কোনটি সঠিক সম্পর্ক?
Cp = Cv
Cp<Cv
Cp/Cv = Y
সবগুলো
2646. কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডাইনামিক প্রক্রিয়া সংঘটিত হয় থাকে, তাকে কী বলে?
থার্মোডাইনামিক সিস্টেম
থার্মোডাইনামিক সাইকেল
থার্মোডাইনামিক প্রসেস
থার্মোডাইনামিক ল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: কোন নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডায়নামিজ প্রক্রিয়া সংঘটিত হয় তাকে থার্মোডাইনামিক্স সিস্টেম বলে। সিস্টেমকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-
১। কন্ট্রোল মাস সিস্টেমঃ
(ক) বন্ধ আবেষ্টনী (Closed system)
(খ) স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী (Isolated system)
২। কন্ট্রোল ভলিউম সিস্টেম:
(ক) খোলা আবেষ্টনী (Open system)
বন্ধ আবেষ্টনী (Closed system) : যে সিস্টেমে শুধুমাত্র কাজ ও তাপ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু এর ভর স্থির থাকে তাকে ক্লোজড সিস্টেম বলে। যেমন- পিস্টনের মধ্যে গ্যাস হচ্ছে বন্ধ আবেষ্টানী।
খোলা আবেষ্টনী (Open system) : যে সিস্টেমে তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে তাকে খোলা আবেষ্টনী বলে। যেমন- বয়লার, এয়ার কম্প্রেসর, টারবাইন ইত্যাদি ওপেন সিস্টেম।
স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী (Isolated system) : যে সিস্টেমে তাপ, কাজ ও ভর কোনোটাই অতিক্রম করে না তাকে স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী বলে। যেমন- ইউনিভার্স হচ্ছে আইসোলেটেড সিস্টেম।
2647. থার্মোডাইনামিক্সের কোন সূত্র হিমায়ন চক্রে প্রয়োগ করা হয় ?
১ম সূত্র
২য় সূত্র
৩য় সূত্র
কোনোটিই নয়
2648. কোন সিস্টেমে বাইরে থেকে কোনো তাপ প্রবেশও করে না এবং বেরও হয় না?
ক্লোজড সিস্টেম
আইসোলেটেড সিস্টেম
ওপেন সিস্টেম
কোনোটিই নয়
2649. নিচের কোন সম্পর্কটি সত্য?
Cp+Cv = R
Cp – Cv = R
কোনোটিই নয়
উপরের দুটি
2650. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে বলে -
এনথালপি
এনট্রপি
এনট্রাপি
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: এন্ট্রপি (Entropy): এস্ট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম, যা রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির থাকে।
এনথালপি (Enthalpy) : পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে এনথালপি বলে।
2651. এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব, যা বাইরের কাজ ব্যতিরেকে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে তাপ সরবরাহ করতে পারে- এটি থার্মোডাইনামিক্স-এর কোন সূত্র?
জিরোথ ল
ক্লাসিয়াস স্টেটমেন্ট
১ম সূত্র
৩য় সূত্র
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ক্লাসিয়াস স্টেটমেন্ট (Calusius statement): এমন একটি সিস্টেম তৈরি অসম্ভব যা বাইরের কাজ ব্যতিরেকে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুকে তাপ সরবরাহ করতে পারবে।
2652. থার্মোডাইনামিক Extensive প্রোপার্টি কোনটি?
চাপ (Pressure)
আয়তন (Volume)
তাপমাত্রা (Temperature)
ঘনত্ব (Density)
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইনটেনসিভ প্রোপার্টি (Intensive properties): যে-সকল প্রপার্টি সিস্টেমের ভরের উপর নির্ভরশীল নয়, তাদেরকে ইনটেনসিভ প্রপার্টি বলে। যেমন- চাপ, তাপমাত্রা।
এক্সটেনসিভ প্রপার্টি (Extensive properties) ঃ যে-সকল প্রপার্টি সিস্টেমের ভরের উপর নির্ভরশীল, তাদেরকে এক্সটেনসিভ প্রপার্টি বলে। যেমন- আয়তন।
2653. ক্লোজড (Closed) সিস্টেমে -
শক্তি ও ভর এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শুধুমাত্র ভর এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শুধুমাত্র শক্তি এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শক্তি ও ভর কোনোটিই সীমান্ত অতিক্রম করতে পারে না
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: (ক) ওপেন সিস্টেমঃ তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে। যেমন- বয়লার, এয়ার কম্প্রেসর, টারবাইন ইত্যাদি ওপেন সিস্টেমের উদাহরণ।
(খ) ক্লোজড সিস্টেম: তাপ ও কাজ সীমানা অতিক্রম করে। যেমন- পিস্টনের মধ্যে গ্যাস হচ্ছে ক্লোজড সিস্টেমের উদাহরণ।
(গ) আইসোলেটেড সিস্টেম: তাপ, কাজ ও ভর কোনোটিই সীমানা অতিক্রম করে না। যেমন- ইউনিভার্স হচ্ছে আইসোলেটেড সিস্টেমের উদাহরণ।
2654. যে সিস্টেমে তাপ, কাজ ও ভর ইত্যাদি সীমানা অতিক্রম করতে পারে, তাকে কী বলে?
