Image
MCQ
122. মিগ ওয়েল্ডিং-এ কোন ধরনের ইলেকট্রোড ব্যবহৃত হয়?
ক্ষয়িষ্ণু
অক্ষয়িষ্ণু
দাম বেশি
দাম কম
123. মিগ (MIG) পদ্ধতিতে স্টিল ওয়েল্ডিং করার জন্য প্রয়োজন -
বিশুদ্ধ অক্সিজেন গ্যাস।
কার্বন ডাই-অক্সাইড গ্যাস
আর্গন -অক্সিজেনের মিশ্রণ
নাইট্রোজেন
124. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রধানত কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
125. ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহৃত হয়-
কার্বন আর্ক ওয়েল্ডিং-এ
সাবমার্জড ওয়েল্ডিং-এ
টিগ ওয়েল্ডিং-এ
মিগ ওয়েল্ডিং-এ
126. প্রাক্কলনের মূল উদ্দেশ্য কী?
বেশি ব্যয়ে পণ্য উৎপাদন করা, ডিজাইন উদ্ভাবন এবং উন্নয়ন করা
কম ব্যয়ে পণ্য উৎপাদন, ডিজাইন উদ্ভাবন এবং উন্নয়ন করা
উৎপাদনের সময় বাঁচানো
অতিরিক্ত শ্রম খরচ এবং ব্যয় বাঁচানো
127. স্ক্র্যাপস কী?
উৎপাদিত দ্রব্যকে লেভেল করতে যে অতিরিক্ত কাঁচামালের কাটছাঁটকৃত অংশ
নষ্ট বা অকেজো কাঁচামাল, যা উৎপাদনে ব্যবহৃত হয়
উৎপাদিত পণ্য ছাড়া সাথে আরো একটি বেশি বা অতিরিক্ত পাওয়া পণ্য
কোনোটিই নয়
128. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং-এর অসুবিধা হলো
বেশি পুরুত্বের শিট জোড়া দেওয়া যায় না।
দুটি ভিন্ন ধরনের ধাতুকে জোড়া দেওয়া যায় না
ফিলার রড ব্যবহৃত হয়
কোনোটিই নয়
129. ঘড়ির গিয়ার কোন ডাই-এর সাহায্যে তৈরি করা হয়?
পাঞ্চিং ডাই
রাবার ডাই
ব্ল‍্যাংকিং ডাই
ব্ল‍্যাংকিং ডাই এবং রাবার ডাই-এর সমন্বয়ে
130. অপেন ডাই ব্যবহৃত হয় কোনটিতে?
এম্বোসিং
পাঞ্চিং
কয়েনিং
ব্ল‍্যাংকিং
131. টিগ ও মিগ ওয়েল্ডিং-এ কোন ধরনের গ্যাস ব্যবহৃত হয়া
নিষ্ক্রিয় গ্যাল
নাইট্রোজেন
অক্সিজেন গ্যাস
হাইড্রোজেন গ্যাস
132. মিগ ওয়েল্ডিং- এ ওয়েল্ডিং জোনকে বয়ুমণ্ডলের আবরণ থেকে রক্ষা করে-
হিলিয়াম (He) গ্যাস
আগন (Ar) গ্যাস
ক ও খ
কোনোটিই নয়
133. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
134. পরোক্ষ ব্যয় কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
135. তুলনামূলকভাবে জটিল মেকানিজম ব্যবহার হয় কোন ওয়েল্ডিং-এ
সোল্ডারিং
মিগ
টিগ
সবগুলো
136. মিগ ওয়েন্ডিং পদ্ধতিতে কত পুরুত্বের ধাতু ওয়েল্ডিং করা যায়?
5mm-50mm
60mm-70mm
2mm-20mm
0.8mm-12.7mm
137. বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং করা হয়?
গ্যাস ওয়েল্ডিং
রেজিস্ট্যান্স
থার্মিট
সবগুলো
138. নিচের কোনটিকে ফ্লাক্স হিসাবে ব্যবহার করা হয় না?
চুনাপাথর
মাইকা
ফ্লোরস্পার
গ্রাফাইট
139. নিচের কোন যন্ত্রটির জোড়ার কাজে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং ব্যবহৃত হয় না?
গ্রিলস
ব্রেক
ফুয়েল ট্যাংক
কাস্ট আয়রন
140. নিচের কোন ওয়েল্ডিং পদ্ধতিতে নন-কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করা হয়?
Laser welding
MIG welding
TIG welding
Plasma welding