EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
321. Choose the opposite words FORMER---
Subsequent
Later
Resultant
Latter
ব্যাখ্যা: Hints: Former শব্দের অর্থ আগেকার, পূর্বের, প্রাক্তন। এর সবচেয়ে কাছাকাছি বিপরীত শব্দ হলো Litter যার অর্থ ভবিষ্যতের কোনো সময়ে।
322. The synonym of the word 'Narcissism' is:
Notorious
Selfishness
Dignity
Self-effacing
ব্যাখ্যা: Hints: Narcissism (আত্মমগ্নতা)-এর সমার্থক শব্দ selfishness (স্বার্থপরতা)।
323. Find the odd word in the following list.
Acme
Apex
Nadir
Zenith
ব্যাখ্যা: Hints: Nadir অর্থ সর্বনিম্ন বিন্দু আর অন্য word গুলোর অর্থ সর্বোচ্চ বিন্দু। সুতরাং odd word টি হলো Nadir
324. Choose the opposite words OPAQUE---
Misty
Covered
Clear
Transparent
ব্যাখ্যা: Hints: Opaque (আলো নিরোধক, অস্বচ্ছ)-এর সবচেয়ে কাছাকাছি বিপরীত শব্দ হলো transparent (আলোকভেদ্য, স্বচ্ছ)।
325. The synonym of the word 'Articulate' is:
Aware
Garbled
Unintelligible
Eloquent
ব্যাখ্যা: Hints: Articulate শব্দটি adactice ও perb হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ স্পষ্টভাষী; স্পষ্টভাষায় রূপদানে সক্ষম ব্যক্তি, স্পষ্টভাবে কথা বলা। এর synonym হলো icquent (বাকপটু, বাগ্মী)।
326. Choose the synonymous words ABANDON---
Condense
Abscond
Discontinue
Neglect
ব্যাখ্যা: Hints: Alxndon (আর ফিরে না আসার মানসে চলে/ছেড়ে যাওয়া)-এর একই অর্থবোধক শব্দ alscond (আত্মগোপন করা)। Option-এর বাকি তিনটি শব্দের মধ্যে discontinue অর্থ বন্ধ করা, neglect অর্থ উপেক্ষা করা আর condense অর্থ ঘন করা।
327. Choose the synonymous words AFFLUENT---
Prosperous
Poor
Talkative
Close
ব্যাখ্যা: Hints: Affluent (বৈভবশালী, বিত্তবান, প্রাচুর্যময়)-এর একই অর্থবোধক শব্দ prosperous (সমৃদ্ধিশালী)।
328. Choose the synonymous words TERMINATE----
Suspend
Dismiss
End
Interrupt
ব্যাখ্যা: Hints: Terminate অর্থ ইতিটানা, সমাপ্ত করা যার একই অর্থবোধক শব্দ হলো end। অন্যদিকে Suspend অর্থ ঝোলানো, লটকানো, লম্বিত করা; dismiss অর্থ চাকরি থেকে বরখাস্ত করা আর interrupt অর্থ ব্যাহত/ বিঘ্নিত করা।
329. Choose the opposite words VIOLENT---
Tame
Humble
Gentle
Harmless
ব্যাখ্যা: Hints: Violent (প্রচণ্ড, হিংস্র)-এর বিপরীত শব্দ হলো gentle (অমায়িক, নম্র, শান্ত)।
330. Choose the synonymous words REBATE----
Loss
Refund
Compensation
Discount
ব্যাখ্যা: Hints: Rebate (ছাড় বা রেয়াত)-এর most similar শব্দ হলো Discount। অন্যদিকে loss অর্থ ক্ষতি, refund অর্থ ফেরত বা প্রত্যার্পণ, compensation অর্থ ক্ষতিপূরণ।
331. Choose the opposite words TRAGEDY---
Humorous
Comedy
Romarice
Calamity
ব্যাখ্যা: Hints: Tragedy শব্দের অর্থ বিয়োগান্ত নাটক আর-এর বিপরীত শব্দ comady যার অর্থ হাস্যরসাত্মক বা মিলনান্তক নাটক।
332. The antonym of 'Climax' is-
Nadir
Peak
Apex
Zenith
ব্যাখ্যা: Hints: Climax (শীর্ষবিন্দু চূড়া)-এর বিপরীত শব্দ হলো Nadir (পাদবিন্দু)। Option- এর বাকি তিনটি শব্দ climax-এর সমার্থক শব্দ।
333. The word 'Jaunt' is synonymous to-
Short drive
Irresistible force
Refuse
Solitary
ব্যাখ্যা: Hints: Jaunt (সংক্ষিবস্ত প্রমোদভ্রমণ)-এর synonymous শব্দ হলো short drive। অন্যান্য option-এর word গুলোর অর্থ irresistible force- অপ্রতিরোধ্য শক্তি, refuse-প্রত্যাখ্যান করা এবং solitary - একাকী; নিঃসঙ্গ; নির্জন।
334. Choose the opposite words ACCORD---
Solution
Act
Decent
Concord
ব্যাখ্যা: Hints: Accord (মিলে যাওয়া, সঙ্গতিপূর্ণ হওয়া, খাপ খাওয়া)-এর বিপরীত শব্দ হলো act (ছল করা, ভান করা, প্রতারণা করা)।
335. Choose the synonymous words ADVERSITY-----
Crisis
Misfortune
Failure
Helplessness
ব্যাখ্যা: Hints: Adversity অর্থ দুর্ভাগ্য, দৈবদুর্বিপাক, যার most similar শব্দ হলো misfortune (দুর্জগা)। অন্যদিকে crisis অর্থ সংকটকাল; failure অর্থ ব্যর্থতা আর helplessness অর্থ অসহায়ত্ব।
336. Choose the opposite words GORGEOUS---
Desperate
Plain
Fashionable
Sumptuous
ব্যাখ্যা: Hints: Gorgeous (জমকালো, চমৎকার)-এর most nearly opposite অর্থযুক্ত শব্দ হলো plain (সাদামাটা)। আর desperate অর্থ মরিয়া, বেপরোয়া; fashionable অর্থ কেতাদুরস্ত আর sumptuous অর্থ ব্যয়বহুল, জাঁকালো।
337. What is the synonym of 'Diligent'?
Weak
Lethargic
Dull
Assiduous
ব্যাখ্যা: Hints: Diligent (অধ্যবসায়ী; পরিশ্রমী)-এর সমর্থক শব্দ হলো Assiduous (অধ্যবসায়ী)।
338. The word 'Hypocritical' is the antonym of:
Considerate
Cunning
Sincere
Wise
ব্যাখ্যা: Hints: Hypocritical (ভক্তমীপূর্ণ)-এর বিপরীত শব্দ হলো sincere (আন্তরিক)।
339. Choose the opposite words OFFER---
Beg
Borrow
Snatch
Request
ব্যাখ্যা: Hints: Offier অর্থ প্রস্তাব করা আর offer-এর nearly opposite word হলো bag, যার অর্থ কোনো কিছু চাওয়া।
340. Choose the synonymous words REVISE
Edit
Alter
Correct
Reconsider
ব্যাখ্যা: Hints: Rettise (পুনর্বিবেচনা করা, সংশোধন ও মানোন্নয়নের উদ্দেশ্যে পুনরায় পড়া)-এর most similar শব্দ হলো edit, যার অর্থ সম্পাদনা করা।