MCQ
1. Choose the opposite words of EXPOSE
Regard
Sink
Hide
Propose
ব্যাখ্যা:
Hints: Expose (অনাবৃত করা; প্রকাশ করা)-এর বিপরীত শব্দ হলো Hide (গোপন করা; লুকান)
2. Seldom
মহান
বাস্তব
জোরে
কদাচিৎ
3. Someone who is not strong is vulnerable. Which of the followings most appropriate replacement of underlined word of vulnerable---
Muscular
Weak
Pale
Raced
ব্যাখ্যা: Hints: Viilnerable (ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; অরক্ষিত)-এর সমার্থক শব্দ হলো weak (দুর্বল)।
4. The opposite of 'Bustle' is -
hurry
tumult
calm
scald
ব্যাখ্যা: Hints: Bustle অর্থ-ছোটাছুটি করা। অপশনগুলোর মধ্যে hurry ও tumult দুটোর অর্থই অস্থির হওয়া বা ছোটাছুটি করা/অস্থির। scald অর্থ গোসল করা, Calm অর্থ শান্ত হওয়া। সুতরাং অর্থের দিক থেকে bustle ও calm শব্দদ্বয় বিপরীতার্থক বা antonymous
5. Choose the opposite words of CANDID
Apparent
Frank
Bright
Explicit
ব্যাখ্যা:
Hints: Candid এবং Frank-এর অর্থ অকপট; মনখোলা; সরল। সুতরাং Candid এবং Frank পরস্পর সমার্থক শব্দ।
6. Choose the opposite words of INSUBORDINATE
Subservient
Palpable
Pragmatic
Inculcating
ব্যাখ্যা:
Hints: Insubordinate (অবাধ্য; অনধীন)-এর বিপরীত শব্দ Subservient (অধীন; বাধ্য)।
7. Weep
ঝেড়ে ফেলা
বিরাট
কান্না
প্রাবন্ধিক
8. 'Myopic'-এর Synonym-
short-sighted
evenhanded
unprejudiced
tolerant
ব্যাখ্যা: Hints: Myopic-ক্ষীণদৃষ্টি। Evenhanded-নিরপেক্ষ; unprejudiced- নিরপেক্ষ/ পক্ষপাতশূন্য; tolerant- সহনশীল; short-sighted- অদূরদর্শী, ক্ষীণদৃষ্টি। সুতরাং দেখা যাচ্ছে myopic short-sighted শব্দ দুটি সমার্থক বা synonymous।
9. The word 'Prodigal' means-
violate
wasteful
patriot
pastoral
ব্যাখ্যা: Hints: Prodigal (অতিব্যয়ী; অপব্যয়ী; মুক্তহস্ত) শব্দটির অর্থ প্রকাশ পায় wasteful (অপচয়ী; অপব্যয়ী) দ্বারা। Violate অর্থ লঙ্ঘন করা, patriot অর্থ দেশপ্রেমিক আর pastoral অর্থ মেষপালক ও পল্লীজীবনবিষয়ক।
10. Conflict may be described as:
Harmony
Homogenous
Disagreement
Homologous
ব্যাখ্যা: Hints: Conflict (দ্বন্দু, সংঘাত, বিরোধ) শব্দটিকে বর্ণনা করা যেতে পারে disagreement (মতভেদ, ছোট কলহ) হিসেবে। তাছাড়া harmony অর্থ মিল, homogenous অর্থ সমজাতীয় আর homologous অর্থ সদৃশ।
11. Choose the opposite words of STINGY
Wasteful
Democratic
Spiteful
Liberal
ব্যাখ্যা:
Hints: Stingy (কৃপণস্বভাব; ব্যয়কুষ্ঠ)-এর বিপরীত শব্দ Liberal (উদার; মুক্তহস্ত)। অন্যদিকে Wasteful অর্থ অপচয়ী; অপব্যয়ী, Democratic অর্থ গণতান্ত্রিক আর Spiteful অর্থ বিদ্বেষপূর্ণ।
12. Choose the opposite words of ALIEN
Native
Exiled
Natural
Resident
ব্যাখ্যা:
Hints: Alien (বিদেশি)-এর বিপরীত শব্দ Native (দেশীয়)। Option-এর অন্য শব্দগুলো যথাক্রমে Exiled (নির্বাসিত); Natural (প্রাকৃতিক); Resident (আবাসিক)।
13. Initial
প্রারম্ভিক
তাড়াতাড়ি
কান্না
হ্রদ
14. Fever
জ্বর
সাহায্য
অনুদান
কঠিন
15. Choose the opposite words of SUBSERVIENT
Supercilious
Aggressive
Straightforward
Dignified
ব্যাখ্যা:
Hints: Subservient অর্থ বিনয়বিগলিত; অধীন। Aggressive অর্থ কলহপরায়ণ; আগ্রাসী। সুতরাং এরা একে অপরের বিপরীত।
16. 'Zenith' এর antonym-
final
top
doubt
lowest point
ব্যাখ্যা: Hints: Zenith- চরম অবস্থা বা সর্বোচ্চ স্থান। অন্যদিকে final- চূড়ান্ত বা শেষ; top উপর, শীর্ষ; doubt সন্দেহ, সংশয়; lowest point- সর্বনিম্ন অবস্থা। সুতরাং Zenith-এর antonym বা বিপরীত শব্দ হলো lowest point।
17. Choose the opposite words of RELINQUISH
Abdicate
Renounce
Possess
Deny
ব্যাখ্যা:
Hints: Relinquish (ছেড়ে দেয়া; ত্যাগ করা)- এর বিপরীত শব্দ Possess (অধিকারী হওয়া; কোনো কিছুর মালিক হওয়া)। আর অন্য তিনটি শব্দ যথাক্রমে Abdicate (ছেড়ে দেয়া; দাবি ত্যাগ করা); Renounce (আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা), Deny (অস্বীকার/অগ্রাহ্য করা)।
18. The antonym of the word 'baddy'.
Well
Evil
Satanic
Goody
ব্যাখ্যা: Hints: Baddy (খারাপ ব্যক্তি) এর বিপরীত শব্দ হলো Goody (ভালো ব্যক্তি)।
19. The antonym of the word 'posterior' is -
anterior
superior
inferior
poster
ব্যাখ্যা: Hints: Posterior শব্দটির অর্থ পরবর্তী। প্রদত্ত অপশনগুলোর মধ্যে anterior-পূর্ববর্তী, superior- উচ্চতর, শ্রেয়, inferior-নিম্নতর, poster-প্রচারপত্র। সুতরাং posterior ও anterior শব্দদ্বয় অর্থের দিক থেকে বিপরীতার্থক বা antonymous।
20. Vital
স্থায়ী
প্রকাণ্ড
অত্যাবশ্যক
উৎফুল্ল