ওপেন সিস্টেম
ক্লোজড সিস্টেম
আইসোলেটেড সিস্টেম
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: (ক) ওপেন সিস্টেমঃ তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে। যেমন- বয়লার, এয়ার কম্প্রেসর, টারবাইন ইত্যাদি ওপেন সিস্টেমের উদাহরণ।
(খ) ক্লোজড সিস্টেমঃ তাপ ও কাজ সীমানা অতিক্রম করে। যেমন- পিস্টনের মধ্যে গ্যাস হচ্ছে ক্লোজড সিস্টেমের উদাহরণ।
(গ) আইসোলেটেড সিস্টেম: তাপ, কাজ ও ভর কোনোটিই সীমানা অতিক্রম করে না। যেমন- ইউনিভার্স হচ্ছে আইসোলেটেড সিস্টেমের উদাহরণ।
2655. সাধারণ গ্যাস শক্তির সূত্র কোনটি?
Q1-2= dU+W1-2
Q1-2=dU-W1-2
Q1-2=dU/W1-2
Q1-2=dU x W1-2
2656. থার্মোডাইনামিক্স-এর দ্বিতীয় সূত্র হতে আমরা কী পাই?
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা কম
ইঞ্জিনের দক্ষতা সর্বদা এক অপেক্ষা বেশি
ইঞ্জিনের দক্ষতা সর্বদা একের সমান
ইঞ্জিন সর্বদা তাপশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে
2657. থার্মোডাইনামিক ইন্টেনসিভ (Intensive) প্রোপার্টি কোনটি?
মোট আয়তন
মোট অন্তঃস্থ শক্তি
মোট এনট্রপি
চাপ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইনটেনসিভ প্রোপার্টি (Intensive properties) & যে-সকল প্রোপার্টি সিস্টেমের ভরের উপর নির্ভরশীল নয়, তাদেরকে ইনটেনসিভ প্রোপার্টি বলে। যেমন- চাপ (P), তাপমাত্রা (T), ঘনত্ব (p)। এক্সটেনসিভ প্রোপার্টি (Extensive properties) : যে- সকল প্রোপার্টি সিস্টেমের ভবের উপর নির্ভরশীল, ৪৩ ঘ তাদেরকে এক্সটেনসিভ প্রোপার্টি বলে। যেমন- আয়তন (V), অন্তঃস্থ শক্তি (E), তাপ ক্ষমতা (C)
2658. থার্মোডায়নামিক্সের ২য় সূত্র সংজ্ঞায়িত করে কোনটি?
তাপ (Heat)
এনট্রপি (Entropy)
কাজ (Work)
অভ্যন্তরীণ শক্তি (Internal energy)
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্তসমূহ (Corollaries of 2nd law) :
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে। তাদের মধ্যে নিচে তিনটি উল্লেখ করা হলো-
অনুসিদ্ধান্ত-১: এমন একটি ইঞ্জিন তৈরি করা অসম্ভব, যা দুটি তাপ আধার দিয়ে পরিচালিত হবে এবং ইঞ্জিনটির দক্ষতা ওই দুটি তাপ আধার দিয়ে পরিচালিত প্রত্যাবর্তী ইঞ্জিনের চেয়ে বেশি হবে না।
অনুসিদ্ধান্ত-২: নির্দিষ্ট দুটি আধার দিয়ে পরিচালিত সকল প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা সমান হয়।
অনুসিদ্ধান্ত-৩: যখন কোনো বন্ধ সিস্টেম চক্রীয় প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তখন প্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি শূন্য হয় এবং অপ্রত্যাবর্তী চক্রে মোট এন্ট্রপি ঋণাত্মক হয়।
গাণিতিকভাবে dQ/T = 0 প্রত্যাবর্তী চক্রীয় প্রক্রিয়ায়
dQ / T <০ অপ্রত্যাবর্তী চক্রিয় প্রক্রিয়ায় ওপরে দুটির সমন্বয়
dQ / T ≤ ০ এ সাধারণভাবে
2659. স্থির চাপে আঃতাপ (Cp) এবং স্থির আয়তনে আঃতাপ (C.) এর অনুপাতের মান কী হবে?
এক এর সমান
এক এর কম
এক এর বেশি
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: আপেক্ষিক তাপদ্বয়ের সম্পর্ক হতে আমরা পাই,
Cp-C v = R/ J
বা, Cp = Cv+R/J
অর্থাৎ Cp Cv অপেক্ষা R /J পরিমাণ বড় (প্রমাণিত)
2660. থার্মোডাইনামিকস-এর প্রথম সূত্রটি কোন সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়?
W=JH
H=JW
W=J+H
H = J + W [যখন। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, W কাজ ও H তাপ প্রকাশ করে।)
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: প্রথম সূত্রঃ একটি আবদ্ধ সিস্টেমে উৎপন্ন কাজ পারিপার্শ্বিক হতে সরবরাহকৃত মোট তাপের সমানুপাতিক।
অর্থাৎ, W-II
W = JH
এখানে, J = Mechanical equivalent of heat একে Joule equivalent-ও বলা হয়।
W = সম্পাদিত কার্য
11 = সরবরাহকৃত তাপ।