Image
MCQ
20321. কোন বাঙালি কবি 'নাইট' উপাধি পেয়েছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
সুকুমার রায়
সত্যেন্দ্রনাথ দত্ত
20322. রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি ত্যাগ করেন কোন সালে?
১৯১৩
১৯১৯
১৯১৫
১৯১০
20323. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-
আগস্ট, ১৯১৩
সেপ্টেম্বর, ১৯১৩
নভেম্বর, ১৯১৩
অক্টোবর, ১৯১৩
20324. 'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল-
কুশারি
শাস্ত্রী
মুখোপাধ্যায়
ঘোষ
20325. নিচের কোন কাব্যগ্রন্থটি কায়কোবাদের রচনা?
অমিয়ধারা
পূবের হাওয়া
চৈতালি
ভাঙার গান
20326. কায়কোবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ-
অশ্রুমালা
মহাশ্মশান
অমিয়ধার
সবগুলো
20327. 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদের নাম কী?
Song Book
Song Collection
Song Offerings
Song
20328. কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থটি কোন ধরনের রচনা?
ইতিহাস
গীতিকাব্য
মহাকাব্য
উপন্যাস
20329. নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্‌দীন
অন্নদাশঙ্কর রায়
20330. 'বিশ্বভারতী' কে প্রতিষ্ঠা করেন?
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
20331. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
রাজশাহী
কুমিল্লা
কুষ্টিয়া
ঢাকা
20332. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
খুলনার দক্ষিণ ডিহি
ছোটনাগপুর মালভূমি
কুষ্টিয়ার শিলাইদহ
যশোরের কেশবপুর
20333. 'অশ্রুমালা'র কবি কে?
মীর মশাররফ হোসেন
কায়কোবাদ
ইসমাইল হোসেন সিরাজী
মোজাম্মেল হক
20334. নিচের কোনটি উপন্যাস নয়?
দিবারাত্রির কাব্য
শেষের কবিতা
মহাশ্মশান
লালসালু
20335. কবি কায়কোবাদের বাড়ি কোথায়?
দোহার
কেরানীগঞ্জ
নবাবগঞ্জ
ধামরাই
20336. কায়কোবাদের রচনা নয় কোনটি?
মহাশ্মশান
অশ্রুমালা
চিন্তাতরঙ্গিণী
বিরহবিলাপ
20337. 'আযান' কবিতাটি কার রচিত?
আহসান হাবীব
কায়কোবাদ
জসীমউদ্দীন
শামসুর রহমান
20338. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
সোনার তরী
নৈবেদ্য
গীতাঞ্জলি
চিত্রা
20339. কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
পলাশীর যুদ্ধ
তৃতীয় পানিপথের যুদ্ধ
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ছিয়াত্তরের মন্বন্তর
20340. 'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
গোবিন্দচন্দ্র দাস
কায়কোবাদ
অক্ষয় কুমার সরকার
নবীনচন্দ্র সেন