MCQ
2621. যে প্রক্রিয়ায় কোনো গ্যাস বা ভেপারের আয়তন স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন হয়, তাকে কী বলে?
স্থির আয়তন বা সমায়তন বা আইসোকোরিক প্রক্রিয়া
স্থির চাপ বা সমচাপ বা আইসোবোরিক প্রক্রিয়া
স্থির তাপমাত্রা বা সমোষ্টি বা আইসোথার্মাল প্রক্রিয়া
কোনোটিই নয়
2622. আয়তন স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n=ɑ
n=1
কোনোটিই নয়
2623. সমান তাপমাত্রায় চাপ যে অনুপাত হারে বাড়বে, আয়তন সে অনুপাতে কী হবে?
বাড়বে
কমবে
সমান থাকবে
কোনোটিই না
2624. চাপ কমলে-
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
স্ফুটনাঙ্ক হ্রাস পায়
স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি হ্রাস পেতে পারে
2625. কোনটি চাপের একক?
kg-m
N-m²
m/kg
kN/m²
2626. পরম শূন্য তাপমাত্রা হতে যে তাপ পরিমাপ করা হয়, তাকে কী বলে?
সর্বোচ্চ তাপমাত্রা
পরম তাপমাত্রা
সর্বনিম্ন তাপমাত্রা
সবগুলো
2627. গে-লুসাক-এর মত অনুযায়ী স্থির চাপে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কেমন?
কম
বেশি
সমান
কোনোটিই না
2628. স্থির তাপমাত্রা বা আইসোথার্মাল প্রসেস কোন সূত্র মেনে চলে?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
গে-লুসাকের সূত্র
অ্যাভোগেড্রোর সূত্র
2629. যে পরিবর্তনে পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়, তাকে কী বলে?
পরম শূন্য তাপমাত্রা
বাষ্পীভবনের সুপ্ততাপ
সুপ্ততাপ
কোনোটিই নয়
2630. চাপ স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n = a
n=1
কোনোটিই নয়
2631. প্রমাণ গ্যাসের ক্ষেত্রে, বয়েলের সূত্রানুযায়ী কোনটি সঠিক?
PV = ধ্রুবক, যখন T ধ্রুবক
V/T= ধ্রুবক, যখন P ধ্রুবক
P/T= ধ্রুবক, যখন V ধ্রুবক
T/P = ধ্রুবক, যখন V ধ্রুবক
2632. নজল (Nozzle)-এর মধ্যে প্রবাহী (Fluid) কীভাবে প্রবাহিত হয়?
সমোঞ্চ প্রক্রিয়ায় (Isothermal process)
রূদ্ধতাপ (Adiabatic) প্রক্রিয়ায়
স্থির আয়তন (Constant volume) প্রক্রিয়ায়
স্থির চাপ (Constant pressure) প্রক্রিয়ায়
2633. কোনো বস্তুতে তাপ প্রয়োগ করে এর অবস্থা বা ধর্মের পরিবর্তন ঘটানোকে কী বলে?
থার্মোডাইনামিক্স প্রসেস'
থার্মোডাইনামিক্স সাইকেল
থার্মোডাইনামিক্স সিস্টেম
থার্মোডাইনামিক্স ল।
2634. আদর্শ তাপমাত্রা ও চাপে (N.T.P.) ১ গ্রাম মোল (1 gm mole) বাতাসের আয়তন কত?
১ লিটার
২.২৪ লিটার
২২.৪ লিটার
২২৪০ লিটার
2635. চার্লস 'ল' অনুযায়ী-
PV = ধ্রুবক, যখন T ধ্রুবক
V/T= ধ্রুবক, যখন P ধ্রুবক -
P/T= ধ্রুবক, যখন V ধ্রুবক
T/P= ধ্রুবক, যখন V ধ্রুবক
2636. অপ্রত্যাবর্তক প্রক্রিয়া (Irreversible process)-তে কী হয়?
তাপ ক্ষয় হয়
তাপ অর্জিত হয়
তাপীয় অবস্থার পরিবর্তন হয় না
চাপ বৃদ্ধি পায়
2637. স্থির চাপ প্রক্রিয়ার সূত্রকে সমর্থন করে কোনটি?
ব্যাবেজের সূত্র
চার্লসের সূত্র
বয়েলের সূত্র
অ্যাভোগেড্রোর সূত্র
2638. "তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তার চাপের ব্যস্তানুপাতিক" এটি কার সূত্র?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
চাপের সূত্র
আয়তনের সূত্র
2639. "স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক" এটি কার সূত্র?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
গে-লুসাকের সূত্র
জুলের সূত্র
2640. বয়েল ও চার্লস-এর সূত্র সংযুক্তভাবে প্রকাশ করা যায় কোনটি দ্বারা?
P1 P1/ T1 = P2V2/T2
PV=CT
PV = mT
PV=nT