Image
MCQ
101. কম শক্তি খরচে দ্রুত ওয়েল্ডিং করা যায় - ওয়েল্ডিং।
আল্ট্রাসনিক
আর্ক
থার্মিট
মিগ
102. রিভেট লাগানোর কাজে কোন যন্ত্রাংশ ব্যবহৃত হয়?
রিভেটিং হ্যামার
স্কু-ড্রাইভার
সফট হ্যামার
ওয়্যার গেজ
103. স্পট ওয়েল্ডিং ইলেকট্রোড ব্যবহৃত হয়-
স্টেইনলেস
অ্যালুমিনিয়াম
কপার
ব্রাশ
104. For are welding-
alternating current with high frequency is used
alternating current with low frequency is used
direct current is used
any one of these
105. সফট সোল্ডারে সিসা ও টিনের অনুপাত কত?
৩৭% ও ৪২%
৩৭% ও ৬৩%
৭০% ও ৪০%
২% ও ৩%
106. প্রজেকশন ওয়েল্ডিং এক ধরনের-
continuous spot-welding process
multi spot welding process
are welding process
process used for joining mund bars
107. ভঙ্গুরতা কোন পরীক্ষার মাধ্যমে করা হয়?
বেন্ড টেস্ট
ইম্প্যাট টেস্ট
ক ও খ
এক্স-রে টেস্ট
108. স্পট ওয়েল্ডিং পদ্ধতিতে কত মিনি পুরুর ধাতু জোড়া দেওয়া হয়?
0.5mm
1mm
3mm
5mm
109. থার্মিট ওয়েল্ডিং ব্যবহৃত হয়-
গিয়ার এর দাঁত জোড়া দিতে
রেললাইন জোড়া দিতে
(ক ও খ)
কোনোটিই নয়
110. সোল্ডারিং পদ্ধতিতে তাপমাত্রার পাল্লা-
৪০°সে, - ১০০°সে,
১৮০°সে.-২৫০°সে.
৩০০°সে.-৫০০°সে,
৬০০°সে-৯০০°সে.
111. থার্মিট ওয়েল্ডিং কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
112. নিচের কোনটি থার্মিট ওয়েল্ডিং- এর সমীকরণ?
FeO + Al →Al ₂O ₃+ Fe
3Fe ₃ O4 + Al → AI₂O₃ + Fe + Her 3000°
Fe + H₂SO4 → FSO4 + H₂
কোনোটিই নয়
113. থার্মিট পদ্ধতিতে কী জোড়া দেওয়া হয়?
রেললাইন
পাতলা শিট
অলংকার
কোনোটিই নয়
114. সিম ওয়েল্ডিং (Seam welding) বলতে বুঝায়-
একটি আর্ক ওয়েন্ডিং পদ্ধতি
একটি অবিরাম স্পট ওয়েন্ডিং পদ্ধতি
একটি মাল্টি-স্পট ওয়েল্ডিং পদ্ধতি
ধাতু দণ্ড জোড়া দেয়ার পদ্ধতি
116. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েন্ডিং
ঘর্ষণ ওয়েন্ডিং
থামিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
117. থার্মিট কী কী উপাদান দ্বারা গঠিত ?
ক্যালসিয়াম + লোহা
কার্বন + লোহা
ম্যাগনেশিয়াম +লোহা
অ্যালুমিনিয়াম + লোহা
118. ৪20°F তাপমাত্রার নিচের তাপমাত্রায়ও কোন জোড়া দেয়া সম্ভব?
ব্রেজিং
সোল্ডারিং
ঘর্ষণ ওয়েল্ডিং
রেজিস্ট্যান্স ওয়েল্ডিং
119. সাধারণত ব্রেজিং-এ ফ্লাক্স হিসেবে ব্যবহৃত হয়-
জিংক ক্লোরাইড
অ্যালুমিনিয়াম ক্লোরাইড
বোরাক্স
কোনোটি নয়
120. জিংক-এর প্রলেপ দেওয়া হয় কেন ?
গ্যালভালাইজিং
এনাজাইজিং
পারকেরিশিং
শিয়াডায়জিং