Image
MCQ
20141. 'সুষমা' শব্দে যে নিয়মে 'ষ' বসে-
'স' এর পূর্বে বসেছে বলে
'ষম্' মূলরূপ থেকে উৎসারিত হওয়ায়
'উ' কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
স্বভাবত 'ষ' বসে
20142. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
সমীচীন
সান্ত্বনা
মুমূর্ষু
ফটোষ্ঠ্যাট
20143. নিচের কোন বানানটি শুদ্ধ?
আশাঢ়
আষাড়
আসাঢ়
আষাঢ়
20144. কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
মাষ্টার
পোষাক
পোশাক
পোষ্ট
20145. সঠিক বানান কোনটি?
সুষম
সুসম
সুশম
সূসম
20146. কোন শব্দটির বানান সঠিক?
দোষণীয়
দূষণীয়
দূষনিয়
দোষনীয়
20147. স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয় এমন উদাহরণ কোনটি?
কৃষক
বর্ষা
ঔষধ
কাষ্ট
20148. কোন শব্দটি বিসর্গযুক্ত ই-ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য-ষ হয়েছে?
পুষ্কক
পরিষ্কার
পুষ্ট
বর্ষীয়সী
20149. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' হয় না?
সাৎ
সা
ষ্ণে
ষ্ণিক
20150. নিপাতনে সিদ্ধ 'য' এর ব্যবহার হয়েছে কোনটিতে?
মুমূর্ষ
অনুষঙ্গ
বর্ষণ
ভূষণ
20151. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
কৃষ্ণ
কল্যাণীয়েষু
ভাষ্য
অভিষেক
20152. কোনটি শুদ্ধ বানান?
শশিভুসন
শশিভূষণ
শসিভূষন
শশিভুসণ
20153. 'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'!- বাক্যটি নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ,
দ্বিতীয়টি শুদ্ধ প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
20154. কোন বানানটি সঠিক?
মহর্সি
মহর্ষি
মহর্ষী
মহর্শি
20155. কোন বানানটি শুদ্ধ?
কনিষ্ঠ
কণিষ্ঠ
কনিষ্ঠতম
কণিষ্ঠতম
20156. কোনটি শুদ্ধ বানান?
কৃষিজিবি
কৃষিজীবি
কৃষীজিবি
কৃষিজীবী
20157. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়
20158. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়?
মুমূর্ষু
ভাষা
প্রতিষ্ঠান
কষ্ট
20159. কোনটি শুদ্ধ বানান?
দূষণ
দুষণ
দুশন
দূশন
20160. কোন বানানটি শুদ্ধ?
পাষাণ
পাষান
পাসান
পাশান