Image
MCQ
2084. ব্ল‍্যাভিয়ার টেস্টের সাহায্যে ক্যাবলের কোন ফল্ট নির্ণয় করা হয়?
আর্থ ফল্ট
ওপেন সার্কিট ফন্ট
ক্রস-কানেকশন ফল্ট
শর্টসার্কিট ফল্ট
2085. যদি শান্ট ক্যাপাসিট্যান্স কমানো হয় তবে স্ট্রিং ইফিসিয়েন্সি-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে
2089. ট্রান্সমিশন লাইনের ভেলোসিটি ফ্যাক্টর-
সর্বদাই একের চেয়ে বেশি হয়
চারদিকের মাধ্যমের পারনিটিভিটির উপর নির্ভর করে
বায়ু সাধনের জন্য কম হয়
স্কিন-ইফেক্ট দ্বারা পরিচালিত হয়
2090. ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 6301Hz-এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 x 10'8 msg’-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
476190m
476.19m
476190cm
467.19cm
2091. যদি conductor এর ব্যাস বাড়ানো হয়, তবে লাইনের ইন্ডাকট্যান্স-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে
2092. লুপ টেস্ট করা হয়-
শুধুমাত্র গ্রাউন্ড ফন্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র ওপেন সার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
গ্রাউন্ড এবং শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
2096. CAT-6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
2098. লুপ টেস্টের সময় ত্রুটিযুক্ত ক্যাবলের পাশাপাশি কাট সুস্থ বা ভালো ক্যাবল থাকা প্রয়োজন?
শুধুমাত্র একটি
কমপক্ষে তিনটি
অন্ততপক্ষে দুটি
একটিও না