EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. বীম, কলাম ইত্যাদি মেম্বারের উপর প্লাস্টারের অনুপাত কত?
১:৬
১:৩
১:৪
১:৭
2. ACI code অনুসারে column এর Minimum longitudinal Reinforcement কত?
০.৫%
১%
২%
৩%
3. সড়ক বাধের side slope সাধারণত দেওয়া হয়
১:১
৪:১
৩:১
২:১
4. R.C.C ঢালাই করা কার্নিশ দেয়ালের গাত্র থেকে কত সে.মি বাইরে থাকে?
৪০ থেকে ৮০ সে.মি
৫০ থেকে ৯০ সে.মি
৩০ থেকে ৬০ সে.মি
৪০ থেকে ৮০ সে.মি
ব্যাখ্যা: তথ্য: R.C.C ঢালাই ছাদের চারদিকে বর্ধিত অংশকে কার্নশ বলে। ছাদের উপর পতিত বৃষ্টির এবং অন্য যে কোনো প্রকারের পানি যাতে দেয়ালের গাত্র বেয়ে ওয়ালে না আসতে পারে তার জন্য কার্নিশকে ছাদের কিনারা হইতে ৩০ থেকে ৬০ সে.মি পর্যন্ত বর্ধিত রাখা হয়ে থাকে উত্তর: (গ)
5. লম্ব অফসেটর সাহায্যে বাক সংস্থাপনকালে বাঁকের মধ্য বিন্দু চিহ্নিত করার সূত্র
R sin0/2
2R sin0/2
R tan0/2
2R tan0/2
6. নৌকা হইতে নদীর পাড়ের যে সব স্মারক বিন্দুর উপর কৌনিক পাঠ নেওয়া হয় তাহা নির্দেশ করে
স্টেশন পয়েন্ট
শোর সিগন্যাল
সেক্সট্যান্ট
কোনটি নয়
7. ৫৯. ভিত্তিতে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সমেন্ট ধরা হয়?
১% থেকে ২%
০.৭% থেকে ০.৮%
০.৫% থেকে ০.৮%
কোনটিই নয়
8. সেপটিক ট্যাংকের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলে
বাফেল ওয়াল
Whope wall
Wing wall
Pier
9. একটি ৫০ সারকুলার কার্ডের প্রতিসরণ কোন ২৫০, যদি চেইনেজ ২০০০ মিটারে কার্ড আরাম্ভ হয়, তবে অ্যাপেক্সেও চেইনেজ কত?
২০৭৫ মিটার
২০৯০ মিটার
২১০০ মিটার
২১৭৫ মিটার
10. ৫০ কেজি ওজনের ৫মিটার লম্বা মই ভূমির সাথে ৬০ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। ৭০ কেজি ওজনের লোক ৪ মিটার উপরে উঠা মাত্র মইটি পিছলাইতে থাকে। দেওয়ালে তল মসৃণ হলে মেঝের ঘর্ষণ সহগ কত?
০.২
০.১৫
০.২৫
০.৩
11. মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে, মাটির ছিদ্র পথে কত চাপে সিমেন্ট গ্রাউটকে প্রবেশ করানো হয়?
140kg/cm²
160kg/cm²
170kg/cm²
180kg/cm²
12. BNBC অনুসারে কার পার্কিং এর জন্য সর্বোচ্চ র্যাম্প অনুপাত কত?
১:৫
১:৬
১:৭
১:৮
13. যেখানে হাইড্রোলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমান নষ্ট হয়
উচ্চতা
চাপ
শক্তি
বেগ
ব্যাখ্যা: তথ্য: যখন প্রবাহ সুপারক্রিটিকাল তেকে সাবক্রিটিকাল গভীরতায় চলে যায় তখন শক্তির একটি প্রাথমিক অপচয় হয়। ফলে শক্তির অপচয় হল জাম্প জুড়ে নির্দিষ্ট শক্তির পরিবর্তনের সমান। উত্তর: (খ)
14. গাথুনীতে মসল্লার জয়েন্ট শক্তি সম্পন্ন হওয়ার জন্য ন্যূনতম কত দিন কিউরিং করা প্রয়োজন?
৭ দিন
১০ দিন
১৪ দিন
২১ দিন
ব্যাখ্যা: তথ্য: কংক্রিট স্থাপন ও কম্পেকশন করার পর কিছুদিন অবিরাম ভাবে কংক্রিটকে আর্দ্র রাখার পদ্ধতিকে কিউরিং বলে। সাধারনত কংক্রিট স্থাপনের ২৪ ঘন্টা পর হতে আরম্ভ করে ২১ হতে ২৮ দিন পর্যন্ত কিউরিং করা হয়। তবে, ন্যূনতম ১৪ দিন কিউরিং করা প্রয়োজন। কিউরিং এর জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন: (ক) পানি ছিটিয়ে খ) পৃষ্টদেশ আবৃত করে। (ভেজা বস্তা, কচুরিপানা ইত্যাদি)। গ) ঘের দিয়ে পানি আটকিয়ে (সমতল পৃষ্টের জন্য উপযোগী)
15. ট্রাস এ রিভেট এবং নাট বোল্ট এর জন্য মোট লোহার কাজের কত ভাগ ধরা হয়?
৬%
৫%
৭%
৮%
16. লিন্টেল স্ল্যাবে কংক্রিটের পরিমানের শতকরা কত হারে রড ধরা হয়?
১% থেকে ২%
১% থেকে ৪%
০.৫% থেকে ০.৮%
১% থেকে ১.৫%
ব্যাখ্যা: তথ্য: দরজা, জানালার উপরস্থ লোডকে সাপোর্টের দুই পাশে ছড়িয়ে দেওয়ার জন্য সল্প তম দৈর্ঘ্যর বিমকে লিন্টেল বলে। লিন্টেল ১% থেকে ১.৫% রড ধরা হয় উত্তর: (ঘ)
17. সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
পার কুশন
ওয়াশ বোরিং
ওয়াশ বোরিং
টেস্ট সিলিন্ডার
18. ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে তরান্বিত করার জন্য অ্যাডমিক্সার হিসেবে ব্যবহৃত হয়
Mgcl2
Nacl
Fecl3
Cacl2
ব্যাখ্যা: তথ্য: যেহেতু ঠান্ডা আবহাওয়া কংক্রিটের বিক্রিয়াকে মন্থর করে, তাই নির্ধারিত সময় বিলম্বিত হতে পারে। কংক্রিটে যোগ করা অ্যাক্সিলারেটর এটিকে নির্দিষ্ট সময়সূচিতে রাখতে পারে। ক্যালসিয়াম ক্লোরাইড ২% (সিমেন্টর ওজন দ্বারা) যোগ করা হল হাইড্রেশন বিক্রিয়াকে ত্বরান্বিত করার ঐতিহাসিক উপায়- এটি খুবই কার্যকর এবং যুক্তিসঙ্গতভাবে সস্তা।
19. বাংলাদেশের বিল্ডিং ACT 2008 অনুসারে high rise building এর উচ্চতা সর্বনিম্ন কত?
৩০ মিটার
৩৩ মিটার
৩৭.৫ মিটার
৪৫ মিটার
20. কোন বাঁক বরাবর বিক্রেতা বৃদ্ধির হার এবং সুপার এলিভেশন বৃদ্ধির হার সমান।
উত্তল বাক
ক্রান্তি বাক
অবতল বাক
সরল বাক