Image
MCQ
1. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য, তাকে কোন সমাস বলে?
অলুক বহুব্রীহি
সংখ্যাবাচক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
2. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ওলকপি
ওলকপি
আটঘাট
ঊনপাঁজুরে
3. 'মীনের মতো অক্ষি যার'
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অলুক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুরীহি
4. 'অসুখ' কোন সমাস (নাই সুখ যার)?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
5. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
একাদশ (একা অধিক দশ)
হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
মানানের অভাব (বেমানান)
দুঃখাতীত (দুঃখকে অতীত)
6. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
নেই ধর্ম যার
7. . 'মেঘের মত নাদ যার-মেঘনাদ' কোন সমাস?
সমনাধিকরণ বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
8. 'সোনামুখী' কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
মধ্যপদলোপী
9. . 'বীণাপাণি' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
10. 'গায়ে হলুদ' কোন সমাস?
অলুক দ্বন্দ্ব
অলুক তৎপুরুষ
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
11. 'অবোধ' কোন সমাস (নাই বোধ যার)?
অব্যয়ীভাব
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
12. 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
13. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
বীণাপাণি
চৌরাস্তা
বনস্পতি
সিংহাসন
14. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি'র উদাত্রণ?
দশহাতি
হাতাহাতি
দশানন
দ্বিপদ
15. 'অপয়া' শব্দটি কোন সমাস?
কর্মধারয় সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
16. 'নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
17. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
কোলে কোলে যে মিলন = কোলাকুলি
অক্ষির অগোচরে = পরোক্ষ
হাতে চালানো পাখা = হাতপাখা
ঘঋণ থেকে মুক্ত = ঋণমুক্ত
18. 'লাঠালাঠি' কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
19. 'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
অলুক বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অব্যয়ীভাব
সপ্তমী তৎপুরুষ
20. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো না, তাকে কোন বহুব্রীহি বলে?
ব্যতিহার
অলুক বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি